![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বালিকা স্বপ্নে এসে
গেল আমায় ছুঁইয়ে,
ভালোবাসা আকাশ থেকে
পরছে চুইয়ে চুইয়ে।
একলা বসে স্বপ্ন ভুনে,
ভাবছি আমি আপন মনে।
মেঘ বালিকা কি ভেবে যে
মনটা গেল ছুঁইয়ে।।
আমার স্বপ্নে ঘেরা
অচিন পুরের দেশে,
ভালোবাসা আসলো বুঝি
মেগ বালিকার বেশে।
আমি যে আর তেমন কোন
মহাপুরুশ নই,
সেই কথাটা কেমন করে
মেঘ বালিকারে কই।
মনের মাঝে ভাবনা যত,
ব্যাথায় আমার হচ্ছে তত,
হূদয়টা যে ক্ষত।
মেঘ বালিকা সব যেনে কি
মনটা দিবে দুইয়ে,
মেঘ বালিকা কি ভেবে যে
গেল আমায় ছুঁইয়ে।।
©somewhere in net ltd.