![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশিদিনগোপন থাকা ফটো খুব সম্ভবত এটাই।
ফটো ক্যাপশনও....
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান.....
১. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণদাতা।
২. বাংলাদেশী জাতির জনক।
৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
৪. বাংলাদেশের স্থপতি।
৫. বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ।
জন্মের চুয়াল্লিশ বছর পরই দেশটার ইতিহাসের এই অবস্থা।
আগামী চুয়াল্লিশ বছর পর তো মনে হয়, দেশটাই ইতিহাস হয়ে যাবে।
মোড়ল দল দুটোর প্রতি ঘৃণা প্রকাশেও ঘৃণা হয়.....।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৮
রাজু ভাস্কর্য বলেছেন: ছিল।
কেড়ে নিয়েছে।
২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩
সাদী ফেরদৌস বলেছেন: আফসোস এই জাতির
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
রাজু ভাস্কর্য বলেছেন: আফসোস গুলোও নির্বাক.
৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
ক্ষতিগ্রস্থ বলেছেন: ঐ পেজে গিয়ে ৭ মার্চে শুধু হরতাল দেয়ার খরব পেলাম. এর আগে সেলিনা আইভির নিউজের স্ট্যাটাস আছে ৪ মার্চের. এর মধ্যে আর কোন স্ট্যাটাস নাই. আপনার এই স্ক্রিনশটটি সত্য হলে তারা স্ট্যাটাসটি ডিলিট করেছে হয়ত. কিন্তু এই ঘৃন্য ফটোশপটি করলে নিজে থেকে কেন মুছবে, সেটা প্রশ্ন. আর যেটা হতে পারে, আপনি ফটোশপে এই টেম্পারড ছবিটি বানিয়েছেন. আপনি বা ছাত্রদল, যেই করুক, অত্যন্ত নিম্নরুচির ঘৃন্য কাজ এটা. নিন্দা জানাই.
০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
রাজু ভাস্কর্য বলেছেন: স্কিনশটটি আমিও একটা পেজ থেকে সংগ্রহ করেছি।
এই ঘৃণ্য ইতিহাস বিকৃতির নমুনা তুলে ধরলাম।
যে-ই করুক, ঘৃণ্য কাজ অবশ্যই।
তবে বেশকিছু ইতিহাস বিকৃতি ইতোমধ্যে বিএনপি হতে ছড়িয়েছে।
আওয়ামী লীগ থেকেও....
এদের প্রতি তীব্র ঘৃণা...।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
কমেন্ট করার মত কিছু নেই