নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ

এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে

মাহবুব মাসুম

মুক্ত বুদ্ধির চর্চা করি
বিজ্ঞান , যুক্তি ও মানুষের ক্ষমতায় আস্থা রাখি । যে কোন ধরনের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি।

মাহবুব মাসুম › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ ও ঘননিদ্রার মিথষ্ক্রিয়া-১

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শাহবাগ বসন্তের যাত্রা। একমাস হয়ে গেল এই গণজাগরণ এখনও চলছে। অনেক প্রশ্ন অনেক দ্বিধা অনেক সংশয়, আতঙ্ক, গুজব, প্রতিবন্ধকতা, কুৎসা পার হয়ে প্রজন্ম চত্বরের লাখ লাখ তরুণ ইতিহাস গড়ে যাচ্ছে। এই চেতনার বিপ্লব অর্থ দিয়ে বানানো যায় না। নৈতিক মনোবল আর দেশপ্রেম এর মূল চালিকাশক্তি বলেই রাজনীতিকদের ভ্রূ-কুটি, আন্দোলনকারীদের নিয়ে কদর্য মন্তব্য, স্বাধীনতাবিরোধীদের কুৎসা, রাজিব হত্যাসহ অনেককে হত্যার অব্যাহত হুমকির পরও এই দীপশিখা এখনও জ্বলছে। এখনও শিশু -বৃদ্ধ-নারী এই ইতিহাসের সাক্ষী হতে ছুটে আসে। কিন্তু এরই মধ্যে ঘটে গেছে অনেক কিছু। অনেক মূল্য দিতে হয়েছে দেশকে, এখনো হচ্ছে, হয়তো আরও দিতে হবে। কিন্তু চেতনার যে জাগরণ ঘটে গেছে তাকে যদি কেউ উটপাখির মতো মুখ গুজে না দেখার ভাণ করে তাহলে ইতিহাসের ভাগাড় থেকে তার মুক্তি নেই। ঘণনিদ্রার দলে নাম লিখিয়েছে অনেকে শুরু থেকেই। এভাবে প্রতিটি মুহুর্ত আর তার নায়ক-খলনায়ক ক্রমাগত নির্মিত হচ্ছে, আমরা শুধু অভিনয় করে যাচ্ছি।



এ কয়দিনে টক শো, সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া মিলে যে অবিরাম সার্কাস তৈরি হয়েছে তার তুলনা নেই। আজ যাকে মনে হয় প্রজন্ম চত্বরের বন্ধু, কাল তাকেই মনে হয় নিন্দুকের একশেষ। আজ যিনি যুদ্ধাপরাধির পক্ষে মানবাধিকারের নামে খৈ ফুটাচ্ছিলেন হয়তো তিনিই নিরীহ মানুষ আর পুলিশের ওপর বর্বরোচিত হাম্লা-লুটপাট-বাড়িঘর জ্বালানোকে মামুলি দুর্ঘটনা বলে চালাতে চান।

মাহমুদুর রহমান মান্নার মত তারকাখচিত আওয়ামী নেতাও নিরপেক্ষ আচরণ করতে উঠেপড়ে লেগে যান। ভোটের প্রচারণায় কলাপাতায় নৌকার ছবিই শুধু দেখেন তিনি ( সাইদির চাঁদে অভিযান গল্পের সাথে তুলনা করে), বেহেশ্তের টিকিট বিক্রির মত ধাপ্পাবাজি দেখেন না।

শাহবাগের নেতাদের বিভিন্ন কর্মসূচি দেয়াকে বিএনপি-চিনাবাদামি-বেহায়ারা স্পর্ধার বলেছে বারবার। 'শাহবাগ সরকার' নামে একটা ঐতিহাসিক শব্দ তারা বাংলাদেশের রাজনৈতিক অভিধানে যোগ করেছে, ভুল করে হলেও। এটাও তো এই গণজাগরণের সাফল্যই ! গত কয়েকদিন বার বার যে প্রশ্নগুলো বিরোধী শিবির থেকে তোলা হয়েছে তা হল (১) এই চত্বর বা আন্দোলন সরকারের সৃষ্টি (২) যুদ্ধাপরাধের বিচার সরকার করছে, সরকারের লোক দিয়ে, সরকারের ইচ্ছায়-- এর কোন স্বচ্ছতা নেই, বহির্বিশ্বে গ্রহণযোগ্যতাও নেই (৩) দেশে গণহত্যা চলছে যা ৭১ এর ফেব্রুয়ারি মার্চের চেয়ে বেশি । (চলবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: সার্কাস এর সাথে তুলনা
একমত
ঈদ শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.