নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান মনস্কদের লাফালাফি বিফলে গেল।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৫

ব্লগ, ফেবুসহ দেশের বিজ্ঞান মনস্ক মানুষের সংখ্যা কম নয়। বিজ্ঞান মনস্ক সব মানুষ আবার এক নয়। এদের মধ্যে কেউ আবার কুরআন,ইসলাম এর প্রতি সম্মান দেখান ও ধর্মীয় নিয়ম কানুন, বিধি বিধান মেনে চেলেন।

আর আরেকদল আছেন- ধর্মীয় কোন কিছু দেখলেই এরা বিরোধীতায় নেমে পড়েন। বিজ্ঞান এবং ধর্ম কখনো সহঅবস্থান করে কখনো বিপরীত মুখী, কখনো সম্পূরক আবার কখনো পরিপূরক। দুটিই তার গতিমতন জার জার জায়গায় এগিয়ে চলে।

করোনা ভাইরাস ঠেকাতে কোন বিজ্ঞানী এখন পর্যন্ত কোন ভ্যাকসিন আবিষ্কার করতে পারেননি। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমরা মধ্যযুগে আছি। প্লেগ বা কলেরার মত মহামারিতে যে প্রানহানী ঘটতো এখন করোনায় তাই ঘটছে।

সভ্য আর ভভ্যরা কোথায় ? বিজ্ঞানের ধ্বজাধারীরা কোথায় ? তোমরা উপায় বের করনা ভাই, আধুনিক যুগের এত উন্নত সোপানে অবস্থান আমাদের তো সেই আমরাই ব্যর্থ?

আল্লাহ যদি কোন জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিতে চান তো বিজ্ঞান আমাদের সুরক্ষা দিতে পারবে না। তাই বলে আমি বিজ্ঞান বিরোধী নই। বিজ্ঞানের ভাল ও সুন্দর দিকগুলোই আমাদের গ্রহণ করা উচিৎ।

ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখলে এটা বলা যায় যে নতুন নতুন রোগ ও মহামারিতে আক্রান্ত হবে মানুষ এটা সহজে অনুমেয় একটা ব্যাপার। অতীতেও তাই ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। এই ব্যাপারটা শুধু ইসলাম ধর্মে আছে অন্য ধর্মে এসব ব্যাপারে স্পষ্ট কিছু বলা নেই। তাই ধর্মেকে অসারতার কোন সুযোগ নেই। রোগের ঔষধ আবিষ্কার হলে আরও নতুন নতুন রোগ বলাই দেখা দিবে। হতে পারে সেটা দিন, মাস, যুগ বা শতাব্দী পরে।

তাই আমাদের উচিৎ সচেতন হওয়া, আকঙ্ক না ছড়ানো, চিকিৎসা বিদ্যার উৎকর্ষ। আর আল্লাহর উপর ভরশা করা। দোয়া করা যাতে মহামারি দিয়ে আমাদের ধ্বংস না করেন।

কাউকে ব্যঙ্গ করার আগে একটু ভাবি এবং নিজে ভাল থাকি অন্যকে ভাল রাখি।

মহামারীতে সতর্কতা

লিংক সূত্র ঃ দেশ রূপান্তর-৯/৩/২০২০ইং।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১১

প্রজ্জলিত মেশকাত বলেছেন: হা হা হা।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯

জাহিদ হাসান বলেছেন: বিজ্ঞানের সাথে ধর্মের কোন সংঘর্ষ নেই। আপনি ইবনে রুশদ এর দর্শন পড়ুন-

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব ব্যাপারে যে সংঘর্স নেই এমন নয়। কিছু কিছু ব্যাপার বিজ্ঞান ও ধর্মর ব্যাখ্যা স্বতন্ত্র ও আলাদা।
সমস্যা হচ্ছে অনেকে বিজ্ঞান দিয়ে ধর্মকে বুঝতে চায় আবার অনেকে ধর্ম দিয়ে বিজ্ঞানকে বিচার করে।

