নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: মাসুম বিল্লাহ রুবেল

বাচার জন্য ইসলাম, মরার জন্য ও ইসলাম

মাসুম রুবেল

অধ্যয়নরত, ইসলামী বিশ্ববিদ্যালয়

মাসুম রুবেল › বিস্তারিত পোস্টঃ

রাতে ঘুম না এলে কি করবেন ?

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮

রাতে ঘুম না এলে কি করবেন ?

সারা দিন কঠোর পরিশ্রম করেছেন। সকাল হলেই আবার ছুটতে হবে কাজে। কিন্তু ঘুম আসছে না কিছুতেই? কী করবেন তখন? এজন্য—

☻ বাইরে থেকে ফিরে প্রথমেই গোসল সেরে নিন। সারা দিনের ক্লান্তি এক নিমিষে চলে যাবে।

☻ সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করে দিন।

☻ ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধকরুন।

☻ পরের দিনের কাজের পরিকল্পনা আগেইকরে ফেলুন, টেনশনে ঘুম নষ্ট হবে না।

☻ ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

☻ রাত ১০-১১টার মধ্যেই ঘুমোতে যান। এ সময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

☻ বিছানা আর শোবার ঘর যেন আরামদায়ক হয়। বেশি গরম বা বেশি ঠাণ্ডা যেন না হয় এবং সেখানে যেন বেশি আওয়াজ না হয়।

☻ নিয়মিত এক্সারসাইজ করুন। হাঁটা বা সাঁতার কাটা শরীরের জন্য ভালো।

☻ প্রিয় জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক রাখুন, সারা দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় শেয়ার করুন।

☻ চেষ্টা করুন দুশ্চিন্তা না করার।

☻ সব ধরনের মাদক থেকে দূরে থাকুন।

☻ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না।

☻ যদি ঘুম না আসে, জোর করে ঘুমানোর চেষ্টানা করে উঠে বই পড়ুন, টিভি দেখুন অথবা পছন্দের গান শুনুন।

☻ সুযোগ পেলেও দিনে বেশি সময় ঘুমাবেন না।

☻ ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় তা নিশ্চিত করুন। প্রয়োজনে ভারী পর্দা ব্যবহার করুন।

☻ শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না।

☻ বিশেষজ্ঞরা বলেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন অন্ততছয় ঘণ্টা গভীর ঘুম হতে হবে। বন্ধুরা এতকিছুকরার পরও যদি ঘুমের সমস্যা না যায়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন।



মো: মাসুম বিল্লাহ রুবেল

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

হেডস্যার বলেছেন:
আমি একটা দিই।

- শোয়ার পর অবশ্যই চোখ বন্ধ রাখবেন, তা না হলে ২ বছর শুয়ে থাকলে ও ঘুম আসবে না।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

এনা-১৯ বলেছেন:
ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধকরুন।

যদি ঘুম না আসে, জোর করে ঘুমানোর চেষ্টানা করে উঠে বই পড়ুন, টিভি দেখুন অথবা পছন্দের গান শুনুন।

মানে বুঝলাম না ভাই :(

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৮

শংখনীল কারাগার বলেছেন: হেডস্যার বলেছেন:


- শোয়ার পর অবশ্যই চোখ বন্ধ রাখবেন, তা না হলে ২ বছর শুয়ে থাকলে ও ঘুম আসবে না।


কাজের পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.