নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ জিতলো ইউনেস্কো পুরষ্কার

০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২



জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত প্রায় দেড়শ বছরের পুরনো একটি মসজিদ।

এ মসজিদটির নাম দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ।

পহেলা ডিসেম্বর ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চল - ফিজি থেকে শুরু করে কাজাখাস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতিবছর স্বীকৃতি দেয় ইউনেস্কো।

সেজন্য এ পুরস্কারের নাম দেয় হয়েছে 'এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন'।

ইউনেস্কো জানিয়েছে ২০২১ সালে ছয়টি দেশের নয়টি স্থাপনাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

এর মধ্যে 'অ্যাওয়ার্ড অব মেরিট' ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ।

বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিভিন্ন স্থাপনা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।


মসজিদের ইতিহাস
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত এই মসজিদ নির্মিত হয় ১৮৬৮ সালে।

কেরানীগঞ্জের দোলেশ্বর ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। ১৮৬৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়। তখনকার জনসংখ্যার বিবেচনায় এটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল।

এরপর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছিল।

কালের পরিক্রমায় এই মসজিদের অবকাঠামো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল। কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেয়ার উদ্যোগ নেন সেখানকার সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

স্থপতি আবু সাঈদ এম আহমেদ এ সংস্কার কাজের নেতৃত্ব দেন এবং ২০১৮ সালে এর সংস্কার কাজ শেষ হয়।

পুরনো মসজিদের পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ। পুরনো মসজিদটি এখন লাইব্রেরি এবং মক্তবে রূপান্তরিত হয়েছে।

ইউনেস্কোর স্বীকৃতি পাবার জন্য স্থপতি মি. আহমেদ আবেদন করেন।

এ মসজিদ কেন স্বীকৃতি পেয়েছে?

ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, এসব স্থাপনার মাধ্যমে ঐতিহ্যের যে বৈচিত্র্য ধরে রাখা হয়েছে সেটি সত্যিই প্রশংসার বিষয়।

যেসব স্থাপনা পুরস্কার পেয়েছে সেগুলোতে টেকসই উন্নয়নের নানা দিক রয়েছে বলে ইউনেস্কো বলছে।

পুরনো স্থাপনাগুলোর সংরক্ষণ ঠিকমতো হয়েছে কি না সেটি বিশ্লেষণ করে দেখে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটি।


ছবি ও তথ্যসূত্র ঃ আকবর হোসেন
বিবিসি বাংলা, ঢাকা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। দেশ এগিয়ে যাক।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: প্রীতিকর সুখবর। ধন্যবাদ, খবরটি উপস্থাপন করার জন্য।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের অর্জনে সুখে বুক ভরুক আমাদের। ধন্যবাদ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো খবর। সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ আপনাকে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: খুব একটা সংবাদ শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সু-সংবাদ

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই দেশের জন্য সু-সংবাদ। ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো খবর

ধন্যবাদ ভাইয়া

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার দেশ আমার গর্ব। ধন্যবাদ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: জানলাম।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভালো সংবাদ। মসজিদটির নিজস্ব পাঠাগার বা লাইব্রেরী আছে কিনা জানা নেই। সরকারি ভাবে এর ব্যবস্থা নিলে ভালো হতো। আপনাকে অশেষ ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৮

অধীতি বলেছেন: জানতাম না। এরকম প্রাচীন স্থাপত্যগুলো ঘুরলে ভাল লাগে।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত ধন্যবাদ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪০

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার একটি খবর শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠক মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.