![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধের সময় এলো সে। প্রথমে চিনতে পারলাম না। তারপর বুঝলাম। গালভর্তি দাড়ি। গায়ে চাদর জড়ানো কোনোমতো। মাথায় মাফলার।
_ কি রে মোস্তফা?
সে ঘরে আসতে চায়। দরজা আগলে দাঁড়ালাম। ওর হাতটান স্বভাব। অন্যদিকে রুনিকে অনেক কৈফিয়ত দিতে হবে।
_ বড়ভাই, আপনার কাছেই এলাম।
_ কেন?
_ মায়ের হাত-পা পড়ে গেছে। একটু...
_ আমি নিজেই দু বছর বেকার, কী করে সাহায্য করি! মুশকিল সমস্যা।
কিছুক্ষণ না কি অনেকসময়। অন্ধকার হয়ে আসছে। একসময় মোস্তফা ঘুরে দাঁড়াল।
_ বড়ভাই যাই তা হলে!
_ আচ্ছা যা।
মোস্তফা গলি শেষে রাস্তায় পা রেখে ঘুরে দাঁড়াল। মনে মনে এতটুকু হয়ে গেলাম। আমার পকেটে ঋণের তিন হাজার টাকা খুব ভারী মনে হতে লাগল। এখান থেকে অন্তত পাঁচ শ টাকা দিতে পারতাম। কিন্তু এ তো ঋণের টাকা। অনেক চেষ্টায় জোগাড় করেছি। কেমন করে দিই। রাত নেমে আসতে আসতে মনজুড়ে ক্লেদ জমা হতে থাকে। মোস্তফার মা আমাদের কত বছর রান্না করে খাইয়েছে। সেই স্নেহময় সেবার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। অন্ধকার বাড়তে থাকে।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩
মাহবুব আলী বলেছেন: ঠিক
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন কিছু ঋণ আছে যা জীবনের বিনিময়েও
শোধ করা যায়না। সত্যিই খুব খারাপ লাগছে
মোস্তফার মা’য়ের জন্য।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
মাহবুব আলী বলেছেন: তারপর আবার আমরা বাজারে যাই, ভালোমন্দ কিনি। গল্পগুজব করি। এই তো জীবন। কখনো মন খারাপ হয়। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
টানাপোড়েনের গল্প!
+++
সাধুদার মন্তব্যে সহমত
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
মাহবুব আলী বলেছেন: শুভকামনা রইল।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
জনৈক অচম ভুত বলেছেন: এই স্নেহময় সেবার ঋণ অনেকে স্বীকারও করে না। গল্পকথক করেছে, এই অনেক।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
মাহবুব আলী বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি কি প্রফেসর মাহবুব আলী?
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
মাহবুব আলী বলেছেন: রাজীব ভাই, আপনি যে কার কথা বলছেন? আমি কলেজে প্রভাষকের কাজ করতাম বটে। বেসরকারি কলেজ। তারপর বের হয়ে এসেছি। এখন উন্নয়ন সংস্থায় ফ্রিল্যান্স কনসালটেন্সি দিই। সময়ে কিছু লেখার চেষ্টা করি মাত্র।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: অভাব মানুষের মন-মানসিকতার ওপর প্রভাব ফেলে নির্মমভাবে।