নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বীরের জাতি , অতঃপর.....

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

ছবি : ইন্টারনেট

দেখিনি বাহান্ন বা একাত্তর ,আমার জন্ম হলো পরে,
জেনেছি সে ইতিহাস, আসেনি জয়ের সফলতা আরাম আয়েশে ।
কত মৃত্যু, কত পঙ্গুত্ব, কত মা বোনের সম্ভ্রমহানি ,
কত সাহসী যুবারা হারিয়ে গিয়েছে,এখনো ঘরে ফেরেনি।
তাদের আত্মত্যাগে মাথা উঁচিয়ে দাঁড়ালো এক দেশ ,
স্বাধীন বাংলা,সবুজ বাংলা,সোনার বাংলাদেশ।
প্রজন্ম থেকে প্রজন্মে আজ কত অবক্ষয় ,
বীরের জাতির এমন দশা রন্ধ্রে রন্ধ্রে ভয়।
বয়োবৃদ্ধরা বলেন, তোদের কী হয়েছে হায় ,
কোথায় তোরা হারিয়ে গেলি, আবার স্বরূপে ফিরে আয়।
তোদের গল্পগুলো মূল্যহীন আজ , রক্তগুলো পানসে ,
তোদের চষিয়ে খাচ্ছে প্রভুর মতো পরদেশের মানষে।
কিসব তোদের নাচানাচি, তোরা অস্ত্র ধরতে পারবি ?
না-কি শহর জুড়ে ধ্বজভঙ্গের পোস্টার শুধু পড়বি ?
বাহ্ , তোদের অনেক শক্তি পেশীর মধ্যে নিজের ভাইকে মারতে ,
তুই মূর্খ , তুই অমানুষ পারবিনা দেশের স্বার্থে লড়তে।
মনে আছে ? ৭১ এ তোর মাকে তুলে নিয়ে গেলো ,
তারপর রক্তাক্ত হয়ে পড়েছিল তার পবিত্র সেই দেহ।
টগবগিয়ে খুন করেছিলি তুই, সেই জানোয়ারের পাল ,
আজ কী হলো রে নতুন যুবক, তুই ছিড়ছিস কার ......ল ?
কত নেতার পিছে ঘুরে বেড়াস , দেখতো নেতার আছে কী ?
কিসের নেতা , কার নেতা করে চুরি চামারি।
বলিষ্ঠ তোর দেহ ? নাকি আস্ত ঠোল্লা বাঁশ ?
দিন নেই রাত নেই তোর নেশার মধ্যে বসবাস।
তোকে জিজ্ঞেস করলাম, বলতো দাদু স্বাধীনতা দিবস কবে ,
তুই হেসে দিলি দৌড় জানিনা বলে,লজ্জা কি তোর হবে ?
লজ্জা শরম উঠে গেছে, তুই হেলেদুলে করিস নাচ ,
কেমনে আবার নেতৃত্ব দিবি যদি যুদ্ধের হয় আচ।
ভাইরাল আর জনপ্রিয়তায় তুই কয়দিন থাকবি বেঁচে ,
সত্যিকারের মানুষ যারা, তোদের মুখে থুতু দিবে।
আফসোস বড়ো আফসোস, এরা কেন এমন হলো ,
কেন আজ ভিনদেশি প্রভুদের হাতে দেশটি ছাড়তে হলো ?

(প্রতিটা সেক্টরে ভিনদেশি প্রভুরা বসে আছেন স্যার হয়ে , আর আমরা তেল দিতে দিতে নিজের দেশে মূল্যহীন আজ। যদিও একটু বড়ো কোনো পোস্টে আহরণ করতে পারি, তবে মাটিতে পা ফেলিনা কেউ । অর্ধ শতাব্দী পরেও নিজেদের নিজস্ব কোনো সিস্টেম দাঁড় করতে পারি নি অন্যের ভেতরে আঙ্গুল দেওয়ার কারণে। ৭১ এ যেসব রক্ত বিসর্জিত হয়েছিল, সেই রক্তগুলো কোনো এক পবিত্র এবং সুউচ্চ স্থানে হয়তো হারিয়ে গেছে ।
ইহা কোনো রাজনৈতিক বা দলীয় পোস্ট নয় , শুধুমাত্র নিজেদের প্রজন্ম থেকে প্রজন্মের নেতিবাচক বিবর্তন নিয়ে লেখার চেষ্টা, যেটা ইতিবাচক হতে পারতো। )






মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা লিখেছেন।
সুন্দর উপলব্ধি। কিন্তু সমাধান কি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

মায়াস্পর্শ বলেছেন: আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত হচ্ছে , ৫২ এবং ৭১ এর চেতনার সঠিক বাস্তবায়ন ঘটানো যায়নি, যেটা ঘটানো এখন আর সম্ভব নয়।
একটা সমাধান আছে, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার কমিয়ে ব্যবহারিক কাজে নতুন প্রজন্মকে বেশি বেশি অংশগ্রহণ করানো , যার বিপক্ষে অনেকে অনেক যুক্তি তুলে ধরবেন যে , প্রযুক্তির ব্যবহার কমালে আমরা বহির্বিশ্ব থেকে ছিটকে পড়বো।
স্কুলে ক্লাস নাইন এর আগে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করতে হবে ।
শিক্ষকদের ছাত্রছাত্রীদেরকে শাসন করার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।
পরীক্ষার খাতা নিরীক্ষা করার ব্যবস্থা করতে হবে ।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে কোনো রাজনৈতিক কার্যকলাপ রাখা যাবে না।
বাবা মাকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সচেতন হতে হবে এবং নির্দিষ্ট ভাবে সন্তানকে কে বুঝতে হবে কোনটা তার জন্য অনুপযুক্ত।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: তোদের কী হয়েছে হায়
আজ কী হলো রে
নেতার আছে কী
না-কি শহর জুড়ে
তারপর রক্তাক্ত হয়ে পড়েছিল

কবিতা ভালো লেগেছে। প্রতিবাদী কবিতা। টুকটাক টাইপোগুলো সমস্যা না থাকলে ঠিক করে নিয়েন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই। করে নিচ্ছি এখনই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ। চমৎকার হয়েছে। ভালো লেগেছে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৬

কামাল১৮ বলেছেন: মানুষ ৫২ আর ৭১রে আটকে থাকতে চায় না।মানুষ চায় অগ্রসর হতে।সঠিক পথে।সঠিক পথটা কি খুঁজে বের করতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মায়াস্পর্শ বলেছেন: ১১০

আপনার সাথে আমি একমত। আটকে থাকতে হবে কেন? আমি বলতে চেয়েছি দুই প্রজন্মের তফাত। ৫২ আর ৭১ আটকে রাখার মতো কোন বস্তু নয়। অগ্রসর হওয়া অনেক ভালো বিষয়, তবে এই টিকটক প্রজন্ম নিয়ে কিভাবে এগিয়ে যাবেন। কবিতা পুরোটা আবার পড়বেন আশা করছি।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

কামাল১৮ বলেছেন: প্র্রথম বার এক লাইন পড়েই মন্তব্য করেছি।এখন আবার পড়তে গেলে মন্তব্য অনেক বড় হয়ে যাবে।আমি সেটা চাই না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১০

মায়াস্পর্শ বলেছেন: বাহ, আপনি দারুন কথা শোনালেন। অনেকে 'ক' বললেই কলকাতা বুঝে যায় যেটা ঠিক নয়। ভালো থাকুন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




ব্যতিক্রম লেখা।


১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১

মায়াস্পর্শ বলেছেন: সব ঘরনার লেখার চেষ্টা করবো ভাবছি। কেমন হবে/আছেন?

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

মিরোরডডল বলেছেন:




কেমন হবে/আছেন?

এতো কিপটুস কেনো?
অলসও।




২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

মায়াস্পর্শ বলেছেন: প্রাত্যহিক কাজের ইফেক্ট এখানেও পড়েছে।
আমার ঘুম ধরে খুব।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

মিরোরডডল বলেছেন:




মানে কি? কেনো অলস বলেছি বুঝতে পেরেছে বলে মনে হয়না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

মায়াস্পর্শ বলেছেন: তা একটু বুঝিয়ে বলুন না

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩

মিরোরডডল বলেছেন:





কেমন হবে/আছেন?

ব্যতিক্রম কিছু লেখা লিখলে কেমন হবে?

আর কেমন আছেন?

সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ এই দুইকে এক প্রশ্নে বাঁধা?

সমস্যা কোথায়? শব্দ ব্যবহারে কৃপণতা নাকি লিখতে আলসেমি?


২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

মায়াস্পর্শ বলেছেন: আমি হারকিপ্টে, জন্মের অলস B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.