নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দিনলিপি

প্রহর শেষের আলোয় রাঙ্গা সে দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।। (কবি গুরু)

মাহবুব আলম চৌধুরী

মনের ভিতরে বড় হবার প্রচন্ড আকাঙ্খা ।। স্বপ্ন দেখতে খুউউউব ভালোবাসি।। ভালোবাসি বই পড়তে, ছবি আঁকতে আর বিখ্যাত মানুষদের জীবনী পড়তে .....

মাহবুব আলম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি মানুষ (একটি কবিতা)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আমি মানুষ,

এটাই আমার বড় পরিচয় নয় কি?



আমি জানি,

ধর্ম বলতে আসলে কি বুঝায়,

এর প্রভাব, প্রতিপত্তি, বিস্তার

সবই আমার জানা ।।



কিন্তু বন্ধু, ধর্ম কি আমাকে শেখায়-

খুন কর ওই পাড় নাস্তিককে,

ওই হিন্দু, খ্রিস্টান বা সাউতালটাকে?



বন্ধু, ধর্ম কি শেখায়-

ও জানোয়ার, ও শয়তান, ও অমানুষ বলে

ওকে তাচ্ছিল্য করতে?



ধর্ম কি শেখায়-

লাল রক্তের দু'পেয়ে ওই প্রাণীটাকে

নির্বোধ একটা জন্তুর মত জবেহ করতে

কিংবা বলী দিতে?



ধর্ম কি শেখায়-

মানুষে মানুষে বিভেধ তৈরী করতে,

একজন আরেকজনকে পুড়িয়ে মারতে?



বন্ধু, কখনও কি আমায় দেখাতে পারবে এমন কোন ধর্মগ্রন্থ,

যেখানে লেখা আছে এই সমস্থ কিছু?



......আরে, তুমি চুপ কেন?



পারবে না দেখাতে, তাই না??



আমি জানি,

তুমি পারবে না ।।



তাহলে কেন আসনা বন্ধু,

সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে-

নিজেকে আরেকবার প্রমান করি মানুষ হিসেবে ।।



--------------------------------------------------------

মাহবুব আলম চৌধুরী । ১৯-০২-২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.