![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ঘুরে এলাম"
আল মামুন ।
কদিন আগে "ঘুরে এলাম"
পাহাড়ি বান্দরবানে,
ইচ্ছে জাগে নতুন করে
যাবো অন্যখানে ।
হেঁটেছিলাম সরু পথে
লাঠি হাতে নিয়ে,
মাঝে মাঝে বসে যেতাম
পায়ের ব্যাথা লয়ে ।
গন্তবের দিকে হাঁটছি মোরা
সাহস ভরা বুক,
কেওকারাডঙে উঠতে পারলে
আসবে মনে সুখ ।
দুপুর গড়ায় বিকেলও শেষ
সন্ধ্যা নেমে এলো,
একটিও দোকান পাইনি সেথায়
কোথায় খাবো বলো ।
অবশেষে পেলাম মোরা
লালা ভাইয়ের দোকান,
ডিম, ডাল ভাত ছাড়া
আর কিছু নেই তখন ।
সকাল হতে চললাম আবার
জাদি-পাইয়ের কোলে,
বিশাল ঝর্ণা বহে সেথায়
দেখবো দু চোখ মেলে ।
খাঁড়া রাস্তা দেখে মোদের
অনেক চিন্তা হয়,
কখন জানি পিছলে পড়ি
প্রানে ভীষণ ভয় ।
ঝর্ণা দেখে হচ্ছি অবাক
আহাঃ কি মজার,
গোসল করে পেলাম শান্তি
ক্লান্তি গুছলো সবার ।
ছোট্ট ছোট্ট ঘর বাড়ী
পাহাড়ের উপর গড়া,
জীবন তাদের অনেক কষ্টের
সুখ নাড়ে কড়া...
©somewhere in net ltd.