নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : ইন্টারনেট
একবার নদীর কাছে তোমার খোঁজ করেছিলাম
সাগরের কথা বলে এঁকেবেঁকে যেতে বললো তার নির্দেশনায় ,
সাগরের খোঁজ পেতেই বেশ বেগ পেতে হলো , কারণ
মরুভূমির সাথে জলের তেমন কোনো সম্পর্ক না থাকায়।
জানোতো , নদী জল দিয়ে সাগরকে পূর্ণ করে ,
মরুভূমিকে কখনোই শীতল করবে না।
তোমার খোঁজ করেছিলাম একবার , গেরুয়া বসনের এক সাধুর কাছে ,
লক্ষ্মীর কথা বলেই তড়িঘড়ি করে কেটে পড়লো ,
লক্ষ্মীর কাছে অনেকক্ষন চোখ বুজে কি জানি সব আর্জি করলাম
চোখ খুলে দেখি আশেপাশে কোথাও তুমি নেই।
জানোতো , লক্ষী শুধু ধনবানের ধনাগারই পূর্ণ করেন,
গরিবের দিকে ফিরেও তাকান না।
একদম ঘন কুয়াশা , তাকে বললাম সে কি জানে তোমার খোঁজ ?
প্রকাশ করলো,কোনো এক আলোর মাঝে সে দেখে তোমায় রোজ ,
সূর্যের নাম বললো খুব ভয়ে ভয়ে যেন আলো ছড়ালেই তার সর্বনাশ
পরে জানলাম গভীর অন্ধকারেই তোমার বসবাস।
জানোতো , সূর্য শুধু দিনকেই আলোকিত করে ,
রাতের অন্ধকার গভীর থেকে গভীর হয়ে যায়।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ জানবেন অনেক অনেক।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭
মিরোরডডল বলেছেন:
speechless!
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০
মায়াস্পর্শ বলেছেন: স্পিচলেস হওয়া যাবে না। কিছু বলুন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
মিরোরডডল বলেছেন:
পরে জানলাম গভীর অন্ধকারেই তোমার বসবাস।
জানোতো , সূর্য শুধু দিনকেই আলোকিত করে ,
রাতের অন্ধকার গভীর থেকে গভীর হয়ে যায়।
এক কথায় অনবদ্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮
মায়াস্পর্শ বলেছেন: এক কথায় অনবদ্য
আমি এখানে লাইনগুলো মিলিয়ে লিখতে পারিনি , আর আপনি সেগুলোকেই অনবদ্য বললেন ?
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯
মিরোরডডল বলেছেন:
ছবিটাও ভীষণ সুন্দর!
কবিতার শেষ প্যারাটার মতোই।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১
মায়াস্পর্শ বলেছেন:
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২
মিরোরডডল বলেছেন:
মিলিয়েই লিখতে হবে কেনো, না মিললে কি হয়!!!
অনুভুতির যে প্রকাশ সেটাই কি এনাফ না?
পুরো লেখাটা অনবদ্য, সেই কয়টা লাইন বেশি ভালো লেগেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০
মায়াস্পর্শ বলেছেন: মিলিয়েই লিখতে হবে কেনো, না মিললে কি হয়!!!
অনুভুতির যে প্রকাশ সেটাই কি এনাফ না?
সেটাই তো , কিন্তু ওই ছন্দ ,মাত্রা , অন্তমিল এসব কেন জানি আমায় ভীষণ তারা করে বেড়াচ্ছে লেখার সময়।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০
মিরোরডডল বলেছেন:
বুঝতে পেরেছি, ওয়েল উইশার এর প্রভাব পড়েছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
মায়াস্পর্শ বলেছেন: ওয়েল উইশার এর প্রভাব পড়েছে
কেটে যাবে নিশ্চয়
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
মিরোরডডল বলেছেন:
লেখায় নদী জল শব্দটা পড়ার পর থেকে মাথায় প্রিয় এই গানটি ঘুরছে।
এই নদী জল ছুয়ে
দূরে কোথাও তুমি একা
আমি নেই...
অথচ আমি আছি
দূরে কোথাও বসে একা
তুমি নেই
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর গানটা। শুনেছি অনেকবার।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬
মায়াস্পর্শ বলেছেন: গানটা শুনছিলাম, কিন্তু আপনি আজ কোথায়?
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ অনেকদিন পর ব্লগে কবিতা পড়ে নির্মল আনন্দ পেলাম++
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মায়াস্পর্শ বলেছেন: এভাবে মন্তব্য করলে , একটু তো লজ্জা পেতেই হয়। আপনার এতো সুন্দর মন্তব্যে খুশি হয়েছি অনেক। ভালোবাসা নিবেন নিরন্তর।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক দাদা। ভাল থাকবেন সবসময়ই।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ভালো কবিতা লেখেন।
'নির্দেশনায়' শব্দটা পালটে দিলে ভালো লাগবে। বা, 'নির্দেশে' বললেও হয় কিনা দেখুন।
বানানটা লক্ষ্মী!
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক। ঠিক করে নিয়েছি। ভালবাসা নিবেন অনেক অনেক।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন শ্রদ্ধেয়।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
মায়াস্পর্শ বলেছেন: ভালোবাসা নিবেন নিরন্তর ।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: আমার আফসোস আমি কবিতা লিখতে পারি না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২
মায়াস্পর্শ বলেছেন: আমিও পারিনা। কিভাবে কিভাবে যেন কিছু একটা হয়ে যায়। জানিনা তা কবিতার মধ্যে পড়ে কিনা । ধন্যবাদ অনেক।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯
মায়াস্পর্শ বলেছেন: আমার প্রতিউত্তর সহজভাবে নিবেন ভাই। আপনার প্রত্যেকটি মন্তব্যের উত্তরই আমি দিয়েছি।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা