নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

লেখক!!

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯


একজন ভাল লেখককে সহজেই ভাল মানুষ ভেবে নেয়াটা বোকামী। যেমন একজন ভাল ডাক্তার ভাল মানুষ নাও হতে পারে। বাংলাদেশে যত জন ডাক্তার আছে এরা সবাই যদি ভাল মানুষ হত, যদি প্রত্যেকটা ডাক্তার দিনে তিনটা করে রোগী বিনা পয়সায় দেখত তাহলে আর এদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যেতনা।

লেখকের প্রতিটা গল্প তার জীবনের অংশ ভেবে নেয়ার কোন কারন নেই। একজন নেশাখোর লেখক মাতাল হয়ে ফযরের আযান শোনে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে কেউ একজন টুপি পড়ে মুসজিদে যাচ্ছে। লেখক জানালা ধরেই সে ভাল মানুষটিকে ছুঁতে পারে। নেশা গ্রস্থ অবস্থায় সে যা লিখবে হয়ত তাতে আপনি জেগে যাবেন কিন্তু লেখক নিজেই হয়তো নেশায় পড়ে থাকবে।

সব লেখক এক নয়। কেউ কেউ শুধু লেখার জন্য লেখে, মানুষকে মুগ্ধ করতে লেখে। কিন্তু কিছু লেখক কিছু উদ্দেশ্য নিয়ে লেখে। সুন্দর ভাবনা গুলো দিয়ে নিজের মত করে সবাইকে বদলে দিতে লেখে।

তবুও ভাল খারাপ কোন লেখককে কখনো ব্যাক্তিগত ভাবে নিবেন না। লেখক গল্প তৈরি করে তাই তাকে কল্পনাতেই মানায়। খুব কাছে গেলে দেখবেন সব কিছু অন্যরকম।

লেখক তার চারপাশে সব সময় ধোয়া ছড়িয়ে রাখে। আপনি কখনোই তার চিন্তা কে স্পর্শ করতে পারবেন না। সে কখনোই বুঝতে দিবেনা সে আসলে কে! কারন বুঝে গেলে গল্প শেষ!

সহজ করে বলছি লেখক বার বার প্রেমে পড়ে অথচ ভালবাসে শুধু একজনকে। চৈত্রের খরা তাপে সে অচেনা কোন তরুনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে প্রেমে পড়ে যায়, গোধুলির কুসুম রংে ক্লান্ত কোন কিশোরীর ঘরে ফেরা দেখে সে প্রেমে পড়ে যায়। প্রেমের গল্প লিখতে বার বার তাকে প্রেমে পড়তে হয় অথচ ভাল সে বাসে একজনকেই।

তাই লেখক যখন আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাবে, গুন গুন করে কবিতা শোনাবে, ভাব্বেন না সে আপনাকে ভালবাসে। সে শুধুই আপনার প্রেমে পড়েছে, সে আপনার ভিতরে ঢুকে গেছে। আপনার সরলতা, আপনার উচ্ছাস গুলিকে সে বুঝে নিচ্ছে। আপনি শুধুই তার নতুন কোন গল্প হবেন।

লেখক অকারনে আপনাকে কাঁদাবে কাদলে আপনাকে কেমন লাগে সেটা দেখতে। লেখক মিছে মিছি আপনাকে হাসাবে হাসলে আপনাকে কেমন লাগে সেটা দেখতে। আপনার দিন রাত সে সব হবে শুধু আপনাকে বুঝতে। একদিন বোঝা শেষ গল্পও শেষ। নতুন কোন গল্পের খোঁজে লেখক।

আমি বলি লেখকের ভাল মন্দ নেই। লেখক হল অভিনেতা। অভিনেতাদের তার সাব্জেক্টের ভিতরে ঢুকে যেতে হয় । র‍্যাপিষ্টের বিরুদ্ধে লিখতে হলেও আগে তাকে কল্পনায় র‍্যাপিষ্ট হতে হয়। লেখক তার কল্পনায় ডুবে থাকে। তার কাছ থেকে কল্পনা সরিয়ে নিলে লেখা পাবেন না আবার তার কল্পনায় ঢুকে গেলেও তাকে পাবেন না।

তাই লেখকের সাথে মিশে নয় তার লেখার সাথে মিশে তাকে বোঝার চেষ্টা করুন। যত ধোয়া সে ছড়িয়ে রাখুক না কেন নিজের অজান্তেই তার লেখাতে সে নিজেকে সাজিয়ে রাখে। শুধু খেয়াল রাখবেন লেখার মোটিভ টা কি সে আসলে তাই।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২০

লাবণ্য ২ বলেছেন: ভালো বলেছেন ।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২২

কাইকর বলেছেন: মনে হয়!!

