নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনাহীন ভাবনাগুলো

মাহের ইসলাম

মাহের ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস (শেষ পর্ব)

২২ শে মে, ২০১৮ রাত ১২:০৫



আগের পর্ব আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস (পর্ব – ২ )

যতটা না মুগ্ধতা, তার চেয়ে ঢের শ্রদ্ধা নিয়ে সিবেলদের কাছ থেকে বিদায় নিয়ে, ক্যাফে থেকে সোজা বাসের দিকে এগিয়ে গেলাম। বাসের কাছে গিয়ে অপেক্ষা করব, আবার লেট লতিফ হতে চাই না।
এম্নিতেই ড্রাইভার আর তার ছোকড়া কিছিমের গাইড আমাকে কেমন যেন একটু অবহেলা করছিল।

স্ন্যাক্স দেয়ার পরে হাত থেকে চকলেট মোছার জন্যে টিস্যু পেপার যখন চাইতে গেলাম, বুঝাতেই পারলাম না কি চাইছি; নাকি সে বুঝতেই চায়নি। কফির সাথে আরেকটু গরম পানি চাইলাম, ছোকরা বলল সবাইকে দেয়ার পরে আবার আসবে। কিন্তু পানি শেষ হয়ে গিয়েছিল কিনা জানি না, সে আর গরম পানি নিয়ে আসেনি। আমিও আর লজ্জায় চাইতে পারিনি।
যাই হোক, অবহেলা নাও হতে পারে, হয়ত নিজেই কিছুটা ইন্সিকিউরড ফিল করছি, বিনা কারণেই।

কানে হেডফোন, এক হাতে স্মার্ট ফোন আর আরেক হাতে বড় সুটকেস টানতে টানতে জিন্স টি-শার্ট পড়া দুই কিশোরী বাসের কাছে এসে হাঁপাচ্ছে। পিংক কালারের যে এ রকম বড় সুটকেস পাওয়া যায়, আমার ধারনা ছিল না - আসলে কখনো চোখে পড়েনি।
এরা আগে এই বাসে ছিল না, এখান থেকে উঠছে।
মনে হচ্ছে কাজিন হতে পারে, লাগেজ বুঝিয়ে দিয়েই আবার স্মার্ট ফোনে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।

ড্রাইভারকে বাসের দিকে এগিয়ে আসতে দেখে বুঝলাম, এবার সময় হয়েছে গাড়িতে উঠে বসার।
বাসে উঠতে গিয়ে চোখ পড়ল ঐ দুই কিশোরীর উপরে, তারা এখন সামনের দুই সিট দখল করেছে।
স্মার্ট ফোনে এখনো মগ্ন হয়ে আছে। সেলফি তোলা হয়েছে এরই মধ্যে কয়েকবার, ফোনে কার সাথে যেন কথাও বলল। কথা বলার স্টাইলে মনে হল, মুরুব্বী গোছের কারো সাথে কথা বলেছে – হয়ত বাবা-মাকে জানালো যে তারা বাসে উঠে পড়েছে।

বাসের অন্য প্যাসেঞ্জারও উঠতে শুরু করেছে।
উঠতে গিয়ে, একজন নিগ্রোকে বাসের ভিতরে বসা দেখে (নিগ্রো না হলেও, আমার গায়ের রঙ প্রায় কাছাকাছি) কয়েকজনের কৌতূহলী চোখের হতচকিত হয়ে যাওয়া বুঝতে পারছিলাম। হয়তো তারা এখানে এই মুহূর্তে এমনটি আশা করেনি।
তবে, আমাকে দেখে লোকজনের এই অভিব্যক্তিতে আমি বরং আমোদিত হচ্ছিলাম।
কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করেছে।

বিশাল খোলা মাঠের মধ্য দিয়ে, আবার কখনো উচু পাহাড়ের কাছে দিয়ে বাস ছুটে চলছে। রাস্তায় গাড়ির সংখ্যা বেশি নয়, বড় বড় বাস চোখে পড়ল কয়েকটা আর বাকি সব প্রাইভেট কার। এটা টুরিস্ট সিজন না, অন্যথায় এই রাস্তায় আরো অনেক গাড়ী থাকতো। কারণ, এই মহাসড়ক ধরেই আনতালিয়ায় যাওয়া যায় – যেখানে রয়েছে তুরস্কের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। মুরতেজার বাসা থেকে থেকে প্রায় দুই ঘন্টার ড্রাইভ।

মুরতেজা অবশ্য একবার পরামর্শ দিয়েছিল – বাই এয়ার আংকারা থেকে আনতালিয়ায় নামতে।
ভেলি আর মুরতেজা আগেই চলে যাবে ওখানে, এরপরে তিনজনে একত্রে ইস্পারটায় ফিরব তার গাড়িতে করে।
তবে আমি রাজি হয়নি। কারণ, ফ্লাইট ধরতে হলে আমাকে অনেকটা সময় আংকারায় বসে থাকার পরে যে সময়ে আনতালিয়ায় নামবো এবং তারও পরে গাড়িতে ইস্পারটাতে পৌছাবো - বাসে গেলে প্রায় কাছাকাছি সময়েই পৌছাতে পারব।
আর বাস জার্নির একটা আলাদা আবেদন আমি সব সময়ই উপভোগ করেছি তুরস্কে।
তাই, এবাবের এই সুযোগটাও হারাতে চাইনি।


