নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঙ্গীর মাসুদ । ১৯৯৫ সালের ১৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার চৌবাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।পিতা মোঃ লাল মিয়া, মাতা মোছাঃ জাহানারা খাতুন। কাব্যগ্রন্থঃ মুক্তচিন্তা ও নীলপদ্ম (যৌথভাবে)। গল্পগ্রন্থঃ হুমায়ূন হিমু (২০২০)।

নৃ মাসুদ রানা

নবীন লেখক। সাদাসিধা সাদামাটা মানুষ।

নৃ মাসুদ রানা › বিস্তারিত পোস্টঃ

আমার আম্মার কবিতা

২৭ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭



আম্মার সাথে যেদিন কথা হয়
আসমানের বরকত গুলো দ্রুত হেঁটে
চলে আমার রিজিকে.

এইযে এতো অভাব, এইযে এতো অশান্তি আমার
আম্মার সাথে কথা কইলেই মনে হয় যে অভাব শেষ, সব অশান্তি বিলীন।

আমার মনে হয়,
আম্মার কথাগুলো এক-একটি দোয়া,
আল্লাহ সবগুলো দোয়া একসাথে কবুল করেছে।

যেদিন বুক ভর্তি ভীষণ ব্যথা থাকে,
অথবা চিন্তার চিহ্ন ঢুকে যায় শরীরের আনাচে কানাচে
আম্মায় সেদিন দীর্ঘ দৈর্ঘ্যে কথা বলে
আর আমার ভেতর থেকে ফুরিয়ে যায় ব্যথার ব্যকরণ।

আল্লাহ,
আমার আম্মার কথায় দিয়েছে ব্যথার ঔষধ,
আমার সকল রোগের শিফা।
আমার আম্মা, আমার ইবাদতের মাধ্যম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.