ধন্যবাদ জাহিদ ভাই।

৩| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫২

জাহিদ হাসান বলেছেন: ’আল্লাহ নিজেই আমাদের দার্শনিক, বিজ্ঞানী ও গবেষক
হতে বলেছেন ।

তোমাদের জন্য আল্লাহ অধীনস্থ করেছেন রাত্রি ও দিবসকে, সূর্য ও চন্দ্রকে। নক্ষত্ররাজি তাঁর হুকুমের অধীন, নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য। (সূরা নহল : ১২)


০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

শুধু দার্শনিক, বিজ্ঞানী বা গবেষক নয়। হালাল পন্থা অবলম্বন করে যেকোন পেশা যা ধর্ম অনুমোদন দেয় করা যাবে।

কুরআনরে রূপক বা ইনডারেক্ট অর্থে অনেক কিছুই বলা আছে যা হাদীসে বিস্তারিত বর্নণা করা হয়েছে।

ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৪

জাহিদ হাসান বলেছেন: কোরআন ও হাদিস দ্বারাই এটা প্রমাণিত যে প্রত্যেক মুসলমানকে

দার্শনিক, বিজ্ঞানী ও গবেষক

হতে হবে।

যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করে। কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারা তো কাফের।

আপনি মুসলমান কিনা আমার সন্দেহ আছে।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি মুসলিম নাকি হিন্দু তাকি আবার আরেকটা পোস্ট দিয়ে প্রমাণ করতে হবে নাকি? কোরআনকে অস্বীকার করার কোন মানে নাই। অহেতুক ক্যাচাল কাম্য নয়।

আপনার সন্দেহে আমার কিছু করার নেই। ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি এখনও অন্ধকার যুগে বসে আছেন।
মন মানসিকতা চিন্তা ভাবনা আধুনিক করুন।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাতো চাঁদগাজীর মন্তব্য হওয়ার কথা আপনি নিশ্চয় ধার করেছেন।

ধর্মহীনতা মানেই আধুনিকতা নয়।

ধন্যবাদ।

৬| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিজ্ঞানীদের দোষ দেয়ার আগে আপনার আল্লার ঘরের খবর নেন
আপনার আল্লার ঘরে (কাবা শরীফ) এ নামাজ ও তাওয়াফ বন্ধ, অনির্দিষ্ট কালের জন্য।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসান সাহেব,

এখানে কোথাও বিজ্ঞানীদের দোষ দেওয়া হয় নাই। হয়তো একদিন ভ্যাকসিন আবিস্কৃত হবে। বিজ্ঞানের ব্যর্থতার কথা বলা হয়েছে।

কাবা ঘর বা মসজিদে যদি নামাজ পড়া বন্ধ রাখা হয় সমস্যা কি ঘরে বসে আদায় করে নিবে।

ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধর্মও দরকার বিজ্ঞানও দরকার।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

বিজ্ঞানের ক্ষতিকর দিক গুলো গ্রহণ না করলেই হলো।

ধন্যবাদ দেপ্রেবা ভাই।

৮| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনাম সঠিক হয়নি। বিজ্ঞানীরা কী নিয়ে লাফালাফি করেছে? তারা তো আগে জানতই না এই ভাইরাস সম্পর্কে! সব কিছুর ব্যাখ্যা আমাদের জানা নেই। সব কিছুই একটা পরীক্ষা। চলমান জীবনের অংশ, প্রক্রিয়া। মহামারী, ঝড়, বন্যা, ভূমিকম্প হলে মুসলিমও মারা যায়...

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে বিজ্ঞান মনস্কদের কথা বলা হয়েছে। অধুনা কিছু বিজ্ঞান মনস্ক মানুষ অন্যদের পোস্টে গিয়ে লম্প-ঝম্প করে।
তাদের জন্যই এই পোস্ট। বিজ্ঞানীদের নিয়ে কিছু বলা হয়নি।

ধন্যবাদ।

৯| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন:
আল্লাহ রহমত করো। ।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিজ্ঞান মনস্কদের একাংশ আল্লাহর রহমত চায় না।

তারা বিজ্ঞান দিয়ে সব ঠেকাতে চায়।

ধন্যবাদ।

১০| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৮

নতুন বলেছেন: বিজ্ঞানের আবিস্কার ব্যবহার করে যদি এই রকমের পোস্ট দেন তবে সেটা কেমন যেন হয়।

