নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বয়স্ক কাউকে সাতার শেখানোটাও ঝুকিপূর্ণ

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:১২






ঘটনাটা একদম চোখের সামনে ঘটা।

আমার বোনের দেবর ঢাকা থেকে গ্রামে এলো বেড়াতে। সে শহুরে মানুষ। সাতার জানেনা। বাড়ির কাছে একটি শাখা নদীতে গোসল করার সময় তার শখ হলো সাতার শিখবে।






তিন পরপর অনেক চেষ্টার পর তার কাছে মনে হলো সে কিছুটা সাতার শিখেছে। তো একদিন আমরা বেশ কজন মিলে নদীতে গোসল করতে গেলাম, সাতার কাটলাম, দুষ্টুমি আর একে অপরকে ডুব দিয়ে ধরে ফেলা। আমাদের এহেন কান্ড দেখে বেয়াই সাহেব এর শখ জাগলো নদীর ওপারে যাওয়া।

বলে রাখা ভালো মাঝ নদীতে তখন ঠাই পাওয়া যেতনা । এছাড়া দুই পাড়ে গলাপানিতে হটা যায়, দাড়িয়ে গোসল করা যায়। দুজনের সাহায্যে কোন মতে বেয়াই সাহেব নদীর ওপারে গিয়ে ভীষন খুশি।


একটু জিরিয়ে এপারে আসার সময় সে বলল একাই আসতে পারবে। ততক্ষনে আমিসহ কয়েকজন গোসল শেষে তীরে উঠে দাড়িয়ে আছি। জোয়াড় শুরু হলো। বেয়াই সাহেব যেই মাঝ নদীতে এলেন স্রোতে হাবুডুবু খাওয়া শুরু হলো। আমার ছোট ভাই তাকে সাহায্যের জন্য যেই এগিয়ে গেল অমনি তার গলা জড়িয়ে ধরে বেয়াই সাহেব যেন বাঁচার আশা খুজে পেলেন।

কিন্তু এত বড় ও ভারী মানুষ নিয়ে আমার ভাই কিছুতেই সাতরে এগিয়ে আসতে পারছিলনা। একটু পর পর সে নীচের দিকে ডুবে যাচ্ছিল। তার শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল।

চোখে সামনে দেখলাম দুজনেই ডুবে মরবে, আমি যেই লাফ দিয়ে নদীতে নামতে যাব তার আগেই আরও দুজন গিয়ে এদের কোন মতে এপারে নিয়ে এলো। হাপাতে হাপাতে বেয়াই সাহেব বলল সাতার শিখা এত সহজ নয়। অল্প দিনে সাতার শেখা যায়না।

সেই থেকে তার সাতার শেখার সখ মিটলো।

উল্লেখ্য আমার ছোট ভাই তাকে এই কদিন শাতার শেখাচ্ছিল।

ছবি-কালের কন্ঠের সৌজন্যে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বাচ্চারা বড় হয়ে গেলেও শেখানো কঠিন। আমার বাচ্চারা সাঁতার জানে না। ওরা খুব চেষ্টা করে বাড়িতে গেলে। কোনোভাবেই পারে না । :(

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই সাতার জানা থাকা ভাল। বিপদে কাজে আসবে। দেখুন যে কোন ভাবে বাচ্চাদের সাতার শেখাতে পারেন কিনা।

ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই খুব চিন্তার বিষয় আমরাও তিন ছেলে সাঁতার এখন জানা না কি যে করি বুঝতেছি না
গ্রামে অনেক পুকুর ঘাট নদী আছে তবে কে শিখাবে সাঁতার-- খুব চিন্তায় আছি দাদা

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাউকে না কাউকে দায়িত্ব দিন, একাধারে অনেকদিন ট্রাই করলে শিখে যাবে। ভাল থাকবেন। ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি যখন ক্লাস ৭ এ পড়ি, তখনও সাঁতার জানতাম না। আমার আম্মার চাচী কমসেকম ২০০ মানুষকে নিজ হাতে সাঁতার শিখিয়েছেন। তিনি আমার দ্বায়ীত্ব হাতে নিলেন এবং জীবনে প্রথম ভীমা চুবনি খেলেন!

