নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

অপ্রতিষ্ঠিত টোকাই(ছোট গল্প)

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫



এক অকর্মক গরীব আমি। আমার জীবনটা নদীর ঘোলা পানিতে ভেসে বেড়ানো কচুরিপানার মতো। নদীর স্রোতে ইচ্ছা না থাকা সত্বেও অনিচ্ছায় ভেসে বেড়াই। আশীর্বাদের জীবন আমার। খুব বেশি সুখি হতে চাইনি কখনো। শুধু ফাঁকা মাঠে ঘামা গায়ে তার সাথে বসে পানি ভাতের সাথে কাঁচা মরিচে একটু কামড় দেবার স্বপ্ন দেখতাম।

কই বেশি কিছু তো চাইনি! গরিবের তোষক পাতা নরম বিছানা লাগেনা, লাগেনা জাদুর শহর ঘুরতে চারদেয়ালে আটকানো কালো ফ্রেমের চার চাকার গাড়ি। মাঝে-মধ্যে মন চাইলে যাদুর শহর ঘুরতাম ফাকা পকেটে বাদাম ফেলে চিবুতে চিবুতে। পায়ের নিচে থাকা পাতার মর্মর শব্দের সাথে তাল মিলিয়ে বাদাম চিবুতে ভালোই লাগতো। গরিবের টুকিটাকি সুখের অভাব নেই। অভাব শুধু ভালো ভাতের সাথে একটু খানি তরকারির!

দু'বছর আগেও জাদুর শহরে জীবন তাগিদে রিকশা চালাতাম মনের আনন্দে। ছোটবেলা থেকেই বাবা-মা না থাকায় বড় হয়েছি এই জাদুর শহরের অলিতে গলিতে। যাকে আমরা দূর থেকে উঁচু গলায় নিচু মতন টোকাই বলে গর্ববোধ করি। তবে, আমি প্রতিষ্ঠিত টোকাই নই। প্রতিষ্ঠিত বলতে, ঘামের সাথে পলিথিন মিশিয়ে যে একমনে টানে। এটা একটা ছোট্ট উদাহরণ। আমি সব টোকাইদের থেকে একেবারে ভিন্ন। তাই আমি প্রতিষ্ঠিত টোকাই নই।

খেয়ে না খেয়ে টাকা জমিয়ে একখানা তিন চাকার মান্নার ছবি ওয়ালা রিক্সা কিনেছিলাম। রিকশার চাকার সাথে পাল্লা দিয়ে চলছিল জীবন! আস্তে আস্তে ডালে-ভাতে খেয়ে ফাঁকা পকেটে অল্প কিছু টাকার ভার। শহরের আট-দশটা টোকাইদের চেয়ে জীবন ভালোই চলছিল। ফাঁকা পকেটের অল্প ভারে একজন পূর্ণবয়স্ক পুরুষের মনে জাগতে শুরু করলো বাবা হবার স্বপ্ন। একটু-আধটু করে ভবিষ্যৎ সংসারের জন্য জাদুকরী মাটির ব্যাংকে রাখা শুরু করলাম গুটিকয়েক করে টাকা। ভালোই ছিল মাটির ব্যাংকে রাখা দু'টাকার স্বপ্ন।

বছর দুয়েক আগে চার চাকা ওয়ালা দামি কালো গাড়ি আমার কমদামী স্বপ্ন ভেঙ্গে চুরে শেষ করে দিয়ে যায়। তারপর পা দুটো হারায়। এখন হাটার মাঝে আর পায়ের নিচে পড়ে থাকা পাতার মড়মড় শব্দ শুনতে পাইনা। পাইনা এক বুক ছোট্ট স্বপ্ন দেখতে। যেখানে শুধুই চাওয়া ছিল একটুখানি পানি ভাতের সাথে কাঁচা মরিচে কামুড় দেবার স্বপ্ন।

এখন আমি স্বয়ংসম্পূর্ণ নই বলে শহরের মানুষ আমাকে দেখে নাক কুঁচকায়। ল্যাম্পপোস্টের নিচে থাকা কুকুরগুলো আমাকে দেখে পা উঁচু করে তুলে মুতে। তারা তো আর বুঝে না, এই শহরের অপ্রতিষ্ঠিত এক টোকাইয়ের বুক ভরা কষ্ট। নিজের তিন চাকার প্রিয় রিকশাটা বিক্রি করে চলেছিলাম মাস তিনেক। তারপর থেকে মানুষের লাথি গুড়ি খেয়ে খেয়ে মাসের দশ দিনের আহার জুটাই। বাকী বিশ দিন পেট বুঝে, নাক বুঝে সূর্যের আলো মাথায় নিয়ে শুয়ে থাকি।

