নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

স্কাই ডাইভিংয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টায় সফল বাংলাদেশের আশিক চৌধুরী

২৭ শে মে, ২০২৪ দুপুর ১২:০৬




দেশে এখন চলছে ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডব। তার মধ্যেই সুখবর এলো যুক্তরাষ্ট্র থেকে-

বিশ্ব রেকর্ড গড়তে ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিলেন বাংলাদেশের আশিক চৌধুরী। বাংলাদেশের লাল–সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি। ৪ হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাস্যুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক।

সফলভাবে নেমে আসার পর প্রথম আলোকে আশিক চৌধুরী বলেন, ‘কাজটা ঠিকঠাকভাবে করতে পেরে আমি খুব নির্ভার বোধ করছি। আশা করি দেশের জন্য বড় একটা রেকর্ড হবে।’

গতকাল যুক্তরাষ্ট্রের মেমফিসের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বিমান থেকে লাফ দিলেও তারও এক ঘণ্টা আগে আকাশে উড়েছিলেন আশিকরা। এই সময়টা শরীর থেকে সব নাইট্রোজেন অপসারণের জন্য অক্সিজেন মাস্ক পরে তাঁকে বিমানে বসে থাকতে হয়েছে।

আশিক চৌধুরীর এই উদ্যোগের নাম ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ’। সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভাঙবেন তিনি। তাঁর এই প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা করছে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি। সহযোগী হিসেবে আছে প্রথম আলো।

ভিডিও


তথ্য প্রতিবেদন-প্রথম আলো।
ছবি-https://chattolarkhabor.com/

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৪ দুপুর ১২:৩০

শেরজা তপন বলেছেন: 31.333 kilometres (102,800 ft) Joseph Kittinger 16 August 1960
38.969 kilometres (127,850 ft) Felix Baumgartner 14 October 2012
41.419 kilometres (135,890 ft) Alan Eustace 24 October 2014

বাঙ্গালীর এমন রেকর্ড দেখেই সন্দেহের বশে স্কাই ডাইভিং এর রেকর্ড ঘেটে দেখলাম ওদের নাম। আপনি শুধু প্রথম স্কাই ডাইভারের ভুমি থেকে উচ্চতা ও লাফ দেবার সালটা দেখেন? তবে ইনি বলছেন, ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ’ উনি ফ্লাগ নিয়ে লাফ দিয়ে রেকর্ড ভেঙ্গেছেন!!! :) :)
কত কিসিমের রেকর্ড যে আল্লার দুনিয়ায় আছে। আর গিনিজ বুক ও বসে আছে সার্টিফিকেট নিয়ে।

২৭ শে মে, ২০২৪ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের পতাকা নিয়ে যদি রেকর্ড হয় তবে মন্দ কি ? ধন্যবাদ তথ্য শেয়ারে।

আর গিনিজ বুকতো কবে, কখন, কিভাবে রেকর্ড করছে সেটার জন্য বসেই আছে সার্টিফিকেট নিয়ে।

২| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:৪০

জ্যাক স্মিথ বলেছেন: নেক্সটে আমি ৫০ হাজার ফুট উপর থেকে ডাইভ দিয়ে আশিক চৌধুরী রেকর্ড ভঙ্গ করবো। B-)

২৮ শে মে, ২০২৪ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তখন দেশ তো বটেই ব্লগবাসী হিসেবে আলাদা গর্ব অনুভব করবো। ধন্যবাদ।

৩| ২৮ শে মে, ২০২৪ সকাল ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: ৪১,০০০ ফুট যা-তা কথা না। অবশ্যই বিশেষ অর্জন। তবে এটাকে বিশ্বরেকর্ড বলাতে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে।

২৮ শে মে, ২০২৪ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই সাহসের ব্যাপার। বিশ্বরেকর্ড না হলেও দেশের জন্য বিরাট অর্জন। ধন্যবাদ।

৪| ২৮ শে মে, ২০২৪ সকাল ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো কিছু অর্জনের সাথে বাঙালির নাম যুক্ত হওয়াটাই গর্বের, হোক তা ১ম, কিংবা ১০ম। আশিক চৌধুরীর জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।

মিস্টার জ্যাকের জন্যও অভিনন্দন ইন অ্যাডভান্স :)

২৮ শে মে, ২০২৪ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অভিনন্দন আশিক চৌধুরীর জন্য যিনি দেশের সুনাম বয়ে এনেছেন। ভাল থাকুন।

৫| ২৮ শে মে, ২০২৪ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: সাহস আছে বটে।

২৯ শে মে, ২০২৪ সকাল ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাহসী যুবক। ধন্যবাদ।

৬| ২৮ শে মে, ২০২৪ দুপুর ২:৪০

নতুন বলেছেন: অভিনন্দন।

২৯ শে মে, ২০২৪ সকাল ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন। ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০২৪ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: শ্বাসরুদ্ধকর, ঈর্ষণীয় সাফল্য!
আশিক চৌধুরীর জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো।

৩০ শে মে, ২০২৪ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। অভিনন্দন আশিক চৌধুরী-কে। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.