![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উনিশশো পঁচিশ সাল। অমল। লম্বা, ভালো শারীরিক গঠন, গায়ের রং কালো । একটা নামকরা ইংরেজি পত্রিকা অফিসে কর্মরত । পূর্বপুরুষের ভিটে বাগবাজার হলেও দুই বন্ধু মিলে বর্তমান দক্ষিণ কলকাতার এক পুরোনো পাড়ায় জমি কিনে নতুন বাড়ি করেছে । বাড়ি ও অদ্ভূত । একই দেওয়ালের দুপাশে দুটো বাড়ি । বন্ধুত্বের নিদর্শন । বিয়ে ঠিক হল হাওড়া ঘুসুড়ির মেয়ে শর্মিলার সাথে । বয়স মোটে তেরো। সবে ষষ্ঠ শ্রেণী পেরিয়েছে। উচচতায় অমলের প্রায় অর্ধেক, শ্যামবর্ণা, কোমর ছাপানো চুল, মুখশ্রী ভালো তবে কপালটা খুব উঁচু । অনেকে বলত উঁচকপালি। সেই কপালের সাথে তার ভাগ্য জড়িয়ে ছিল কি না তা জানা যায় নি । খুব সুখে কাটছিল দিন । এ বয়সেই তার সংসার চালানোর মতো রান্না আর অন্যান্য গৃহকর্ম জানা ছিল। তবে সব থেকে প্রিয় ছিল গল্পের বই এর প্রতি অদম্য নেশা।অমল প্রতি সপ্তাহে অফিসের লাইব্রেরি থেকে গল্পের বই এনে দিত।বই এর ছিল না কোনো বাছবিচার । সমস্ত বাঙালি লেখকের গল্প যেমন সে পড়ত তেমনি টান ছিল বিদেশী লেখকদের বাংলা অনুবাদের প্রতি ।
২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে অভিনন্দন! মন খুলে লেখুন! শুভকামনা!
৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে অভিনন্দন! মন খুলে লেখুন! শুভকামনা!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম চৈতালী।
পশ্চিমের নাকি?
শুভকামনা রইল।
শুভব্লগিং।