নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েব ডেভেলপার ।

মামুন৪৪৪

ওয়েব ডেভেলপার

মামুন৪৪৪ › বিস্তারিত পোস্টঃ

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জুমলা সাইট ইন্সটল করতে হয়।

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:০৯

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জুমলা সাইট ইন্সটল করতে হয়।
আমি পছন্দ করেছি THEMEXPERT এর Zenith_ii Template ।
* প্রথম পাঠ-
১) আপনার ব্রাউজার OPEN করুন ।
২) http://www.themexpert.com টাইপ করে এন্টার করুন ।


৩) তারপর মেনু থেকে JOOMLA/TEMPLATE সিলেক্ট করুন ।


৪) Scroll করে নিচে গিয়ে Zenithii সিলেক্ট করুন ।


৫) ডাউনলোডে ক্লিক করুন ।


৬) আপনার নাম এবং মেইল টাইপ করে Yes, Lets Download The Template বাটনে ক্লিক করুন ।
৭) এখন আপনার মেইল চেক করুন এবং সাথে ডাউনলোড লিংক পাবেন, এবার Download Quickstart v1.1 বাটনে ক্লিক করুন, এটি ক্লিক করলে AUTO ডাউনলোড হবে।


* দ্বিতীয় পাঠ-
১) ফাইলটি আপনার ডাউনলোড ফোল্ডারয়ে .ZIP আকারে পাবেন ।

২) ফাইলটির উপর ডান মাউস ক্লিক করে EXTRACT ALL.. ক্লিক করুন ।


৩) Extract ক্লিক করুন ।


৪) দেখবেন ফাইলটি আপনার ঐ ফোল্ডারয়ে সেভ হবে ।
৫) ফাইলটি ওপেন করুন ।



* তৃতীয় পাঠ -
১) আপনার কম্পিউটারের LOCAL-HOST (XAMPP)চালু করুন ।
২) আপনার Local Disk(c)/htdocs এ joomla নামে একটি ফোল্ডার Create করে নিন ।


৩) তারপর ঐ ফোল্ডারের ভিতরে ডাউনলোড করা ফাইলটি zenith_ii নাম দিয়ে Paste করুন।



* চতুর্থ পাঠ -
১) এবার আপনার ব্রাউজারে locahost/joomla লিখে এন্টার করুন ।


২) তারপর zenith_ii ক্লিক করুন ।


৩) এবার Site Name:zenith/Admin Email:[email protected]/Admin Username:admin/ Admin Password:123456/Confirm Admin Password:123456 লিখে Next বাটনে ক্লিক করুন ।


* পঞ্চম পাঠ -
১) Database Type: MySQL/ User Name:root/Database Name: joomla লিখে আবার Next বাটনে ক্লিক করুন ।


২) এখন Install বাটনে ক্লিক করুন ।


৩) দেখবেন Installing পেজ দেখাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.