![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'প্রগতিশীল হতে হতে আমরা আসলেই এখন ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি ।৯০%মুসলমানের দেশে আমার প্রিয় নবীকে নিইয়ে ব্লগার রা যা লিখছে তার অবশ্যই আরও আগেই প্রতিবাধ করা উচিত ছিল এবং এইসব ব্লগারদের বিচার এবং শাস্তি হওয়া উচিত,কিন্ত আমার কথা হল প্রতিবাদকারি হেফাজত এতদিন কোথাই ছিল ?হেফাজত আসলে ইসলাম রক্ষার নামে যা করছে তা মুনাফেকি।হেফাজতের অনেক নেতাই ১৮ দলের নেতা।হেফাজতের মঞ্চে যখন বলা হয় আমাদের শরীরে মওদদির রক্ত তখন আর বোঝতে বাকি থাকেনা যে এরা জামাআত এর মিত্র।রাজাকারদের বিচার বানচাল করতে হেফাজত কে ব্যবহার করছে বিএনপি জামাআত।এই জন্য শফি শাহেব এর মত গ্রহনযোগ্য একজন মাওলানা কে সামনে রেখে বিএনপি জামাআতি এর এজেন্ট রাই হেফাজতের নেত্রিত্ব দিচ্ছে।হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফইএজুল্লাহ এবং জুনাইএদ আল হাবিব কে ১৮ দলিয় জুটের পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহনের সোজুগ করে দেওয়া হবে বলে তাদের বলা হইয়েছে।আরেক নেতা মুফতি ওআক্কাস আগেই ধর্রমন্ত্রি ছিল এরশাদ এর আমলে।এইবারও তাকে ১৮ দল থেকে ধর্ম মন্ত্রি বানান হবে বলা হইয়েছে।আর ২নেতা মাওলানা মইনুউদ্দিন রুহি এবং নুর কাসেমি কে সম্মান জনক উপহার দেওয়া হবে বলা হইছে ১৮ দল থেকে। এই সবি হচ্ছে জামাআত বিএনপির আগামীবার নির্বাচনে জয় এর কৌশল । হেফাজতের যেইসব নেতারা ১৮দলে আছেন তারা কি খালেদা জিয়ার রুপ সজ্জা দেখেন না?খালেদার পাতলা শাড়ীর বিতর দিইয়ে এখনও নাবি দেখা যায়।তখন কেন আপনারা ইসলাম মানতে ভুলে যান?আসলে ভুলেন না আপনারা এইসব দেখেও দেখেন না ,কারন আপনারা হইলেন মুনাফেক।খালেদার পাতলা শাড়ীর বিতর দিয়ে পেটের যে সাদা অংশ দেখা যায় তার বিতর ইসলামের হেফাজত খুঁজাটা মুনাফেকি ছাড়া আর কিছুই নয় ।তাই আপনাদের বলছি মাওলানা শফি সাহেব একজন সম্মানী মানুষ তাকে বিভ্রান্ত করবেন না,ইসলাম নিয়ে দইয়া করে নোংরা রাজনিতী করবেন না ।আর বেশি রাজনিতী করতে গেলে এই দেশের মুসলমানেরা তা ভালভাবে নিবেনা ,কারন মানুষ কে বার বার উস্কে দিইয়ে আপনাদের ই ক্ষতি হবে তাতে করে হেফাজত ইসলামের বারোটা বাজবে তখন হইত আর হেফাজতের জেয়ারত করার মানুষ ও খুঁজে পাবেন না ।
©somewhere in net ltd.