এক জায়গায় অনেকগুলো উইন্ডমিল দেখে ঝটপট মোবাইলে ছবি তুলে ফেললাম। পরে দেখি, দৃশ্যটা তেমন ভাল আসেনি ছবিতে। বাস্তবেই বরং বেশি সুন্দর লাগছিল; ছায়ায় ঢাকা উঁচু পাহাড়ের প্রায় কালো আবহের ব্যাকগ্রাউন্ডে সারিবদ্ধ সাদা সাদা উইন্ডমিল। প্রায় পোস্টকার্ডের মত দেখাচ্ছিল।

এরই মধ্যে বাস দু –এক জায়গায় থামল, কিছু যাত্রী নেমে গেলেন।
আমি কয়েকবার ঘুমিয়েও পড়েছিলাম।
ঘুম ভাংগার পরে দেখি বাস এক বাসস্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে।
সাইনবোর্ডের লেখা দেখে বুঝলাম, এটা আমার গন্তব্যের আগের স্টপেজ।
এর পরেরটাই শেষ স্টপেজে, যেখানে নামতে হবে।
ততক্ষণে অন্ধকার নামতে শুরু করেছে।

বাস চলছে, অন্ধকারের ভিতর দিয়ে।
বাসে মাত্র তিন জন যাত্রী এখন। আমি, আর গোলাপী সুটকেস ওয়ালী সেই কিশোরী দুইজন।
বাসের গাইড, যে কিনা বয়সে কিশোরী দুইজনের থেকে কিছুটা বড়, ড্রাইভারের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিয়ে তাদের দুজনের পিছনের সীটে বসল। সে চেষ্টা করছে একটু বন্ধুত্ব গড়ে তোলার, আর কিশোরী দুইজন তাদের স্বাভাবিক বালখিল্যতায় তাকে প্রশ্রয় দিচ্ছে। সে দেখি মেয়ে দুইজনকে চকোলেটও দিল – হয়ত যাত্রীদের স্ন্যাক্স এর এক্সট্রা হিসেবে তার কাছে ছিল।

তাদের হাঁসির শব্দের পাশাপাশি, কথা-বার্তাও কানে আসছে।
তারা দুজনেই ইস্পারটাতে পড়াশোনা করে, থাকে ফ্ল্যাট ভাড়া করে আরো কয়েকজন ছাত্রীর সাথে। তবে, এখন তাদেরকে নতুন এক ফ্ল্যাট খুঁজতে হবে, কারণ মেয়েদের কয়েকজন হোস্টেলে জায়গা পেয়েছে বলে, ফ্ল্যাট থেকে চলে যাবে। নতুন ফ্ল্যাট খুঁজবে বলে ছুটি শেষের কয়েকদিন আগেই তারা দুজন চলে এসেছে।

এলাকায় তার পরিচিত লোক আছে এবং মানুষকে সাহায্য করতে তার ভালই লাগে, এরকম একটা ভাব দেখিয়ে ছেলেটি তাদেরকে বাসা খোঁজায় সাহায্যের প্রতিশ্রুতি দিল। একটু অবাক হয়ে খেয়াল করলাম, তারা মোবাইল নম্বরও আদান-প্রদান করে ফেলল। ছেলেটার দক্ষতা আছে বটে, তারিফ না করে পারছি না।

তাদের তিনজনের কথার মাখামাখি আর হাঁসি জমে উঠতে শুরু করেছে।
সম্মিলিত হাঁসির আওয়াজ অনেকটাই উঁচুতে এখন।
ড্রাইভারের মনে হয়, গাইডের এই প্রগলভতা পছন্দ হল না। বেরসিকের মত ঊচু গলায় সে গাইড ছেলেটাকে পিছনে গিয়ে আরেক কাপ কফি আনতে বলল। সারা রাস্তায় যাকে আমি এক কাপ কফি খেতে দেখিনি, এখন স্বল্প ব্যবধানে সে দুই কাপ কফি খাচ্ছে! গাইডকে মেয়ে দুইজনের কাছ থেকে বিচ্ছিন্ন করার অভিপ্রায়ে কিনা কে জানে?