করোনা ভাইরাসের আতংক এক রকমের গুজবই বলতে পারেন। সাধারন ফ্লু এর চেয়ে বেশি ভয়ংকর নয়।

গত বছর দেশে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে? এই বছর করোনাতে তারচেয়ে বেশি মানুষ আক্রান্ত হবেনা আমাদের দেশে।

আর সবাই ভ্যাকসিন নেই বলে জিকির করছে, কথা সত্য ভ্যকসিন নেই.... কিন্তু ফ্লুর যেই ভ্যাকসিন আছে সেটা কতজন নিয়েছেন? সংখ্যাটা ১% হবে কিনা সন্দেহ।

আর করোনার ভ্যাকসিন আবিস্কার হলেও কি যারা করোনা করোনা জিকির করছে তারা নেবে? অবশ্যই নেবেনা।

শুধুই সোসাল মিডিয়ার গুজব সেয়াবের ফলেই করোনা আতংক সারা বিশ্বে ছড়িয়েছে।

গত বছর শুধুই আমেরিকাতেই ১৮০০০ মানুষ ফ্লু জনিত কারনে মারা গেছে, আমাদের দেশেই প্রতিবছর শীতকালে অনেক বয়স্ক মানুষ মারা যায়।

করোনা থেকে বাচতে সাধারন পরিস্কার পরিচ্ছনাতাই যথেস্ট।

সোসাল মিডিয়া ১ মাস বন্ধ করেদিন করোনার প্রকপ কমে যাবে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

মিডিয়ার বাড়াবাড়িতো আছেই সচেতনতার অভাব রয়েছে।

১১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এটাতো চাঁদগাজীর মন্তব্য হওয়ার কথা আপনি নিশ্চয় ধার করেছেন।
ধর্মহীনতা মানেই আধুনিকতা নয়।
ধন্যবাদ।

চাঁদগাজী আধুনিক মানুষ। আধুনিক চিন্তার মানুষ।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

তবে অতি আধুনিকতার নামে গা ভাসানো ঠিক নয়।

১২| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


আজকাল ৫ম শ্রেণীর বাচ্চাদের লেখা এর থেকে সুচিন্তিত হয়ে থাকে; আপনারা পড়ালেখা করেননি, প্রশ্নফাঁস হওয়ায় পাশ করেছেন।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মত মহান শিক্ষকের অভাবে ৫ম শ্রেণীর পর বাচ্চাদের জ্ঞান লুপ্ত হচ্ছে।

১৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৮:১৬

জাহিদ হাসান বলেছেন: আপনাকে মুসলমান তো দূরের কথা, মানুষ বলেও স্বীকার করতে আমি রাজী না !

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাড়াবড়ির একটা সীমা আছে। আপনি খুব ভাল মানুষের পরিচয় দিলেন।

১৪| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৩

নীল আকাশ বলেছেন: এদের সংখ্যা দেখার জন্যই কী এই পোস্ট দিয়েছিলেন?

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অকেটা তাই।

ধন্যবাদ।

১৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: দেখা যাবে বাংলাদেশই করোনার ওষুধ আবিস্কার করে ফেলেছে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হলে ভালই হবে।

ধন্যবাদ।

১৬| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্যে বিজ্ঞানীদের দ্বারস্থই হতে হবে। নাকি হুজুরের পড়া পানি খেলে কাজ হবে? এই যে ইন্টারনেট কানেকশন দিয়ে ব্লগ লিখলেন, এটাও বিজ্ঞানেরই অবদান। আপনি দোয়া দুরুদ দিয়া আধ্যাত্মিক উপায়ে ব্লগ লেইখা দেখান না!