এর এক বছর পর আমার মেঝ মামার ছেলে আমাকে দুই দিন মুখে তালিম দিয়ে তৃতীয়দিন পুকুরের মধ্যেখানে নিয়ে ছেড়ে দিয়ে উঠে গিয়েছিলেন। ভরদুপুরে পুকুরে আর কেউ ছিলো না। আমি লিটার তিনেক পানি গিলে পাড়ে পৌঁছালাম কোন মতে। এরপর আর সাঁতার নিয়ে সমস্যা হয়নি। :)

এখন বছরে বড় একটা টাকা ব্যায় করি সাঁতার কন্টিনিউ রাখার জন্য!

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সাঁতার শেখার কহিনিটা জানা হলো। আমি সেই যে ছোট বেলায় শিখেছি আর কখনো ভুলিনি। ধন্যবাদ।

৪| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০০

ইমরোজ৭৫ বলেছেন: হায় হায়।

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাতার জানাটা জরুরী। ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

ফয়সাল রকি বলেছেন: আমার খুব ইচ্ছা সাঁতার শেখার কিন্তু পানিতে নেমে কিছুক্ষণ দাপাদাপি করার পরই পায়ের রগে টান পড়ে!

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলেতো সমস্যা মনে হয় সেজন্য আর সাতার আপনার শিখা হয়নি। ধন্যবাদ।

৬| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

জুল ভার্ন বলেছেন: আমি খুব ভালো সাতার জানি(অবশ্য গত ১০/১৫ বছরে সুইমিং পূল ছাড়া সাতার কাটা হয়নি)। কৈশোরে আমরা বন্ধুরা মিলে হাজারিবাগ এলাকা থেকে বুড়িগংগা এপার-ওপার সাতার কেটেছি। আমাদের বড়ো ছেলেও সাতার জানে। তবে ছেলের মা এবং ছোট ছেলে সাতার জানেনা।

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তথ্য শেয়ারে ধন্যবাদ। সাতার জনা থাকা খুবই ভাল। আমার কন্যাকে কিভাবে সাতার শেখাবো সেটা নিয়েও ভাবছি। ধন্যবাদ।

৭| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: আমি সাঁতার পারি না। শিখব শিখব করে আর শেখা হলো না।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিখে নেওয়া দরকার ছিল।

৮| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ছোটমামা খালাতো ভাই আমাকে ধরে মাঝ পুকুরে ছেড়ে দিয়ে আসত। নাকানিচুবানী খেতাম। তাও সাতার সেখা হয়নি। ইচ্ছে আছে যমুনা সেতু থেকে যমুনা নদীতে ঝাপ দেব। তার আগে সাতার শিখবো কিনা ভাবছি।

বেয়াই সাহেব নাকানিচুবানী ভালই খেয়েছেন ।

২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যমুনাতে ঝাঁপ দেওয়ার আগে অবশ্যই শিখে ফেলেন তা না হলে আমরা যে যমুনা রূপককে আপনাকে খুঁজে পাবো না।
সে আর বলতে , বেয়াই সাহেব এরপর আর সাঁতার কাটার নাম নেননি।

ধন্যবাদ ভাই।

৯| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:১৮

জ্যাকেল বলেছেন: মজার বিষয়, সাঁতার শেখা আসলেই দরকার। অবশ্য বর্তমানে নদ নদীর যা অবস্থা, আর কি বলব।

২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুইমিং পুল কিংবা গ্রামের খাল বিল নদী নালায় সাঁতার শিখতে পারেন। ধন্যবাদ।

১০| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শিখে নেওয়া দরকার ছিল।

একবার পদ্মা নদীতে চেষ্টা করেছিলাম। পারি নি। তারপর পুকুরে চেষ্টা করেছিলাম। সেটাও পারি নি। পুকুরের মাটি খুব নরম। পা ঢেবে যায়। তখন মনে হয় কে যেন আমার পা ধরে টানছে।

২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাঁতার শেখার জন্য পরিবেশ একটা বড় ফ্যাক্টর। ধন্যবাদ।

১১| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মজার ব্যাপার হোল মানুষের দেহ পানিতে এমনিতেই ভাসে। শুধু মাথাটা ভাসে না। এই মাথাটা পানির উপর রাখার কৌশলই সাঁতার।

আমাদের পুকুরের মাঝেখান একটা বাস পুতে রাখতো সেখান থেকে ছেড়ে দেয়া হত ঘাটের দিকে। তবে সাতারে আমার দম থাকতে চায় না।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দাম না থাকলে সাঁতার কাটতে সমস্যা। শ্বাস ছোট হয়ে আসে ক্লান্ত লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.