![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
একদিন এই আগুনের নদীও পার হয়ে যাবে
সেদিনের সেই মাঝি হয়তো আর থাকবে না
একদিন এই বন্ধুর গিরিপথও শেষ হয়ে যাবে
সেদিনের সেই দু:সাহসিক দ্বিধাহীন মুসাফির হয়তো আর থাকবে না
একদিন এই সীসা ঢালা প্রাচীরও খসে পড়বে
সেদিনের সেই মাস্টার মাইন্ড হয়তো আর থাকবে না।
একদিন এই জমে থাকা কষ্টগুলোও মোমের মত ক্ষয়ে যাবে
সেদিনের সেই দু:খের মেঘগুলো হয়তো বাতাস হয়ে আর ঝরবে না
একদিন চায়ে বিস্কুট ভেজাতে ভেজাতে হয়তো আমার কথা মনে পড়বে
সেদিনের সেই টেবিল আলাপে হয়তো এই আমি আর থাকবো না
১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৪
মাসুদ রানা শাহীন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩০
জনারণ্যে একজন বলেছেন: @ কবিতা পড়লাম, শাহীন। এই সম্পর্কিত কোনো মন্তব্য নাহয় নাই করলাম।
"ধুলোপরা চিঠি"; আহা কি রোম্যান্টিক আইডি'ই না নিয়েছেন ভদ্রলোক! উনি যে এতটাই রোমান্টিক, এইটা কিন্তু ধারণাতেও ছিল না। ওনার করা পোস্ট/মন্তব্য পড়ে এতদিন জেনে এসেছি মানুষ হিসেবে উনি রসকষহীন, কাঠখোট্টা, ঠোঁটকাটা টাইপের একজন।
মাগার এই শুষ্ক কাঠের ভিতর যে রসের ফল্গুধারা বইছে, এইটা জেনে হালকার উপর ঝাপসা একটু চমকিত....
১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৪
মাসুদ রানা শাহীন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৩
ধুলোপরা চিঠি বলেছেন:
কবিতা পড়ে মনে হচ্ছে, টেবিলে আপনার নাম আসার সম্ভাবনা নেই