![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত প্রনের ভালোবাসা
পোশে রেখেছি মনের মাঝে একা,
ভাগ করে আমি দিতে চাই তারে
আজ যদি পাই তার দেখা।
সারা দিন শুধু বাহিরে
ঘুরে ঘুরে তারে চাই রে।
বিকেল বেলার হতে হাত রাখা
হয়নি আমার শেখা।
মোর জীবনের আলোতে
জীবন-প্রধিপ জ্বেলে,
হে ফুলের কলি, আজ নিভৃতে
সাজাব তরে পেলে।
যা কিছু চাওয়ার চেয়ে নেব,
যা কিছু দেওয়ার দিয়ে দেব।
অবশেষে যেন পাই তোর দেখা।।
২| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৮
বাকা পথ বাকা চোখ বলেছেন: কাব্য আপনার কাব্য ভালো লাগলো।
৩| ২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
মাহবুবুর রহমান (কাব্য) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৭
বাকা পথ বাকা চোখ বলেছেন: কাব্য আপনার কাব্য ভালো লাগলো।