নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা ভালো দিতে পারছি না এই স্বপ্নই কেন বারবার ঘুরে ফিরে আসে

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬




এখন চলছে এসএসসি পরীক্ষা। আমার এক খালাতো ভাই পরীক্ষা দিচ্ছে। আর রাতে কিনা আমি স্বপ্নে দেখলাম আমার পরীক্ষার রোল নম্বর ৬৯ । হলে ঢুকে সবাই যার যার সিটে বসে পড়েছে কিন্তু আমি আমার সিট খুঁজে পাচ্ছি না । ৬৮ পর্যন্ত রোল নাম্বার কলা ভবনে পরীক্ষা হলেও ৬৯ নম্বর থেকে শুরু হয়েছে বিজ্ঞানভবনে। বিজ্ঞান ভবন কলাভবন থেকে অনেক দূরে। হাতে সময় নেই তাই রিক্সা নিয়ে দ্রুত বিজ্ঞান ভবনে ছুটলাম।

বিজ্ঞান ভবনে পৌঁছে আমার সিটে বসতে বসতে এদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই আমি টেনশনে হাত পা কাপছে । তাই পরীক্ষা ভালো দিতে পারছি না।

জীবনে বহুবার এরকম স্বপ্ন দেখেছি। যতবারই পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখেছি, ততবারই আমি পরীক্ষা ভালো দিতে পারছি না কিংবা ভালো লিখতে পারছি না কিংবা সবই কমন পরেছে কিন্তু লেখা কিছুতেই আসছে না কিংবা সিট খুঁজে পাচ্ছি না।

কেন বারবার এই ধরনের স্বপ্ন দেখি বুঝি না। পরীক্ষা নিয়ে ভাবার কারণে কি স্বপ্নে এই ব্যাপারটা চলে আসে ! অন্য কেউ পরীক্ষা নিয়ে আমার মত স্বপ্ন দেখে কিনা সেটা জানার চেষ্টা করেছি। আমি আমার বোন ও ওয়াইফ ও পরিচিত দু্ই একজনকে প্রশ্ন করেছিলাম তারাও বলেছে, তারাও পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখেছে এবং তারাও পরীক্ষা ভালো দিতে পারিনি।

তাহলে কি অধিকাংশ মানুষই স্বপ্নে পরীক্ষা ভালো দেয় না কিংবা লিখতে পারেনা, সিট খুঁজে পায়না, সবাই খাতা জমা দিয়ে দিচ্ছে আর এদিকে খাতা অর্ধেকও ভরেনি, টাইম মত হলে পৌছানো যায়নি...........। ব্লগারদের মধ্যে কারা এই স্বপ্ন দেখেন জানাবেন।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: আমার যতদুর মনে পড়ে পরীক্ষা নিয়ে আমি কোন দিন স্বপ্ন দেখি নি । কারণ পরীক্ষা নিয়ে আমি টেনশন করতাম না বললেই চলে । পরীক্ষা সব সময়ই আমার ভালই হয়েছে । টেনশন করতাম না বলেই হয়তো না ঐ সংক্রান্ত স্বপ্ন দেখতাম না ।

তবে একটা স্বপ্ন আমি মাঝে মাঝে দেখি। সেটা হচ্ছে আমি দৌড়াচ্ছি, কী কারণে দৌড়াচ্ছি সেটা অবশ্য মনে থাকে না তবে দৌড়াচ্ছি । কিন্তু কিছুতেই সামনে এগোতে পারছি না । এটা এখনও আমি প্রায়ই দেখি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ অপু ভাই। এখন প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট স্বপ্নই কেন দেখে মানুষ বার বার। যেমন আপনি দৌড়ের স্বপ্ন দেখছেন-দৌড়ে এগোতে পারছেন না ?

এভাবে একেক জন একেক রকম একই স্বপ্ন দেখে আসলে জীবন বড় বিচিত্র।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরীক্ষা নিয়ে আমি স্বপ্ন দেখিনি। তবে কত হাবিজাবি স্বপ্ন দেখি
যা দেখার নয় তাই দেখি :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনি কোন স্বপ্নটা বেশি দেখেন মানে একই স্বপ্ন যেটা বারবার দেখেন ?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: আসলে এখনও এই ব্যাপারে কোন যুক্তিযুক্ত ব্যাখ্যা দাড় করানো যায় নি । তবে একটা সাধারণ ব্যাখ্যা হচ্ছে মানুষ তার বাস্তব জীবনে যা নিয়ে বেশি টেনশন করে যেটা ভয় পায় তেমন কিছুই স্বপ্নেই ফিরে ফিরে আসে । বিশেষ করে আমাদের সাবকনসাস মাইন্ড আমাদের অগোচরেই যেটা নিয়ে বেশি ভাবে সেটাই স্বপ্নে দেখা দেয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশেষ করে আমাদের সাবকনসাস মাইন্ড আমাদের অগোচরেই যেটা নিয়ে বেশি ভাবে সেটাই স্বপ্নে দেখা দেয়।
- এটাই আসল কথা। ভালো থাকুন। ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