২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

ঋতো আহমেদ বলেছেন: কাকাতুয়া লুক কেন !!

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫

কাইকর বলেছেন: যেন লেখার সাথে ছবির মিল না থাকে। হা হা হা।

৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: জটিল অবস্থা।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩০

কাইকর বলেছেন: হুম ভাই।

৪| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩১

শামচুল হক বলেছেন: দারুণ হয়েছে কাইকর, পুরো লেখাটাই পড়েছি, লেখা খুব ভালো লেগেছে, লেখার উদ্দেশ্য চমৎকার। ধন্যবাদ

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে।

৫| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৬

শাহাদাত নিরব বলেছেন: অনেক দিন পর লিখলেন
বরাবরের মত সুন্দর হয়েছে ।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৫১

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৬| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক ও তার লেখাকে নিয়ে একটা চমৎকার লেখা। অনেক অভিজ্ঞতা না থাকলে মগজ থেকে এমন লেখা বের হওয়া প্রায় অসম্ভব।

লেখকরা মানুষ, অলৌকিক কেউ নন।

'কাইকর' নামের অর্থ কী? আমাদের দোহারে আঞ্চলিক ভাষায় 'কারিগর'কে কাইকর বলা হয়।

ছবিটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনার বয়সের তুলনায় আপনার লেখা খুব বেশি পরিণত।

শুভেচ্ছা থাকলো।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৩

কাইকর বলেছেন: ছবির মানুষটি আমি। কাইকর নামটা আমি রেখেছি। একজন ছোট খাটো সাহিত্যিক হবার আশা নিয়ে বেচে আছি। তাই এই ছদ্মনাম রাখা। আমার প্রকৃত নাম আব্দুল্লাহ আল মামুন। আমার নামে অনেক বড় মাপের একজন লেখক ও ডিরেক্টর বাংলাদেশে আছে। তাই আমি আমার নামটা বদলে কাইকর রেখেছি।

৭| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখাটি যেন আপনার কাকাতুয়া লুকের সংগে এক্কেবারে মিলে যাচ্ছে। :D

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

কাইকর বলেছেন: একটু চিন্তা-ভাবনা করেই ছবিটা উঠেছি। বেশ বলেছেন কাকতাড়ুয়া

৮| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৪১

আহমেদ জী এস বলেছেন: কাইকর,




আসলেই খুব ভালো বিশ্লেষণ হয়েছে লেখকদের সম্পর্কে ।

দারুন ভাবে লেখককে চিত্রায়িত করেছেন এখানে ---- লেখক বার বার প্রেমে পড়ে অথচ ভালবাসে শুধু একজনকে। চৈত্রের খরা তাপে সে অচেনা কোন তরুনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে প্রেমে পড়ে যায়, গোধুলির কুসুম রংয়ে ক্লান্ত কোন কিশোরীর ঘরে ফেরা দেখে সে প্রেমে পড়ে যায়। প্রেমের গল্প লিখতে বার বার তাকে প্রেমে পড়তে হয় অথচ ভাল সে বাসে একজনকেই।
একজন লেখকের কলমের ধারাটাকে ঠিকই বইয়ে দিয়েছেন এভাবে -- কেউ কেউ শুধু লেখার জন্য লেখে, মানুষকে মুগ্ধ করতে লেখে। কিন্তু কিছু লেখক কিছু উদ্দেশ্য নিয়ে লেখে। সুন্দর ভাবনা গুলো দিয়ে নিজের মত করে সবাইকে বদলে দিতে লেখে।

এটুকুই যথার্থ --- লেখকের সাথে মিশে নয় তার লেখার সাথে মিশে তাকে বোঝার চেষ্টা করুন। যত ধোয়া সে ছড়িয়ে রাখুক না কেন নিজের অজান্তেই তার লেখাতে সে নিজেকে সাজিয়ে রাখে।

খুব সুন্দর ।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।

৯| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৪

কাইকর বলেছেন: হুম সময় করে ঘুরে আসবো।

১০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৩

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: লেখক এবং তার কল্পনার সুন্দর এক মিলবন্ধন।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

কাইকর বলেছেন: হুম

১১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৬

ন্যায়দন্ড বলেছেন: আপনি কি লেখক না পন্ডিত?

