নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ

১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৩



নতুন নতুন তখন সবে স্বপ্নের কুঁড়ি ধরতে করেছে শুরু মনের কুঁড়েঘরে। তেমনি এক মুকুলিত ক্ষণে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবি-শস‍্য ফলন দেখতেছিলাম নিজের স্বপনের শস‍্য ফলাবার জন‍্যে। তখনই এদিক সেদিক করে সেই রবি-শস‍্যের "কবিতা ফসলের" নাম আর পেছনে তার ভাবনা মিলিয়ে নিজের খাতায় যে বীজ পুঁতেছিলাম তা এমনি__

বনফুল কবি-কাহিনী আর
ভগ্নহৃদয়ে বিহারী-ভাব,
সাঁঝ সংগীতে আরম্ভ ফুটিতে
আপন আপণে কবি স্বভাব।

কড়ি-ছবি প্রভাত-সন্ধ্যাগীতে
মম হৃদয়ের বিষন্নতা,
সোনা মানসী চৈত্র চিতার
কল্প কণিক রোমান্টিকতা।

আধ্যাত্ম ফলে নৈবেদ্য-খেয়ায়
গীতা গীতি গীতালি,
বলাকার ডানায় উড়িতে দেখি
বিশ্বজঙ্গের___
আর্ত-মর্ত্য, মাংস-ধূলি।

পলাতকা নদী মহুয়া পূরবী
পুনশ্চ শ্যামলী পত্রপট,
রোগশয্যার শেষ আরোগ্য
পয়দা সৃষ্টির আকীর্ণ পথ।

চিত্র ছড়ার নব নব কথা
আঁকা ক্ষণিকে খাপছাড়া,
পরি প্রান্তে প্রবাহ প্রহসন
বাণী বিচিত্র বিদায় বীথীড়া।

বৈকালী ভানু সেঁজুতি সম
শিশু শৈশব ভোলা স্মরণ,
ক্ষণিকের স্ফুলিঙ্গ ভেবো না
সমস্তই এ যে রবি লেখন


ছবি: পিন্টারেস্ট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ২:১৬

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.