![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটি
আল মামুন,
গ্রীষ্মের "ছুটি" পেয়ে
ঘুরে এলাম বাড়ী,
আম কাঁঠাল, জাম খেয়েছি
নিজ হাতে পাড়ি ।
মায়ের আদর বোনের হাসি
বাবার স্নেহের ঋণ,
কাটিয়ে এলাম মজা করে
তিন থেকে চার দিন ।
আকাশ ভরা মেঘের আবাস
আনন্দে ছিল মন,
সাজিয়ে ছিল পুরো গ্রাম
কি অপরূপ ক্ষণ ।
মাঝে মাঝে বৃষ্টি এসে
ভিজিয়ে দিতো সব,
সাবধানে তাই হেঁটেছিলাম
গাঁয়ের মেঠো পথ ।
কবে আবার ফিরে যাবো
আমার সোনার গাঁয়,
যেথায় আছে মায়ের আদর
ফিরে পেতে চায় ।
২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৩৩
জহরলাল মজুমদার বলেছেন: স্বাগতম
৩| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:৩১
মামুন৪৪৪ বলেছেন: শুভকামনা রহিল, সকলের জন্য ।
৪| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:৩১
মামুন৪৪৪ বলেছেন: শুভকামনা রহিল, সকলের জন্য ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