নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
অনেকেই কাঁকরোল খাননা। বার হাত কাঁকরের তের হাত বিচী..... তো এই বিচীর জন্য অনেকে কাঁকরোল পছন্দ করেননা।
আবার যারা খান তারা তরকারি বা ভাজি করে খেয়ে থাকেন। তো আজকে আমার নিজের আবিস্কৃত একটি রেসিপি শেয়ার করছি। অবশ্যই ট্রাই করবেন আশা করি টেস্ট পাবেন।
প্রথমে ১/২ পিস তেলাপোয়া মাছ ও ৫/৬ টি কাঁকরোল ছোট করে কেটে হালকা হলুদ গুড়া ও লবনি দিয়ে সিদ্ধ করে নিন।
এরপর ভালমত সেদ্ধ হয়ে গেলে মাছের কাটা বেছে ব্লান্ডার করে ফেলুন।
ব্লান্ডার করার সময় পানি দিয়ে পাতলা করে ফেলবেননা।
এবার কড়াইতে তেল গরম করে পেয়াজ কুচি দুটি কাচা মরিচ ফাড়া ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন । পেয়াজ ভাজ হয়ে যাওয়ার আগে হলুদ, মরিচ ও ধনে গুড়া দিন । পানি ও লবন পরিমান মত দিন। ঘন ঘন নাড়তে থাকনু। এবার জিড়াগুড়া দিন। শুকনা হয়ে গেলে উঠিয়ে ফেলুন।
ভাতের সাথে দারুন লাগে। আমি অবশ্য বেশি করে করেছি যাতে দুদিন খেতে পারি।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রিয় সবজী নিয়ে রেসিপি ট্রাই করবেন নিশ্চয়। ধন্যবাদ।
২| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৭
আখেনাটেন বলেছেন: সুন্দর রেসিপি......।
সবজির মধ্যে এই একটি সবজি কেন যেন আমার ভালো লাগার তালিকাই নেই। এর কারণ মনে হয় গায়ে সজারুর মতো কাঁটার জন্য।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মিশরীয় সম্রাট একবার ট্রাই করবেন তারপর আশা করি তালিকায় জায়গা করে নেবে।
ধন্যবাদ।
৩| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাকরোল আমার পছন্দের একটা সবজি। তবে এভাবে খায়নি কখনো। খলিশা মাছের তরকারি খেয়েছি কাকরোল দিয়ে।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনার পছন্দের সবজির রেসিপি দিলাম। ভাবীকে বলবেন অবশ্যই রাধতে। আমি এখন প্রতিবছর এক বার করে এভাবে খাই। ধন্যবাদ।
৪| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আখেনাটেন বলেছেন: সুন্দর রেসিপি......।
সবজির মধ্যে এই একটি সবজি কেন যেন আমার ভালো লাগার তালিকাই নেই। এর কারণ মনে হয় গায়ে সজারুর মতো কাঁটার জন্য।
ছোটবেলায় আমিও খেতে চাইতাম না।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গায়ে কাটা থাকলেও কাঁকরোলের ফুল ও কাঁকরোল কিন্তু দেখতে খুব সুন্দর সবজি। চাক চাক করে তেলে ভাজলেও খেতে মজা লাগে।
৫| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: পাতলা পাতলা করে চাক চাক কেটে মাঝ দিয়ে আবার টুকরা করে এক রকম অল্প তেলে ঝালে লবনে একবার কাকরোল ভাঁজি খাইয়েছিলো আমার নানু।
এক দুপুরে গিয়েছিলাম তার বাসার নানু সেই কাকরোল ভাঁজি দিয়ে কাঁচাপানিতে বানানো বড় বড় রুটি খাচ্ছিলো। আমাকে দেখে বললো খাবি? আমি বললাম এটা আবার কেমন ভাঁজি। নানু বললে খেয়েই দেখ।
সেই স্মৃতি সেই স্বাদ আর ভোলা হলো না।
সেই রকম আর কখনও হলো না। আমিও পারলাম না।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে কোন কোন খাবার এরকই। বিশেষ একজনের হাতেই মজাদার হয়। অন্যরা যতই করুক সেই রকম আর হয়না। পুরাতন স্মৃতি শেয়ারে ধন্যবাদ।
তা আছেন কেমন। আপারে ব্লগে দেখা যায়না। রেসিপির ঘ্রানে কি চলে এলেন নাকি।
ভার্চুয়াল তাসনিম ভাই তার এক পোস্টে আপনারে স্মরণ করছেন।
৬| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: গুলজারের মোড়ে একটা হোটেল আছে। চকমালঞ্চ যেখানে ১৬ রকমের সবজি পাওয়া যায়। খেয়েছেন ওখানে কখনো?
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না। একদিন তাহলে চকমালঞ্চতে খেতে হবে।
ধন্যবাদ।
৭| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ভাই কাঁকরোল ভাঁজি ছাড়া পোষায় না কিছুতেই, সেদিন সেদ্ধ করে ভর্তা করে দিলাম আপনার ভাইয়া কে সাথে মিষ্টি কুমড়ার ভর্তা। সে বলে কাঁকরোল ভর্তা নাকি মুখের স্বাদ নষ্ট করে দিলো।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার রেসিপি ফলো করুন। খেয়ে ভাই বলবে সত্যি অনেক মজার খাবার। ধন্যবাদ।
৮| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমিও খুব একটা পছন্দ করি না। তবে দেখতে বেশ লাগে। আপনার রেসিপি ভালো হয়েছে।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। একবার অত্যন্ত ট্রাই করবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৪
জুল ভার্ন বলেছেন: আমি সব্জী প্রিয় খাদক। লতাপাতা সিদ্ধ করে দিলেই গোগ্রাসে খাই। কাকরোল আমার অন্যতম প্রিয় সব্জী।