![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মোর প্রভু জীবনে কভু
তোমারে চাহিনা ভুলিতে।
দাও ক্ষমা করে প্রভু তুমি মোরে
তোমারি চরণ ধুলিতে।
যত টুকু পাওয়া যেন তোমারি দেওয়া
মোর জীবন মাঝে।
তবু কেন হায় মন কেঁদে বেড়ায়
তোমাকে না পাওয়ার লাজে।
তোমারি দেওয়া চোখে অন্যের দুঃখে
পারিনি আজ ও কাঁদিতে।
তোমার দিনতায় মোর জীবন হায়
পারিনি আজ ও বাঁধিতে।
হে প্রভু কোথায় গেলে তোমার দেখা মেলে
বল সথায় যাব।
যদি তুমি প্রভু নাহি বল কভু
তবে তোমায় কেমনে পাব।
কেহ নাহি জানে কার আহ্বানে
হূদয় মোর ছোটে।
তুমি ত জান আমি যে কেন
তোমারি চরণে পড়ি লোটে।
দাও ক্ষমা করে প্রভু তুমি মোরে
আমি যে পাপি বান্দা।
পাপ যে করেছি পাপেতে পড়েছি
ক্ষমা চাচ্ছি সকাল-সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫২
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........