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

কাইকর বলেছেন: নিজের কথা নিজে বলি কিভাবে!! তবে,এই মন্তব্যের আসল রহস্য টা বললে খুশি হতাম।অপেক্ষায়

১২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখক খল চরিত্রের হয়। তিনি চরিত্রের প্রয়োজনে নিজেকে খল হিসেবে ধারণ করে।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

কাইকর বলেছেন: হয়ত

১৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: লেখকরা জাতির সম্পদ। তাদের ভালোবাসুন। সম্মান করুন।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

কাইকর বলেছেন: বুঝলাম না। কেন এই মন্তব্য করেছেন বুঝলাম না।

১৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৯

পদ্মপুকুর বলেছেন: আপনার ছবিটা যদি সঠিক বয়সকে অনূদিত করে, তবে আপনি যথেষ্টই কম বয়সী। কিন্তু আপনার লেখা এবং চিন্তা সেই তুলনায় অনেক পরিণত মনে হচ্ছে। লিখেছেন একজন ছোট খাটো সাহিত্যিক হবার আশা নিয়ে বেচে আছি।। আমার তো মনে হয়ে আপনার লেখা তার চেয়ে অনেক বেশিই সাহিত্যকে ধরেছে।

ভালো থাকবেন। শুভ ব্লগিং।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। আর ছবির মানুষটি আমি

১৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

ওমেরা বলেছেন: আপনার এই লিখাটা সত্যি অনেক ভাল হয়েছে ।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ভাল থাকুন সবসময়

১৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২

সিগন্যাস বলেছেন: কেউ যদি ড্রাগ খেলে কেমন অনুভূতি হয় সেটা জানার উদ্দেশ্যে ড্রাগ খায় তাহলে কি সেটা অন্যায়?

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

কাইকর বলেছেন: ভাই গভীরের কথা।চিন্তা করতে হবে। কিন্তু এই প্রশ্ন কেন করলেন ভাই??

১৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

সিগন্যাস বলেছেন: আপনিও তো জটিল পোষ্ট করেছেন।জটিল পোষ্টে জটিল মন্তব্য। এতে অবাক হওয়ার কি আছে?

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১১

কাইকর বলেছেন: অবাক হয়নি।তবে,এই পোস্টের সাথে কি এই মন্তব্য যাই??

১৮| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:০০

গেড়াকল বলেছেন: আপনাকে দেখে তো খুব অল্প বয়সী মনে হয়। ব্লগে আসার পর প্রথম প্রথম অনেক সিনিওর ও গুণী ব্লগারদের কমেন্টে অভদ্রের মতো রিএ্যাক্ট করেছেন। উনাদের অনেক জ্ঞান দিয়েছেন, এরা যে আপনার উচু মানের সাহিত্য পাঠে অজ্ঞ তা ধরিয়ে দিয়েছেন। এটা ছিল চরম উদ্ধত আচরণ।

এজন্য গুণী ব্লগাররা আপনাকে এড়িয়ে চলেন সতর্কতার সাথে। আর কারো পোস্টে না পড়ে কমেন্ট করেন যা মোটেও উচিৎ না। ট্রাই টু নো হাও টু রিএ্যাক্ট এন্ড রেসপেক্ট।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫

কাইকর বলেছেন: দুঃখিত! আমি কোন সিনিয়র ব্লগারদের অসম্মান করিনি। আমি পোস্ট না পড়েই মন্তব্য করি??? বাহ....আপনি তো অন্যের মনের খবর ভাল জানেন।আপনি একটা দেখান যে,আমি কোথায় অসম্মান করেছি কোন ব্লগার কে।দেখাতে পাড়লে ব্লগিং করা ছেড়ে দিবো। আর এই পোস্টে এই মন্তব্য আমি তো অবাক হলাম!

১৯| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪

সিগন্যাস বলেছেন: খুঁজতে থাকুন যাই কিনা।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

কাইকর বলেছেন: ভাই রাতে বসে ভেবে নিবো নে।

২০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

সিগন্যাস বলেছেন: :)

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭

কাইকর বলেছেন: ভাই এই ইমো দিয়ে কি বোঝায়???

২১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০

কিশোর মাইনু বলেছেন: ভাল বলেছেন।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়

২২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মামুন?
গেড়াকলের মন্তব্যে অবাক হবার কিছু নেই! ঘটনা সত্য! কথাটি তোমাকে আমিই বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার সহ্যক্ষমতা কম! কিছু হলেই ব্লগ ছেড়ে চলে যেতে চাও তাই বলি নি!!!

যদিও কথাটি আমি তোমাকে ইনডাইরেক্টলি বুঝিয়েছি, কিন্তু তুমি সাহিত্যিক মানুষ! ফিল্মমেকার! হিরো!! আমাদের মত জিরোর কথা কি তুমি শুনবে??

