নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথ

সপ্নবাজের কথা

সপ্নবাজের কথা › বিস্তারিত পোস্টঃ

।। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।।

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

ঈদ মানেই আনন্দ ।প্রতি বৎসর রমজানের সাওম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের দৈনন্দিন জীবনে আনন্দের ফরমান নিয়ে আসে । কিন্তু এত আনন্দের মাঝেও বাস্তবিক কিছু ঘটনা মনের জানালায় উঁকি দিয়ে যায় । ঈদ নিয়ে ভাবতে গিয়ে আজ একটি ঘটনা বেশ মনে পড়ছে ।আমি তখন চ,বি প্রথম বর্ষের ছাত্র । হলের ছাত্রাবাস ছেড়ে পৈত্রিক নিবাসে ঈদ করতে আসা । সকলের মত ঈদ নিয়ে আমিও ভীষণ আনন্দিত ছিলাম । ঈদের আনন্দময় সকালের জন্যে প্রহর কাটছিল । ভোরের শেষে ঈদগাহ থেকে নামাজ পড়ে বাসায় এসে মা, বাবাকে সালাম করলাম । সকলের চোখেই ছিল পরম আনন্দের তৃপ্তি । এসবের মধ্যেই একটি ঘটনা আমার মনে গবীরভাবে দাগ কেটে গেল ।আমার মাকে প্রাত্যহিক কাজে সহায়তা করে নাসিমা ,তার ছোট ছেলেটিও আসত তার মায়ের সাথে । ঈদের দিন সকালে দেখলাম নাসিমার সেই বাচ্চাটি ,নাম মিশু তার মায়ের সাথে আসেনি ।মিশু কে না দেখে নাসিমাকে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম আজকে ঈদের দিন আপনার বাচ্চাকে নিয়ে আসেন নি কেন ? নাসিমা যেন পৃথিবীর সব মায়েদের পক্ষ থেকে তাদের সন্তানদের চাহিদা পূরণ করতে না পারার হাহাকার নিয়ে বলল আমাগ জীবনে ঈদ কি আর আনন্দই বা কি ? গরীবের লাইগা জগৎ মানেই কষ্ট । আমি বোকার মত তাকে প্রশ্ন করলাম ঈদত আনন্দের তা কষ্টের হবে কেন ? নাসিমা খুব কষ্ট জড়িত ভাষায় বলল তার ছেলে মিশুকে ঈদে অভাবের কারণে কিছুই কিনে দিতে পারেনি ।ছেলে সবার নতুন জামা পড়া আনন্দে হাসি ভরা মুখ দেখে কষ্ট পাবে তাই তাকে ঘরে রেখে এসেছে । একজন দুঃখিনী মায়ের মুখ থেকে দারিদ্রতার এই নির্মম পরিণতির কথা শুনে চোখের জলে বাঁধ দিতে পারিনি । বিবেকের তাড়নায় সামাজিক দায়বব্ধ তার কথা মনে করে ততক্ষণেই বাহিরে গিয়ে সেই অবাগীনি মায়ের সন্তানের জন্যে একটা পায়জামা ও পাঞ্জাবী এ্নে দিয়ে বললাম ছেলেকে এই নতুন কাপড় পড়িয়ে বের হতে দেন ।আমার কাছ থেকে এই সামান্য সহানুভূতি পেয়ে হত দরিদ্র মায়ের মুখে যে তৃপ্তি দেখেছি তা আমি কখনও ভুলতে পারবনা ।একজন মায়ের সেই জগৎ ভোলানো হাসির কথা মনে পরলেই মনের কোণে প্রশ্ন এসে যায় কবে সত্যিকার অর্থে আমরা এই পৃথিবীকে শিশুর বাস যোগ্য করতে পারব ?কবে মধ্যযুগের কবির,

''আমার সন্তান যেন থাকে দুধে ভাতে '' এই আকুতির বাস্তবায়ন ঘটাতে পারব ?আর কতকাল দারিদ্রতার যাঁতাকলে পিষ্ট মা বাবারা তাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে না পারার গ্লানি বয়ে ভেড়াবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.