ককচক বলেছেন: এই প্যাটার্নের স্বপ্ন আমি প্রায়ই দেখি। পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায়, প্রবেশপত্র নিতে ভুলে যাই, উত্তর জানা স্বত্তেও লিখতে পারিনা। এই স্বপ্নের সাথে রিয়েল লাইফের পরীক্ষার সম্পর্ক খুবএকটা নেই। আমি খেয়াল করেছি, হতাশা বা মানসিক চাপে থাকলে আমি এই প্যাটার্নের স্বপ্ন দেখি।
তাছাড়া রেললাইনে আটকে যাওয়া, এবং শেষে কোনরকম প্রাণ বাচানোর স্বপ্নও আমার ক্ষেত্রে কমন। মাঝেমধ্যে এমনও হয়, গ্রামীণ খোলা মাঠে নিশ্চিন্তে হাটছি। হঠাৎ দেখি সামনে রেললাইন, ক্রস করার চেষ্টা করতেই দেখি সামনে ট্রেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই রিয়েল লাইফে আমি পরীক্ষা ভালই দিতাম রেজাল্টও ভাল করতাম কিন্তু স্বপ্ন দেখতাম লিখতে পারছিনা।

তার মানে মানুষ ভেদে একেক জন একেকটা কমন স্বপ্ন দেখে।

ভাল থাকুন ভাই। ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

ককচক বলেছেন: জ্বী, আমি স্বপ্ন নিয়ে সবসময়ই আগ্রহী ছিলাম। এবং অনেকের সাথে কথা বলে এটা নিশ্চিত যে প্রতিটি মানুষই কমন কিছু স্বপ্ন দেখে। ব্যক্তিগত জীবনের দুশ্চিন্তা বিষাদ হতাশা সেই স্বপ্নে থাকে।

আমার এক আংকেল, প্রায়ই স্বপ্নে দেখেন তিনি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছেন, পথ খুজে পাচ্ছেন না।
তিনি বয়স্ক মানুষ, মোল্লার পানিপড়া, তাবিজ কবজ করেও সমস্যার সমাধান পাচ্ছিলেন না। আমি তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করে বুঝলাম, তিনি বেশি কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকেন। ছেলেটা ঠিকমতো পড়ালেখা করছে না, মেয়েটার বিয়ে দিতে হবে। আর্থিক সমস্যাও আছে৷ আসলে তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। স্বপ্নে হারিয়ে যাওয়া এবং পথ খুজে না পাওয়ার সাথে তার ব্যক্তিগত জীবনের দুশ্চিন্তার মিল ছিলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বপ্ন নিয়ে ভাবতে আমারও বেশ ভাললাগে।

আগে আল্লামা ইবনে সীরীনের স্বপ্নের তারিব বেইটা দেখে অনেক স্বপ্নের অর্থ জানার চেষ্টা করতাম। বইটা কিভাবে যেন হারিয়ে গেল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


নাহ, এমন স্বপ্ন কখনো দেখিনি। আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবসময় ১-১০ মধ্যে রুল নম্বর থাকতো।ধন্যবাদ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পরীক্ষা ভালো দিতে পারছি না এই স্বপ্নই কেন বারবার ঘুরে ফিরে আসে
এই স্বপ্ন দেখেনাই এমন কোনো ছাত্র নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা না হয় মানলাম-ছাত্র মানেই পরীক্ষার স্বপ্ন দেখে। গত এক যুগ ধরেতো আমি আর ছাত্র নেই। তবুও কেন সেই স্বপ্ন পিছু ছাড়েনা।

ধন্যবাদ ভাই।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অনেক আগেই ঐপাট চুকিয়েছি। তবুও কয়েক বার আমি একটি স্বপ্ন দেখেছি, এখনো কদাচ দেখি।
মাস্টার্স পরীক্ষার মান উন্নয়নের জন্য পরীক্ষায় বসেই বুঝে পারছি, উন্নয়ন দূরের কথা, ফেল করবো।
অথচো আমি মস্টার্সে ফাস্ট ক্লাস পাওয়া লোক। এর পরে কিসের মান উন্নয়ের চেষ্টায় স্বপ্ন দেখি কে জানে!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে সব স্বপ্ন রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়।

ধন্যবাদ, ভাল থাকুন।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , কি আশ্চর্য !!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি এখনো মাঝে মাঝে স্বপ্নে এস এস সি পরীক্ষা দেই । বরাবরই পরীক্ষা খারাপ হয় এবং এস এস সি পাস কখনো করতে পারিনা আর তাই বাপজান বাড়ী থেকে বের করে দেন।

এর থেকে কিভাবে ভাই মুক্তি পেতে পারি?

