নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ঠুনকো আবেগ, নীরব প্রস্থান

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

ছবি: ইন্টারনেট

ভালোবাসার মিথ্যে অভিনয় দৃশ্যপটে ,
ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করতে
আমি সবসময় অপারগ ছিলাম ,
তুমি কি দেখনি , তোমার শিয়রে রাখা
আমার হাতে লিখা কবিতার ডায়েরি,
যেখানে মৃত্যু তোমায় কখনোই ছুতে পারবে না।

আকাশের বিশালতার সুযোগ নিয়ে
এক আকাশ বৃষ্টি নামানোর কোনো ক্ষমতা
আমার কখনোই ছিল না ,
তুমি কি দেখনি, তোমার শিয়রে রাখা
আমার হাতে লিখা কত উপন্যাস ,
যেখানে প্রতিটি চরিত্রের সিংহাসনে তুমি বসে আছো।

আজ আমার হাতে গোলাপের তোড়া, টকটকে লাল রঙা শাড়ি,
ঠায় দাঁড়িয়ে আমি তোমার সামনে
তুমি কি বোঝনি, নিরবে বলতে গিয়েছিলাম,
ভালোবাসি অনেক ভালোবাসি
কি লাভ হলো আমায় রক্তাক্ত করে ,
চোখ ঝাপসা হয়ে গেল।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালোইতো লাগছিল পড়তে--শেষে বিরহ ব্যাথা---------সুন্দর লেখনী -------

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

মায়াস্পর্শ বলেছেন: আপনার মন্তব্য অনেক সুন্দর, খুশি হয়ে যাই আমি।
ভালোবাসা নিবেন অনেক অনেক।

শেষে বিরহ ব্যাথা---------
কিছু শেষ ভালো হয়না অনেক সময়। মেনে নিতে হয় নিরবে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা

নীরব, শিয়র বানানগুলো ঠিক করে নিয়েন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই , ঠিক করে নিয়েছি। ভালোবাসা নিবেন অনেক অনেক।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: প্রেমের পরিনতি এমনই!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

মায়াস্পর্শ বলেছেন: তবে সবসময় এমন হয় না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে। এভাবেই লিখতে থাকুন। শুভেচ্ছা জানবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন:
যদি কিছু মনে না করেন..
ইতিমধ্যে তিন নম্বর কমেন্টে @রিয়াদ একটা নোট দিয়েছেন। তারপর আমার দেওয়াটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই অনুরোধ রইলো এই কমেন্টটি দেখার পর ডিলিট করে দিবেন।
আদেশ, উপদেশ, অনুরোধের মতো অনুজ্ঞাসূচক বাক্যে শেষে 'ও' কার হবে। অন্যথায় ওকার দেওয়াটা সমীচীন নয়।যেমন- তুমি আঁকো, তোমরা করো। এখানে আদেশ করা হচ্ছে।
এই যুক্তিতে- তুমি কি দেখনি? উল্লেখ্য দেখনি দুবার রয়েছে দেখছি।
তুমি কি বোঝ নি?(প্রশ্নবোধক)
শেষে চোখ ঝাপসা হয়ে গেল(বর্ণনামূলক)। এই সব বাক্য অনুজ্ঞাসূচক না হওয়ায় এখানে ওকার বসবে না।

আবার বলছি দয়া করে কমেন্টটি ডিলিট করে দিবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

মায়াস্পর্শ বলেছেন: মন্তব্য ডিলিট করবো না। এগুলো আমার শেখার স্মৃতি হয়ে থাকবে। কে কে আমাকে শিখিয়েছেন তা চাইলেই দেখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:




কিছু বলার নেই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

মায়াস্পর্শ বলেছেন: কেন বলুনতো?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬

মায়াস্পর্শ বলেছেন: কিছু বলার নেই।
আগামী তিন দিন আর কিছু লিখছি না।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ হে শ্রদ্ধেয়।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২২

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কেন বলুনতো?

যেখানে ব্লগের প্রিয় কবিরা সবাই এসে এতো সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সেখানে আমার আর কি বলার থাকতে পারে!
আর আমি কবিতা কতটুকুই বা বুঝি!

লাইক দেয়া মানেইতো লেখা ভালো লেগেছে।


১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৩

মায়াস্পর্শ বলেছেন: একটা কবিতা লিখেছিলাম, কি যেন নেই
ওটা আবার পড়বেন।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কিছু বলার নেই।
আগামী তিন দিন আর কিছু লিখছি না।


তাই? মাত্র তিন দিন?
তেইশ দিন না কেনো?

আমিতো জানি মার্শর প্রিয় সংখ্যা তেইশ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৫

মায়াস্পর্শ বলেছেন: সবসময় প্রিয় সংখ্যা হিসেব করতে নেই।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

মায়াস্পর্শ বলেছেন: স্বাগতম ভাই।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: একটা কবিতা লিখেছিলাম, কি যেন নেই।
ওটা আবার পড়বেন।



হ্যাঁ কবিতাটা খুব ভালো ছিলো কিন্তু আবার পড়তে হবে কেনো, নতুন করে কি দেখবো?

ওখানে একটা গান দিয়েছিলাম, গানের কথাগুলো খুব সুন্দর।

ভাষা আর শব্দে কি লাভ বলো, যদি বলা নাহি যায়
সে কথা মনে থেকে মনেই মরে যায়
তুমি বোবা চোখের বন্যায় না রেখে আমায়
তবে তার আগে সবকিছু শেষ করে দাও



১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

মায়াস্পর্শ বলেছেন: তুমি বোবা চোখের বন্যায় না রেখে আমায়
তবে তার আগে সবকিছু শেষ করে দাও

এই দুইটা লাইন অনেক বেশি ভালো লাগে।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫

সোনালি কাবিন বলেছেন: ভালো লাগা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

মায়াস্পর্শ বলেছেন: ভালবাসা রইল অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.