| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ফুটবল অনিশ্চয়তার খেলা। ক্রোয়েশিয়াকে অতিরিক্ত খেলার শেষের দিকে ব্রাজিল গোল দিয়ে ডিফেন্সিফ না খেলার কারনে ক্রোয়েশিয়া শেষ মূহুর্তে গোল পরিশোধ করে। ১-১ গোল সমতা সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
ট্রাইবেকার মানেই একদলের স্বপ্ন ভঙ্গ। আর ক্রোয়েশিয়া ট্রাইবেকার স্ট্রং। এর আগে জাপানকে ট্রাইবেকারে হারিয়ে তারা বেশ উজ্জীবিত। ভাগ্য আর ট্রাইবেকার নাটকে পরাশক্তি ব্রাজিলের বিদায় ঘন্টায় বিশ্বের প্রায় অর্ধেক মানুষ হতাশায় নিমজ্জিত হয়। মাঠে নেইমারাদের কান্না হৃদয় ছুঁয়ে যায়।
কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে এক গোলে হারিয়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলো মরক্কো। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামে দু'দল। প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে পর্তুগাল ও মরক্কো। ম্যাচের ৪২ মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন এন-নেসিরি। তার দেওয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল। তবে শেষমেশ পর্তুগালকে সেই সুযোগ না দিয়ে গোল ইতিহাস গড়ে শেষ চারে পা রাখে মরক্কো। অপর দিকে কান্নায় শেষ হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ।
আফ্রিাকান ও মুসলিম দেশ হিসেবে ফেমিতে উঠে নতুন ইতিহাস রচনা করে মরক্কো। মরক্কোর হাতে বিশ্বকাপের ট্রফি উঠলে সেটা অঘটন হবেনা। বরং বলা যায় মরক্কো যোগ্যতা দিয়েই উঠে এসেছে যা আরও নতুন স্বপ্নের হাতছানি দিচ্ছে।
গতকাল রাতের অপর খেলায় হাড্ডা হাড্ডি লড়াই হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তবে পরিশ্রমের পরেও ভাগ্য সদয় নেই ইংল্যান্ডর পক্ষে। ফ্রান্স ০১ গোলে এগিয়ে থাকলে পেনাল্টি থেকে সমতা ফেরান ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। কিন্তু অপর পেলান্ডির সুযোগ নষ্ট করে ইংল্যান্ড ফলে ২-১ গোলে এগিয়ে যায় এমবাপ্পের ফ্রান্স। হতাশায় বিদায় নেয় ইংল্যান্ড।
শেষ চারে কে হাসে সময়ই তা বলে দেবে।
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। এখন বাকি আছে মেসি । দেখা যাক তার ভাগ্যে কি আছে। ধন্যবাদ।
২|
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১
ফুয়াদের বাপ বলেছেন: খেলার যাদুর দিক থেকে ফ্রান্স অনেক এগিয়ে মরক্কোর চাইতে। তবু প্রত্যাশা করবো যেনো মরক্কো ফাইনালে উঠে। আর বিশ্বকাপ বিজয়ী হলে তো ফুটবল বিশ্বের সর্বকালের সেরা চমক হবে।
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফ্রান্স অনেক এগিয়ে তা সবায় মানে। কিন্তু ফুটবলে অনিশ্চয়তা ভরপুর। পরিশ্রম আর ভাগ্য মিলে মরক্কো ফাইনালে উঠলে ও ট্রফি জিতলে তেমন অবাক হওয়ার কিছু থাকবে।
আর বিশ্বকাপ বিজয়ী হলে তো ফুটবল বিশ্বের সর্বকালের সেরা চমক হবে।- সহমত। ধন্যবাদ।
৩|
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৯
জুল ভার্ন বলেছেন: খুব ভালো লাগছে যে, মরক্কো ভালো খেলেই সব ম্যাচ জিতেছে। ল্যাটিন আমেরিকা, ইউরোপ থেকে এভাবেই এশিয়া, আফ্রিকা থেকেই একদিন বিশ্ব ফুটবলে যায়গা করে নিবে।
১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। সমমত।
৪|
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
মরক্কো চ্যাম্পিয়ন হলে অবাক হবে কেউ?
১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকেই হবে অনেকে হবেনা। ধন্যবাদ।
৫|
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
নেওয়াজ আলি বলেছেন: মরক্কো এগিয়ে যাক। কাপ জিততে ভালো হয়।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও তাই চাই।ধন্যবাদ।
৬|
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: আমি চাই এবার কাপ আর্জেন্টিনা নিক।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক আপনার চাওয়া পূরণ হয় কিনা ।ধন্যবাদ।
৭|
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৬
কামাল১৮ বলেছেন: মরক্কো খেলে জিতেছে।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই। ধন্যবাদ।
৮|
১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৯
বিটপি বলেছেন: মরক্কো ফ্রান্সের সাথে পেরে উঠবেনা। তাদের স্ট্র্যাটেজি এখন সবার কাছে ওপেন সিক্রেট। আমি মনে করি, ২০১৮ সালের ফাইনালের পুনরাবৃত্তি হবে। মানে ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল হবে এবং এবার খুব জোরদার সম্ভাবনা আছে ক্রোয়েশিয়ার চ্যাম্পিয়ন হবার।
তবে মরক্কো সেমিতে উঠে এশিয়ার চেয়ে এগিয়ে নিল আফ্রিকাকে। প্রথম আশিয়ান দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া ২০০২ সালে সেমিফাইনাল খেলেছিল। এবার প্রথম আফ্রিকার দেশ হিসেবে মরক্কোর হবে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে জানে মরক্কো জিততেও পারে। ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল খেলার সম্ভাবনা বেশি আমার ও তাই মনে হয়।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: হেরিকেন নিভে গেল। নেইমারে আর কোন মার নেই। রোনালদো বিশ্বকাপ থেকে গো। ডাচ রূপকথার পরিসমাপ্তি ঘটলো। দেখা যাক সামনে কি হয়।