আমার কী সেই প্রেমটা করতে ইচ্ছে করেনা? আমার কি বাবা হতে ইচ্ছে করেনা? ইচ্ছে করেনা শাহবাগে গিয়ে তার জন্য লাল চুড়ি কিনতে।যে কিনা বিয়ের আগেই মনবিধবা। তবুও দিনশেষে এক অপ্রতিষ্ঠিত টোকাই সূর্যের আলো চাঁদের আলো শরীরে মেখে পড়ে থাকে জাদুর শহরের এক কোনায়। যে কিনা কাউকে স্বপ্ন দেখাইনি, স্বপ্ন দেখেছিল।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: আহা কষ্ট

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রথম মন্তব্য করার জন্য ভাই। আপনি আমার প্রত্যেক টা গল্প পড়েন এজন্য আপনাকে আবারো ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ও ভাল রাখবেন।

২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: গল্পের মাথা মন্ডু কিছুই বুঝলাম না।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।হয়তো বুঝাতে পারিনি ওইভাবে আমি। ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

সাইন বোর্ড বলেছেন: ক্ষয়িষ্ণু জীবনের কথা, একজন খেঁটে খাওয়া মানুষকে নিজের মধ্যে ধারন করার চেষ্টা ভাল লাগল ।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই।

৪| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

লাবণ্য ২ বলেছেন: তাও ভালো এবার একটু অন্যরকম গল্প লিখলেন।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কাইকর বলেছেন: সব প্লট নিয়েই লিখি।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বলেছেন:
Dear Brother,
You have capacity to write but
This seems an incomplete story of forgotten people.
গল্পের ভেতর কিছু কথা---
বিবেককে প্রশ্ন ,
আমাদের কী করা উচিত
অধিকার প্রতিষ্ঠার
Discover the ONE solution to many of the problems they go through in life (lack of happiness, difficulties, marital problems, financial problems, lack of education, etc
- The ONE thing we can do to gain a solid and powerful relationship with them.

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

কাইকর বলেছেন: ভাল বলেছেন। তবে, আমি বাংলা পছন্দ করি। তাই বাংলাতে মন্তব্য করলে খুশি হবো।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০০

অক্পটে বলেছেন: ভালো লাগল এ লেখাটি। লিখেন তো অনেকেই্ কিন্তু ক'জন মানুষ নীচুতলার অখ্যাত এসব মানুষদের বুকে ধারণ করতে পারে? আপনি ধারণ করেছেন মনে এবং লিখেছেন এজন্য ধন্যবাদ। আপনার শব্দচয়ণ এবং এর বিন্যাস খুব ভালো। আপনি ইচ্ছে করলে অনেক ভালো লেখা উপহার দিতে পারেন আমাদের।

ব্লগে আপনাকে অনেকে অকেন রকম মন্তব্য করেন। এজন্য দমে যাবেন না। কিছু মন্তব্যের জন্য লেখকরা হারিয়ে যায়। আপনি অমন ভুল করবেন না, মানে হারাবেন না যেন। পাঠকের পালস একটু বুঝে নিতে পারলে ভালোই হবে।
শুভকামনা।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ভাই। দোয়া রাখবেন।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।হয়তো বুঝাতে পারিনি ওইভাবে আমি। ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।

আপনার গল্প মনে হয় ঠিক আছে কাইকর ভাই।
আমার জ্ঞান স্বল্পতার কারনে হয়তো বুঝতে পারিনি।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

কাইকর বলেছেন: না ভাই।

৮| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

গরল বলেছেন: টোকাইদের এতকিছু চিন্তা করার সময় থাকে নাকি আবার, খাওয়ার চিন্তায় দিন পাড়, মশার কামড়ে রাত পাড়, এইত জীবন।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কাইকর বলেছেন: হুম সুন্দর মন্তব্য করেছেন। কিন্তু কিচু টোকাই আজো স্বপ্ন দেখে

৯| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বলেছেন: সহম-আপনার শব্দচয়ণ এবং এর বিন্যাস খুব ভালো। আপনি ইচ্ছে করলে অনেক ভালো লেখা উপহার দিতে পারেন আমাদের।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

অর্থনীতিবিদ বলেছেন: অপ্রতিষ্ঠিত টোকাইয়ের স্বপ্ন হয়তো কোনোদিন সত্যি হবে না, কিন্তু তারপরও বেঁচে থাকবে স্বপ্ন। আর এই স্বপ্নই বাঁচিয়ে রাখবে টোকাইকে। গল্পে ভালোলাগা রইলো।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.