| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম্মার সাথে যেদিন কথা হয়
আসমানের বরকত গুলো দ্রুত হেঁটে
চলে আমার রিজিকে.
এইযে এতো অভাব, এইযে এতো অশান্তি আমার
আম্মার সাথে কথা কইলেই মনে হয় যে অভাব শেষ, সব অশান্তি বিলীন।
আমার মনে হয়,
আম্মার কথাগুলো এক-একটি দোয়া,
আল্লাহ সবগুলো দোয়া একসাথে কবুল করেছে।
যেদিন বুক ভর্তি ভীষণ ব্যথা থাকে,
অথবা চিন্তার চিহ্ন ঢুকে যায় শরীরের আনাচে কানাচে
আম্মায় সেদিন দীর্ঘ দৈর্ঘ্যে কথা বলে
আর আমার ভেতর থেকে ফুরিয়ে যায় ব্যথার ব্যকরণ।
আল্লাহ,
আমার আম্মার কথায় দিয়েছে ব্যথার ঔষধ,
আমার সকল রোগের শিফা।
আমার আম্মা, আমার ইবাদতের মাধ্যম।
©somewhere in net ltd.