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিতো বিজ্ঞান বিরোধী নই। বিজ্ঞানের ভাল দিকগুলো গ্রহণ করতে কোন বাধা নেই।

ধন্যবাদ।

১৭| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

রাশিয়া বলেছেন: বাবা মায়ে নাম রেখেছে হাসান। মন্তব্যের ধরন কি! "আপনার আল্লাহ" । কাবা ঘর খালি দেখে মনে হচ্ছে উনার ল্যাংটা হয়ে নাচতে ইচ্ছে করছে।

লেখককে বলছি, অযথা বিজ্ঞানের দোষ খুজবেন না। বিজ্ঞানের সুনির্দিষ্ট পদ্ধতি আছে - তাতে সময় লাগে। করোনা ভাইরাসের প্রতিষেধক অবশ্যই বিজ্ঞনীরা আবিষ্কার করতে পারবে ইনশাল্লাহ। তার জন্য অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ডিসেম্বর মাসের রোগের ওষুধ মার্চ মাসেই পেয়ে যাবেন - এরকম আশা করা ঠিক হবেনা।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্যে অনেকের পরিচয় স্পস্ট হয়।

ধন্যবাদ।

বিজ্ঞানকে দোষ দেইনি বিজ্ঞান মনস্ক কিছু মানুষের বাড়াবাড়ি দেখেই এই দিয়েছি।

১৮| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৯

কূকরা বলেছেন: পাঁদগাজি ক্লাস ফাইভে পড়ার সময় বিজ্ঞান শিক্ষকের কাছে কান মলা খাইছিল, এর পর থেইকা হের মগজ ঢিলা হইয়া গ্যাছে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনি ব্যতিক্রমী ও খোচামূলক মন্তব্য করে আনন্দ পান।

১৯| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাউকে দোষারোপ করা ঠিক হবে না।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

বিজ্ঞানকে দোষ দেইনি বিজ্ঞান মনস্ক কিছু মানুষের বাড়াবাড়ি দেখেই এই দিয়েছি।

২০| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৯

মানবিক_মানব বলেছেন: বুখারীর হাদিসে আছে সংক্রামক রোগ বলতে কিছু নই । সঊদিরা কাফের। কারণ তারা করোনাভাইরাস এর সংক্রমণ এর ভয়ে উমরাহ ও সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করেছে। যেখানে রোগের কোন সংক্রমণ নেই সেখানে তারা নিরাপত্তার স্বার্থে হাদিসে অবিশ্বাস করে এরা কাফের কাফের কাফের।
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৭৬/ চিকিৎসা (كتاب الطب)
হাদিস নম্বরঃ ৫৭৭০


৭৬/৫৩. পেঁচায় কোন অশুভ আলামত নেই।

৫৭৭০. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রোগের মধ্যে কোন সংক্রমণ নেই, সফর মাসের মধ্যে অকল্যাণের কিছু নেই এবং পেঁচার মধ্যে কোন অশুভ আলামত নেই। তখন এক বেদুঈন বললঃ হে আল্লাহর রাসূল! তাহলে যে উট পাল মরুভূমিতে থাকে, হরিণের মত তা সুস্থ ও সবল থাকে। উটের পালে একটি চর্মরোগওয়ালা উট মিশে সবগুলোকে চর্মরোগগ্রস্ত করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তবে প্রথম উটটির মধ্যে কীভাবে এ রোগ সংক্রামিত হল? [৫৭০৭] (আধুনিক প্রকাশনী- ৫৩৪৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৪৫)

হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=30357

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুধু শুধু কাউকে কাফের বলা ঠিক না।

ধন্যবাদ।

২১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: করোনার টীকাও আবিষ্কৃত হবে, হয়তো আরো কিছু সময় লাগবে। ইসলাম তো বিজ্ঞান বিরোধী নয়। পবিত্র ক্বুর'আন শরীফের বহু জায়গায় মানুষকে নভোমন্ডলীর দিকে তাকিয়ে চিন্তা করতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর সৃষ্টির প্রতি তাকিয়ে এর খুঁত বের করতে চেষ্টা করার কথা বলা হয়েছে, যা সৃষ্টি সম্পর্কে ভাবনা চিন্তা করতে বলার নামান্তর।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ। আমি বিজ্ঞান বিরোধী নই। যারা বিজ্ঞান নিয়ে বেশি লাফালাফি করে ও অন্যদের তুচ্ছ করে তাদের জন্য এই পোস্ট।

ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.