নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
বেড়াতে এসেছি মুন্সিগঞ্জ গজারিয়া। কিছু ছবি তোলা হয়েছে। আজকের আয়োজনে থাকছে সেই ছবিগুলো-
নদীর তাজা চিংড়ি।
তাজা মাছ।
সতেজ রুই।
জামের মিছিল।
গাছের তাজা জাম।
পেঁপে পাকার অবস্থায়
পাকা আম ।
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই নদীর চিংড়িগুলো অনেক মজাদার । ধন্যবাদ।
২| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:৫৪
মিরোরডডল বলেছেন:
আমি।
মাইদুল কি আম নাকি ?
লিখেছে আমি
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ ছবিটা আপলোড করার আগেই মেয়ে মোবাইল নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই ভুলে আম আমি হয়ে গেছে।
৩| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৩১
নজসু বলেছেন:
চিংড়িগুলো বিকাশ করে পাঠিয়ে দেন প্রিয় ভাই।
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠাতে পারলে ভালোই হতো। ধন্যবাদ।
৪| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: চিংড়ি গুলো দেখে লোভ লাগছে । নদীর তাজা চিংড়ি আসলেই মজা আলাদা !
মুন্সিগঞ্জে কি শ্বশুর বাড়ি নাকি?
আমার দাদাবাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে !
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী মুন্সিগঞ্জ গজারিয়া এলাকায় শশুর বাড়ি। হয়তো একদিন দেখা হবে ।ধন্যবাদ।
৫| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: এম নি কি লোকে বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি-------------
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী। ধন্যবাদ।
৬| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জাম পাকা শুরু করেছে কেবল। বেছে বেছে খাবেন।
আমাদের ছয়টা জাম গাছ। অনেক বছর জাম খাই না। বাজারে জাম দেখি। খেতে ইচ্ছা করে না। গাছ গুলোর কথা মনে পড়ে।
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সকালে নাস্তার পর জামের ভর্তা খাওয়া হয়েছে। পাঠ ও কমেন্টে ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:১২
ভুয়া মফিজ বলেছেন: মাছ সবই মরা মনে হচ্ছে, কোনটাকে তো তাজা দেখাচ্ছে না!
পেপের ছবিতে তাজা শব্দটা বাদ পড়ে গিয়েছে। যোগ করে দেয়ার অনুরোধ থাকলো।
আর শেষের ছবিটা দেখে দুঃখ পেলাম। শ্বশুরবাড়িতে গেলে কারো কারো যে আকার, আকৃতি আর চেহারার পরিবর্তন হয়, জানা ছিল না। আমারও শ্বশুরবাড়ি আছে, কিন্তু কখনও এমন দূর্গতি হয় নাই। যাক, কি আর করা.....সবই কপাল। তবে ছবিতে কোনটা জেনুইন আপনি, বোঝা যাচ্ছে না। এক কাজ করেন, আপনারটাতে এ্যারো চিহ্ন দিয়ে দেন; আমাদের বুঝতে সুবিধা হবে!!!
০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: এর থেকে তাজা মছ বাড়িতে আনা সম্ভব নয় ।কারন বাজার মোটামুটি দূরে তারপরও নদী থেকে তোলার পর ভোরবেলা গিয়ে মাছ আনা হয়েছে।
মোবাইলে শেষ ছবিটা আপলোড করার আগেই মেয়ে মোবাইল নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তাই ভুলে আম লিখতে গিয়ে আমি হয়ে গেছে। ধন্যবাদ ভালো থাকবেন।
৮| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৯| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: পোষ্টের শুরুতে ৩-৪ লাইন লিখে দিলে পোথম পাতায় দেখতে ভালো লাগে।
ছবি ব্লগ ভালো হয়েছে।
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১০| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৫:০২
সোনাগাজী বলেছেন:
কোন নদীর চিংড়ি?
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মেঘনা-গোমতী, কাঠালিয়া ও আরও শাখানদী রয়েছে আশেপাশে তাই মাছ কোন নদীর সেটা জানিনা।
১১| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৫:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ইউ আর রাইট।
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১২| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৫:২৫
বিটপি বলেছেন: মধুর কোন হাড়ি তো দেখলাম না!
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মিষ্টি জাতীয় কোন কিছুর ছবি এরিয়ে গেছি।
১৩| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি গত সপ্তাহে ঘুরে এলাম মুন্সিগঞ্জ । ছবি গুলো ভাল লাগল
০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
"শ্বশুর বাড়ি মধুর হাড়ি" বাক্যটি আর শ্বশুর বাড়িতে আপনার খাওয়ার বহর দেখে "আবুল" এর শ্বশুর বাড়ির আপ্যায়ন নিয়ে একটি করুন ঘটনা মনে পড়লো।
দীপকদের বাড়ীতে আবুল জমিতে কামলা খাটে। নতুন বিয়ে করেছে। তিনদিনের ছুটি নিয়ে প্রথম শ্বশুর বাড়ি গেলো সে। ফিরে এলে সবাই আবুলকে ধরে বসলো, কিরে আবুল, শ্বাশুড়ি নতুন জামাইরে কি কি খাওয়াইছে ? শ্বশুড় বাড়ীর বদনাম কিছুতেই করা যাবেনা তাই একগাল হেসে আবুলের উত্তর --- হউরে মুরহা ধাওয়াইল্লে, আন্ডা ভোনছে। ( অর্থাৎ আবুলের শ্বশুড় ঘরে পালা মুরগী ধরার চেষ্টা করেছিলো কিন্তু পারেনি বলে শ্বাশুড়ি ডিম ভুনা করে নতুন জামাইয়ের আপ্যায়ন করেছে।)
আপনি ভাগ্যবান।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। এদিক দিয়ে আমি ভাগ্যবান তাই শুকরিয়া আদায় করছি।
১৫| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শ্বশুর বাড়ি মধুর হাড়ি কাথাটি তো আর এমনি এমনি হয়নি।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: রাইট ।ধন্যবাদ।
১৬| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্বশুর বাড়ির এত্ত খাবার
কেমন করে করলেন সাবাড়?
আবুলের কথা মনে পরে
এসব কি সব আসছে ঘরে?
শ্বশুর বাড়ি যাবেন যখন
আশে পাশের সব তুলে নেন,
বাড়িতে যদি না ও আসে
খাইছেন বলে সবাইকে জানান।
শ্বশুর বাড়ির নাম ফাটিবে
আপনারও গব' হবে,
শ্বশুর বাড়ি মধুর হাড়ি
এ প্রবাদটি টিকে রবে!
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই প্রবাদ টিকে থাকুক। সুন্দর ছরার জন্য ধন্যবাদ।
১৭| ০৫ ই জুন, ২০২২ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: আইকম বাইকম তাড়াতাড়ি
যদু মাস্টার শ্বশুরবাড়ি !
শ্বশুর বাড়ি ভারী মজা
শ্বশুর ব্যাটার মাথায় বোঝা!
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছড়া শেয়ার করেছেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: চিংড়ি মাছেগুলো লোভনীয়।