বি. দ্রঃ আমাকে নিয়ে একটা ফিলিম বানাও না ভাই? আমি কিন্তু সাকিব খানের চেয়ে ভালো নাচতে পারি!:P


@গেড়াকল,
আমি আপনাকে চিনি ভাইয়ু! আপনি সাদা চামড়ার দেশে লোক;)

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

কাইকর বলেছেন: আমি তো দেখাতে বলেছি। কাকে অসম্মান করেছি। আর সাদা চামড়ার মানুষটিকে আমিও চিনি। সে এই একাউন্ট খুলেছে কি জন্য সেটাও জানি। হা হা হা। আর আমি কখনো বলিনি আমি হিরো।

২৩| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ।। ;)

২১ শে জুন, ২০১৮ রাত ১০:০০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।

২৪| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধীরে ধীরে লাইনে আইতেছে...

২১ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

কাইকর বলেছেন: আগে তাইলে বেলাইনে ছিলাম!!

২৫| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

সনেট কবি বলেছেন: ইচ্ছা পূরণের নিরন্তর প্রচেষ্টা হয়ত মরু ঝড়ের রূপ নিয়ে দূর্নিবার গতিতে এগিয়ে চলছে। সাফল্য হয়ত ধরা দিবে অচিরেই।প্রতিক্ষায় থাকলাম। দেখি কবে সূর্য উঠে!

২২ শে জুন, ২০১৮ রাত ২:২৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ সনেট কবি

২৬| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:০১

সনেট কবি বলেছেন:





কাইকর

অভিনেতা আব্দুল্লাহ আল মামুনকে
দেখার পর এখন সে নামে নতুন
এক সাহিত্যিক দেখে ভরেগেছে মন;
যে চলে দূর্বার বেগে সবে ভালভেসে।
ব্লগপাড়া তোলপাড়ে সে সর্বদা থাকে
সকলের সাথে মিশে। সবার আপন
স্বগুণে সে হতে চায়। জীবন যাপন
এভাবেই চলে তার সবে ভালবেসে।

বলেছি যে একদিন ওরে কাইকর
নীতির মশাল জ্বাল। সাহিত্য অনলে
অসভ্যতা অনাচার পুড়ে ছাঁইকর।
পারবে কি সেরকম? কাইকর বলে
তার মাঝে আছে দীপ্ত উজ্জ্বল প্রত্যয়
অফুরান ত্যাজময় নিরন্ত সঞ্চয়।

২২ শে জুন, ২০১৮ রাত ২:২৫

কাইকর বলেছেন: বাহ/......ধন্যবাদ প্রিয় কবি

২৭| ২২ শে জুন, ২০১৮ ভোর ৪:১৯

রাকু হাসান বলেছেন: ঠিক বলেছেন ,একমত

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:১৬

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

২৮| ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:১৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো । শুধু সাদা বা কালো নয় ,প্রত্যেক মানুষেরই অনেক রঙের শেড থাকে ।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:১৭

কাইকর বলেছেন: হুম।

২৯| ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, তোমার এই লেখা‌টি খুবই সুন্দর হ‌য়ে‌ছে। চমৎকার। এমন লেখা আ‌রো চাই। সাধুবাদ রই‌লো।

২২ শে জুন, ২০১৮ সকাল ৮:১৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা

৩০| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল একেবারে প্রথমদিকে এই পোষ্ট মন্তব্য লিখে প্রকাশ করতে গিয়ে দেখলাম, লগইন নেই। পরে আর ব্লগে আসার তেমন সময় হয়ে ওঠেনি। যাক অত্যন্ত বিচক্ষণ লাগলো পোষ্টিকে। দৃষ্টিশক্তিটি চমৎকার।

অনেক শুভ কামনা রইল।

২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। সবসময় পাশে থাকবেন।

৩১| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

লায়নহার্ট বলেছেন: মনস্তত্ব

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০

কাইকর বলেছেন: ধন্যবাদ

৩২| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শব্দের কারিগর।

২৪ শে জুন, ২০১৮ সকাল ৮:১৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৩৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব পরিনত চিন্তা। গভীরতা চোখে পড়ার মত।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনুপ্রেরণা

৩৪| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৪

অক্পটে বলেছেন: ছোটখাট সাহিত্যিক নয়, আপনার সংকল্পে আপনি যদি অনড় থাকেন তাহলে আমরা আপনাকে পেতে পারি বাংলা সাহিত্যে অন্যতম আসনে। এই লেখািটি খুভ ভালো লেগেছে। ভাবনাগুলোর সুন্দর বর্ণনা।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

কাইকর বলেছেন: অনুপ্রেরণা প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.