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুক্তি পাওয়ার আর দরকার কি ? বাস্তবেতো কবেই এস এস সি পাস করে ফেরেছেন। এটা আপনার কমন স্বপ্ন এটা থেকে বের হতে পারবেননা। ভাল থাকুন । ধন্যবাদ।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

জুল ভার্ন বলেছেন: জীবনের কোনো পরিক্ষাকেই আমি নুন্যতম গুরুত্ব সহকারে নেইনি। ক্লাসের পরিক্ষায় ইনস্ট্যান্ট যা পেরেছি লিখেছি- ফলাফল নিয়ে কোনো প্যানিক ফিল করিনি। পেশাগত জীবনেও সবকিছুই স্বাভাবিক ভাবে নেই। ভালো কিম্বা মন্দ দুটোই স্বাভাবিক ভাবে নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। পরীক্ষার বিষয়টা কি আপনি বারবার স্বপ্নে দেখেন?

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

অপ্‌সরা বলেছেন: আমি দেখি বারবার কলমে কালি শেষ হয়ে গেছে !!! হা হা হা এখন কলম কই পাই!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহারে কলমের কালি শেষ হয়ে গেলে তো বিপদ। এক কলিককে জিজ্ঞেস করলাম সে এই জাতীয় স্বপ্ন দেখে কিনা ? সে জানালো - আপনি তো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারেন আমি তো ঘর হতেই বের হতে পারি না । হয় জামা খুঁজে পাই না নয়তো এডমিট কার্ড খুঁজে পাই না।

ধন্যবাদ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩

নতুন বলেছেন: আপনি হয়তো কোন জিনিস নিয়ে দ্বিধার মাঝে আছেন, আপনার সচেতন মনে আপনি মনে করছেন আপনি জিনিসটা পাবেন, কিন্তু হয়তো অবচেতন মনে একটু দ্বিধা আছে যে ঐ খেত্রে হয়তো আপনার প্রস্তুুতি পযাপ্ত না। B:-/

আমি স্বপ্ন কম দেখি।

কয়েকদিন আগে দেখলেম আমার একটা মাড়ির দাত নড়ছে, একটু নাড়া দিতেই পড়ে গেলো।

যদিও কয়েকদিন ধরে চোয়ালে ব্যাথা করছে, আর আগে একবার একটা মাড়ীর দাত তুলার কথা মনে করেছিলাম ঐ রাতে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতেও পারে। কারণ মানুষ যা নিয়ে বেশি ভাবে সেটাই আবার স্বপ্ন দেখে। ধন্যবাদ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়ালেখা পরীক্ষা ভালো লাগেনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছাত্র জীবন মানেই পরীক্ষার যন্ত্রনা। এখন মুক্ত তবুও মনে হয় সেদিনগুলো ভালো ছিল।ধন্যবাদ।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৩

রানার ব্লগ বলেছেন: আমাদের শিক্ষা ব্যাবস্থার কারনে। পরিক্ষা পরিক্ষার হল এইসব বিষয় আমাদের মাথার মধ্যে একপ্রকার ভিতি আমাদের পূর্বসূরিরা ঢুকিয়ে গেছে যার ফলে এটা কেবল দুঃস্বপ্ন হিসাবেই বারবার ফিরে আসে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাও হতে পারে। সেই কবে মাষ্টার্স শেষ করেছি তবুও এখনও পরীক্ষা স্বপ্নর পিছু ছাড়ছেনা।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সিট খুঁজে না পাওয়া আমার কমন রোগ। নিবন্ধনের রিটেন দিতে গিয়ে, রেলের পরীক্ষা দিতে গিয়ে এমন হয়েছে। পরীক্ষা খারাপ দেই কিন্তু খারাপ দেওয়ার স্বপ্ন দেখি না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন। পরীক্ষার স্বপ্ন না দেখাই ভাল তত্যন্ত খারাপ পরীক্ষার।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮

সোনালি কাবিন বলেছেন: আমি ঘুমাই-ই কম, স্বপ্ন দেখব কী?

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কম ঘুম, কম স্বপ্ন। ধন্যবাদ।

১৭| ০৭ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: মনোবিদ্যা বিশেষজ্ঞরা হয়তো আপনার এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তবে আমার মনে হয় ছাত্রজীবনে হয়তো আপনার পরীক্ষা নিয়ে কোন আতঙ্ক বা ফোবিয়া ছিল।
পরীক্ষা নিয়ে আমিও মাঝে মাঝে স্বপ্ন দেখতাম। দেখতাম, ফাইনাল ঘণ্টা বাজার সময় ঘনিয়ে আসছে অথচ আমি লেখা সন্তুষ্টির সাথে শেষ করতে পারিনি। আমি দ্রুত লিখেই চলেছি, লিখেই চলেছি... । তবে স্বস্তির কথা, খাতা জমা দিয়ে মনে হতো, যা লিখেছি, ভালোই লিখেছি! :)

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন জনাব। পরীক্ষা নিয়ে ওরকম ভয় কিংবা খুব আতঙ্ক আমার কখনোই ছিল না। পরীক্ষাও আমার সব সময় ভালই হতো। কিন্তু স্বপ্নে কেন যে পরীক্ষা ভালো দেখতাম না কে জানে। আপনার স্বপ্নের কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.