নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথ

সপ্নবাজের কথা

সপ্নবাজের কথা › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

দেশের সাম্প্রতিক সময়ের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক । স্বাধীনতার ৪২ বৎসর পরেও কেউ ধর্ম বেঁচে খাচ্ছে , কেউ চেতনা বেঁচে বাচতে চাইছে ।। এইদেশে রাজনীতির জন্যে প্রতিদিন কাউকে না কাউকে জীবন দিতে হয় । রাজনীতির নোংরা থাবা হতে বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র জায়গাও নিরাপদ নয় । অত্যন্ত দুঃখ হয় যখন দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে একজন নিরীহ মানুষের মৃত্যু ।দেশের ইতিহাসে সব চেয়ে আলোচিত হত্যাকাণ্ড হল বিশ্বজিত হত্যা । আজ এই হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়েছে, এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং তের জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে , অথচ কোথাও একবারের জন্যেও আলোচিত হল না কেনও বা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটল । অপরাধের মূল কুশীলবরা যতদিন আলোচনার বাহিরে থাকবে ততদিন এই ধরনের জঘন্য অপরাদ ঘটবেই । একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ? তাদের হাতে কে বা কারা নেশা এবং অস্ত্র তোলে দিচ্ছে ? এই ব্যাপারগুলো নিয়ে যতদিন সচেতনতা গড়ে উঠবেনা ততদিন ছাত্র রাজনীতির নামে অপরাজনিতির ফাঁদে আরও অনেক মেধাবীকে বলী হতে হবে কেউ হয়ত জীবন দিয়ে আর কারও দ্বারা জীবন গিয়ে ।আমাদের রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থে আর কত নোংরা হবে ? । উকিল , সাংবাদিক, ডাক্তার , কেউ দলবাজির উরধে নয় পুরা দেশটারে ভাগ করে ফেলা হয়েছে । একবারের জন্যে হলেও ভেবে দেখুন আগামী প্রজন্মের জন্যে আমরা কেমন দেশ রেখে যাচ্ছি ধর্মপ্রেম আর দেশপ্রেম নিয়ে বিভক্ত একটি জাতি । শুধুমাত্র ক্ষমতার জন্যে পুরা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার কোন অধিকার রাজনীতিবিদদের নেই ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

পাঠক১৯৭১ বলেছেন: এসব বালছালের কিছুই হবে না; বালছাল প্রেসিডেন্ট সবগুলোকে ছেড়ে দেবে!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

েফরারী এই মনটা আমার বলেছেন: শুধুমাত্র ক্ষমতার জন্যে পুরা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার কোন অধিকার রাজনীতিবিদদের নেই ।http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977/29906840

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮

সপ্নবাজের কথা বলেছেন: প্রেসিডেন্ট ছেড়ে দেওয়া এত সহজ বিষয় নয় । পাঠক ১৯৭১

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৮

মোঃ উরমান বলেছেন: সপ্নবাজেরা শুধু সপ্নই দেখতে ভালোবাসে। সব সম্ভবের দেশ এখন বাংলাদেশ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

জাহাঙ্গীর জান বলেছেন: এর একমাত্র কারণ হলো চাত্র রাজনীতি চাত্রদের হাতে অস্ত্রনয় কলম শোভা পায় সেটাই আমাদের নেতা নেত্রীদয় ভুলে গেছিলো তাই আজ এমনই পরিণতি বিশ্ববিদ্যালয়ের চাত্রদের নেতা নেত্রীদয় যতটা তাদেরকে ব্যবহারের দরকার ছিলো করে ফেলেছে এখন অপ্রয়োজনীয় তাদের ফাঁসি একান্ত জরুরি ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

আকাশদেখি বলেছেন: সপ্নবাজের কথা বলেছেন: প্রেসিডেন্ট ছেড়ে দেওয়া এত সহজ বিষয় নয় । পাঠক ১৯৭১।

@সপ্নবাজের কথা একটু খেয়াল করবেন, প্রেসিডেন্ট কিন্তু আগেও বেশ কিছু ফাসির আসামিকে ছেড়ে দিয়ে ছিলেন

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

সপ্নবাজের কথা বলেছেন: প্রেসিডেন্ট আগে যাদের ক্ষমা করেছিলেন তাদের ভিডিও ফুটেজ ছিল না , অন্য হত্যাকাণ্ড এর সাথে এই হত্যার পার্থক্য আছে । তাই হাইকোর্ট এবং প্রেসিডেন্ট যা ইচ্ছে তা চাইলেও করতে পারবে না ।
@ আকাশ দেখি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.