নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন হোস্টেলে থাকতাম, প্রায় দিন/রাতেই আমি একা একা কড়িডোর দিয়ে হেঁটে বেড়াতাম, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। মাঝে মাঝে বারান্দায় পরিত্যক্ত টেবিল/চেয়ার পেলে, সেখানে বসে থাকতাম। অনেক নির্ঘুম রাতে বুকে অস্বস্তি নিয়ে রাত আড়াইটা-তিনটার দিকে বের হয়ে বারান্দায় বসে রাতের ঢাকা দেখতাম। তখন যে শুধু আমিই ঘুমের রাজ্যে নির্ঘুম প্রাণী ছিলাম, সেটা না। বেশিরভাগ রুমেই তখনও বাতি জ্বলতো। মেয়েরা পড়তো, প্রাকটিক্যাল করতো, আড্ডাও দিত। আমি সুযোগ বুঝে এখানে সেখানে খানিক গল্প করে মেইন রোডের সাথের বারান্দায় গিয়ে বসতাম। দু'টো পা দোলাতে দোলাতে স্তব্ধ ফার্মগেটকে দেখতাম। একটু খেয়াল করে কলেজের অডিটরিয়াম বরাবর তাকালে মনের মধ্যে কেমন কাঁপন ধরতো। আজ সকালে যেখানে ভিড় ছিল, কাল সকালে যেখানে শত শত মেয়ে ঘুরে বেড়াবে- সেখানে এখন শুধু একটি বাতি একা একা জ্বেলে রয়েছে। কোনোভাবে ওখানে পৌঁছে দাঁড়ালে আমি প্রায় ভুতুড়ে এক পরিস্থিতিতে পড়ে যাবো। হাজার ডেকেও কাউকে পাওয়া যাবে না।
হুট করেই আবার মনোযোগ দিয়ে পথের দিকে তাকিয়ে থাকতাম। রোজ কত-শত মানুষ এ পথ দিয়ে চলাচল করে। অথচ এখন কেমন সুনশান! হঠাৎ এক-দুইটা পিক আপ ভ্যান বিজ্ঞান কলেজের সামনের রাস্তা দিয়ে রেললাইনের দিকে যেতে নিলে, আমার চোখ পড়তো ভ্যানের পেছনের অংশে। কেমন এলোমেলোভাবে মানুষগুলো আলুর মতো করে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। প্রথম দেখায় মনে হতো আলু কিংবা আলুর বস্তাই বুঝি! পরে ভালোভাবে বোঝার চেষ্টা করলে দেখতে পেতাম, ওগুলো ঘুমন্ত মানুষের মাথা কিংবা পশ্চাৎদেশ; এ দুয়ের দূরত্বের মধ্যে আর দূরত্বকে ছাড়িয়ে তাদের বুক, পেট, পিঠ পা- সবই চাদর সদৃশ কিছু দিয়ে আবৃত। এমন নিশুতি রাতে অদ্ভুত অবস্থায় ঘুমিয়ে কোথায় যাত্রা করেছে তারা? জীবিকার সন্ধানে? হয়তো ঢাকার বাইরের কোনো অঞ্চল থেকে এসেছে, কিংবা ঢাকাকে পেছনে ফেলে অনেক দূরের কোনো অঞ্চলের উদ্দেশ্যে ছুটছে।
৪০৩ নম্বর রুমে আমার একটা ছোট্ট, সিঙ্গেল বিছানা আছে। ফ্যানের বাতাসে সেখানে আরামে ঘুমানো যায়। অথচ আমার চোখে ঘুম নেই। নানা উদ্বেগ-যন্ত্রণা নিয়ে আমি একা একা বারান্দায় বসে নির্ঘুম রাত্রি যাপন করছি। আর ওই মানুষগুলো চলন্ত গাড়িতেও খোলা আকাশের নিচে কি সুন্দর ঘুমিয়ে আছে!
আরেকদিন রাতে.. সেদিন খুব বেশি রাতও হয়নি। সাড়ে এগারোটা কিংবা সাড়ে বারোটা বাজবে হয়তো। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলাম, বিজ্ঞান স্কুলের সামনে এক নারী মোটরসাইকেল থেকে নামছে। মোটরসাইকেলের চালক তাকে নামিয়ে দিয়ে চলে গেল। মনটার মধ্যে কেমন যেন খচ করে উঠলো। এ কি তবে ঢাকা শহরের রাতের পরী? প্রায় উপন্যাস কিংবা নাটকে যাদের দেখা পাই? ঐ লোকটাও কি তবে খারাপ কেউ?