ইস্পারটা শহরে বাস ঢুকে পড়েছে।
ঝলমলে দোকান, রাস্তায় গাড়ীর ভিড় আর আলোকিত রাস্তা দিয়ে এগুতে এগুতে বাসস্ট্যান্ডে পৌঁছে গেল।
গাইড কিছু বলার আগেই বুঝে ফেলেছি, এখানেই নামতে হবে।

বাস থামতে না থামতেই দুই কিশোরী উঠে দাড়িয়েছে, দরজার কাছে চলে গেল।
তাদের পিছনে পিছনে আমি ও নেমে গেলাম, এরপর ধীরে সুস্থে বাসের আরেকদিকে লাগেজ বক্সের পাশে দাড়ালাম।
ততক্ষণে মেয়ে দুইজনের সাথে যোগ হয়েছে আরো তিনজন সমবয়সী কিশোরী – লাগেজ বক্স থেকে তাদের গোলাপী সুটকেস দুটো নেয়া শেষের পথে।

তাদের কলকাকলির মধ্যেই আমার লাগেজ নিয়ে বাস থেকে ঘুরতেই দেখি ভেলি দেনিজ আমার সামনে!
এত বছর পরেও চিনতে এক মুহূর্ত দেরী হল না কারণ ফেসবুকে তার চেহারার সর্বশেষ সংস্করণ দেখা হয়ে গেছে আগেই।
জড়িয়ে ধরে একটা লম্বা সময় পার করতে করতেই চোখে পড়ল মুরতেযা চামকে।
সে এগিয়ে এসেই আমার হাত থেকে লাগেজগুলো নিয়ে নিল, গাড়িতে তোলার জন্যে।
আমি তখনো ভেলির আলিঙ্গনে বন্দী।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ রাত ১২:২৩

কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে। আগের পর্বগুলো পড়া ছিল। খুব গুছিয়ে লেখেন আপনি। আপনাকে অনুসরণে নিলাম। আমার গল্প পড়ে আপনি প্রতিনিয়ত মন্তব্য করেন। আজকেও গল্প লিখেছি। আপনার সমালোচনা ভালোলাগে। মন্তব্য করলে খুশি হব।ধন্যবাদ আপনাকে

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

মাহের ইসলাম বলেছেন:
আমাকে অনুসরণ করছেন জেনে খুশী হলাম, ধন্যবাদ।

আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক।
আশা করছি ব্লগে দেখা সাক্ষাৎ চলবে।

২| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:০৭

ক্স বলেছেন: এই স্পারটা কি গ্রীসের স্পারটা? ঢুকতে কোন পাসপোর্ট ভিসা কিছুই লাগল না? ফেরিতেও উঠতে হলনা? আমি যতদূর জানি, গ্রীস আর তুরস্কের মধ্যে কৃষ্ণ সাগর আছে। সেটা পাড়ি দিতে হয়নি?

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

মাহের ইসলাম বলেছেন:
আমি দুঃখিত, সম্ভবত আমি ঠিকমত বুঝাতে পারিনি।
এটা গ্রীসের স্পারটা না, তুরস্কের একটা জায়গা।
নামের উচ্চারন প্রায় একই।

আপনার সুবিধার জন্যে উপরে একটা ম্যাপে আংকারা ও ইস্পারটা দেখালাম।

৩| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: এই রকম লেখাতে ছবি বেশি ব্যবহার করবেন।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

মাহের ইসলাম বলেছেন:
আপনার সাজেশান পছন্দ হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।

আমার আরো আগেই এটা খেয়াল করা উচিত ছিল।
আশা করছি, এর পরে আর এমনটি হবে না।
এ ধরনের পোস্টে আরো বেশি ছবি দিব।

৪| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এই পর্বও খুবই চমৎকার হয়েছে। বেশি বেশি ছবি দিবেন, আমরা নাহয় ছবিতেই তুরস্ক ধেখে নিলাম।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

মাহের ইসলাম বলেছেন:
অনেক ধন্যবাদ।

আসলে ছবি দেয়ার ব্যাপারটা আগে মাথায় আসেনি।
এর পরে আর এমনটি হবে না, অনেক ছবি থাকবে।

৫| ২২ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এবারের পর্বও অনেক ভাল লাগল।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

মাহের ইসলাম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

৬| ২২ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ভাল লেখেন আপনি মাহের ভাই। এবারের পর্বও ভাল লাগলো। ++

২২ শে মে, ২০১৮ সকাল ১১:১২

মাহের ইসলাম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আমাকে উৎসাহ দেয়ার জন্যে।

৭| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: একবারে টানা তিনটা পড়লাম।
রোজার মাসে অতিশয় সুখাদ্য লেখা পড়ে, যারপনারই খুশি হলাম।
তুরস্কের কাহিনী আরো না পেলে ব্লগে হরতাল কর্মসূচী হবে।
ভাই, ছবির ব্যাপারে রাজীব ভাইয়ের সাথে একমত।

২২ শে মে, ২০১৮ রাত ১১:১১

মাহের ইসলাম বলেছেন:
ভাই,
আপনার কথায় ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি।
আশি করছি, আরো কিছু উপহার দিব, তুরস্কের ঘোরাঘোরি নিয়ে।
ছবির ব্যাপারে, আমিও একমত। এরপরে আরো বেশী ছবি দিব।

আমাকে উৎসাহ দেয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৪০

Nazmul Haque Naju বলেছেন: ভাই পড়ে অনেক ভালো লাগলো। এমন আরো চাই।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

মাহের ইসলাম বলেছেন:
সময় নিয়ে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.