| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

রোদের ছায়া নেই-
সাগরের নেই কান্নার অশ্রু
আকাশ নিজেই একা
পথের ক্লান্তি নেই
তোমাতেই শুধু অতশত ব্যাখ্যা-বিশ্লেষণ।
পাখিদের বিয়ে হয়না
বাতাসে আলো নেবে না
রাতের শরীরে অন্ধকার থাকে না
ফুল নিজে ঘ্রাণ পাই না
আমাতেই শুধু যত্রতত্র বর্ণের বিবরণ।
সোনার নিজস্ব রূপসৌন্দর্য্য নেই
আয়না নিজের প্রতিচ্ছবি দেখে না
চিরুনীর আঙুলে শিহরণের অভাব
লিপস্টিকের ব্যাক্তিগত ঠোঁট নেই
শুধু কি আমার শরীরে প্রেমের অনটন।
©somewhere in net ltd.