নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : ইন্টারনেট
'তুমি'তে আসক্ত হওয়া 'আমি' কে
খুঁজে পাওয়া আজকাল দুস্কর।
অতিরঞ্জিত করে বলছিনা, আবার
এ যেন স্বাভাবিক গল্পও হয়ে উঠছে না।
যেই উপাদানগুলো তোমাতে পৌঁছানোর জন্য
আমার বিরুদ্ধে কঠোর আন্দোলনে জড়িত,
তারাও হাল ছাড়বে বলে মনে হয় না;
সভা সমাবেশ, মিছিল মিটিং করে একাকার।
আমি এখনো নিরব, এই সায় দিবো দিবো ভাব,
তবে, কিছুক্ষন আরও দেখতে ইচ্ছে করছে ,
তাদের কান্ড।
মনে হচ্ছে ধুতরা ফুলের পুরোনো মধু খেয়েছি ,
নেশা না মাতাল, মাতাল না উম্মাদ,
কিছুই বোঝার কায়দা নেই।
শুধু ভাবছি , আমি যা করছি
তুমিও আমার অজান্তে তাই করে যাচ্ছো।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৪
মায়াস্পর্শ বলেছেন:
বদলে যাওয়া কষ্টকর, তবে অস্বাভাবিক কিছু নয়। ধৈর্য্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।
চেষ্টা করুন ঘুমাতে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২
মায়াস্পর্শ বলেছেন: মনটা বিষণ্ণ হয়ে আছে।
কোন সাহায্য করতে পারি?
২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
মিরোরডডল বলেছেন:
তুমি'তে আসক্ত হওয়া 'আমি' কে
খুঁজে পাওয়া আজকাল দুস্কর।
এটাতো ভালো নিউজ।
যে কোন আসক্তির মতো তুমি'তে আসক্তিও ক্ষতিকর।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
মায়াস্পর্শ বলেছেন: মানুষ ক্ষতিকর যা, তাকেই বড্ড ভালবাসে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩
মিরোরডডল বলেছেন:
ধুতরা ফুলের পুরোনো মধু খেয়েছি
তার মানে বিষ পান করেছে।
ধুতরা ফুলতো পুরোটাই বিষ।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯
মায়াস্পর্শ বলেছেন: না, প্রসেসিং করে খাওয়া যায়। একপ্রকার নেশা হয়।
৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫
মিরোরডডল বলেছেন:
শুধু ভাবছি , আমি যা করছি
তুমিও আমার অজান্তে তাই করে যাচ্ছো।
সেটা কি? আমি তুমি, তারা কি করে যাচ্ছে?
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১
মায়াস্পর্শ বলেছেন: সরে থাকলেও থাকা হয় না, একই কাজ দুজনে করে। তবে অজানা থাকে একে অপরের কাছ থেকে।
৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩
এম ডি মুসা বলেছেন: একটু নতুন যারা বাংলা একাডেমি পুরস্কার পেলেন তাদের লেখা পড়বেন এছাড়া! ছন্দ মাত্রা সম্পর্কে গুগল সার্চে দেন!
আপনার লেখা আপনি কনফিডেন্স ফিরে পাবেন, আর কবিতা লেখা কঠিন নয়! ছন্দের গাঁথুনি, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলেছি! ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই। আমি অবশ্যই অনুসরণ করবো আপনার উপদেশ।
২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৯
মায়াস্পর্শ বলেছেন: ভাই , গুগল করে দেখলাম , কেমন জানি মাথা ঘুরাচ্ছে। আসলে একজন গুরু দরকার। এসব গুরুমুখী বিদ্যা। আপাতত আপনাদেরগুলো পড়ে পড়ে শিখি।
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪
এম ডি মুসা বলেছেন: এইবার ২৩ সালের বাংলা একাডেমি পুরস্কার পেলেন শামীম আজাদ!
৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: না, প্রসেসিং করে খাওয়া যায়। একপ্রকার নেশা হয়।
কখনও ট্রাই করা হয়েছে?
২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৫
মায়াস্পর্শ বলেছেন: একবার ট্রাই করা হয়েছিল। বললো এটাতে সামান্য পরিমান ধুত্রার মধু/নির্যাস মিশ্রিত আছে। তবে ভালোলাগার চেয়ে অস্বস্তিকর লেগেছিলো বেশি।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২
মিরোরডডল বলেছেন:
লেখা ভালো হয়েছে কিন্তু কিছুই ভালো লাগছে না।
মনটা বিষণ্ণ হয়ে আছে।
ঘুমানো খুব দরকার কিন্তু ঘুম আসছে না।
জীবন এতো আনপ্রেডিক্টেবল কেনো?
কয়েক সেকেন্ডের ব্যবধানে কতকিছু বদলে যায়!