সেদিন কেন এমনটা ভেবেছিলাম? মেয়েটা তো কোনো চাকরিজীবীও হতে পারে! ঢাকা শহরে জ্যামের কারণে এতো রাতে বাসায় ফেরাটা মোটেও অস্বাভাবিক নয়। ছেলেটা হতে পারে উবার ড্রাইভার। কিংবা ছেলেটা মেয়েটার বন্ধু/ভাইও হতে পারে। হয়তো এতো রাতে তাকে নিয়ে কোনো জরুরি প্রয়োজনে এসেছে এদিকে। স্বামী হওয়াটাও আশ্চর্যজনক কিছু না, মনে হয়। তাড়াহুড়ো করে স্ত্রীকে হয়তো তার বাবার বাড়ির কাছাকাছি রাস্তায় নামিয়ে দিয়েই চলে গিয়েছে।
এত এত ইতিবাচক সম্ভাবনার মধ্যে আমার মনে কেন নেতিবাচক চিন্তাই আগে এলো? যে সমাজে বাস করি, সে সমাজের থেকেই সম্ভবত এই ধরণের চিন্তার উদ্ভব। আমাদের সমাজে, সন্ধ্যার পরে কোনো মেয়ের একা বাইরে থাকা একটু দৃষ্টিকটু বিষয়ই বটে। তবে এখন অনেকটা পরিবর্তন এলেও, তা বুঝি কেবল "রিচ সোসাইটি"তে কিংবা যথাযথ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়ার পরেই মেনে নেওয়া হয়। অন্যথায়, সবারই একটু আধটু ভ্রূ কুঁচকে যায়।
অথচ ওই অচেনা অজানা মানুষটা কোথা থেকে এসেছে/কেন এসেছে/কীভাবে এসেছে- এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমার। তবুও কেন ভাবলাম? এই অহেতুক পরচর্চার দায় কি আমি এখন সমাজকে দিয়ে পালাতে পারি? অবশ্য পালিয়ে যাবোই বা কোথায়? আমিও তো এই সমাজেরই একটা ছোট্ট অংশ!
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮
মৌরি হক দোলা বলেছেন: শুভ বিকেল।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৮
কামাল১৮ বলেছেন: মানুষ যেই সমাজে বাস করে সেই সমাজের বাস্তব অবস্থাই তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রন করে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
মৌরি হক দোলা বলেছেন: জি। ভালো থাকবেন। শুভকামনা।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০১
শেরজা তপন বলেছেন: আত্মকথন ভাল লেগেছে!
আমরা সবাই- খারাপটা নিয়ে ভাবি আগে, এমন সমাজে বাস করলে এমনটাই ভাবার কথা! আমি আপনি সবাই একই পাল্লায়
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪০
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা...
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২১
হাবিব বলেছেন: ভালো থাকবেন দোলা। আপনার জন্য শুভকামনা
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
মৌরি হক দোলা বলেছেন: আপনিও ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর...
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি পিক আপে যাদের ঘুমিয়ে থাকতে দেখেছেন তারা সম্ভবত কাওরান বাজারের সবজি ব্যবসায়ী। এদের কাজই রাতের বেলা। এদেরকে দেখবেন টুকরির মধ্যে গোল হয়ে ঘুমিয়ে থাকতে। কাওরান বাজার এলাকা দিয়ে অনেক গিয়েছি এক সময় তাই এগুলি দেখেছি।
ঢাকার প্রতিটি অভিজাত এলাকার বাড়িগুলির মাঝে কিছু বাড়ি আছে যেখানে খদ্দেররা যায়। আসলে চার দেয়ালের মাঝে কি ঘটে এটা জেনে আমাদের কি লাভ। যা আমাদের চোখে পড়ে সেটার উপর আমরা রঙ চড়ানোর চেষ্টা করি। অথচ ৯৯% ই আমাদের চোখের আড়ালে ঘটছে। ১% নিয়ে আমরা কত কিছু কল্পনা করি। পশ্চিমের প্রায় সব কিছুই এই দেশে হয়। কিন্তু আমরা রক্ষণশীলতার একটা মিথ্যা আবরন দিয়ে তা ঢেকে রাখতে চাই। ওরা করে প্রকাশ্যে সমাজের অনুমতি নিয়ে আর আমরা করি গোপনে নিয়ম ভেঙ্গে। আমাদের দেশে এই সব নিয়ে অনেক অপরাধ কর্ম সঙ্ঘটিত হয় ওদের দেশে এগুলি নিয়ে তেমন ঝামেলা হয় না। মানুষের এগুলির দেখার সময় নাই।
যে কোন অস্বাভাবিক জিনিস দেখলে মানুষ অনুসন্ধিৎসু হয়। আপনি মনে মনে কল্পনা করতেই পারেন। কবি/ লেখকদের খুঁটিনাটি জিনিস নিয়েও ভাবতে হয়। তাই আমি মনে করি আপনি এই বিষয় নিয়ে ভেবে ভালো করেছেন। লেখকদের পর্যবেক্ষণ শক্তি ভালো হওয়া দরকার। আপনার এটা আছে মনে হচ্ছে। এইসব পর্যবেক্ষণ থেকেই একজন লেখক গল্পের প্লট পায় অথবা গল্পের চরিত্রগুলিকে ফুটিয়ে তোলে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
মৌরি হক দোলা বলেছেন: কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ীই হবে, মনে হচ্ছে। ওই পথ দিয়েই তো ওই বাজারে যায় দেখেছি। তবে এটা আমার মাথায় একদমই আসেনি।
দ্বিতীয় অংশ নিয়ে ভালো আলোচনা করলেন। সহমত।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ছোট বোন ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার পোষ্ট পড়ে ঘুমোতে যাচ্ছি । শুভ রাত।