নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টি তার সীমাহীন,বিশালতা তার আকাশে।গভীরতা তার সাগরে,সপ্ন তার অন্তরে হাসতে চাই জয় এর হাসি।দেখাতে চাই বেঁচে থাকার সপ্ন,অস্তিত্ব তার শিকরে, তার আপন মনের গহীনে......

মো: সাকিব হাসান

মো: সাকিব হাসান › বিস্তারিত পোস্টঃ

প্যারাডক্স এর ইতিবৃত্ত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

সহজ কথায় বিভ্রান্তি, যার উৎপত্তি প্রাচীন গ্রীসে।
প্যারাডক্স বা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিলো ভ্রান্তি দূর করার জন্য।
প্যারাডক্স মুলত একই বৃত্তে বারবার আবর্তন করার মতোই একটা ব্যাপার।
যেমন ধরুন আমরা সক্রেটিস এর গ্রেট প্যারাডক্সটি নিয়ে যদি ভাবি তাহলে দেখুন,
সক্রেটিস বলেছেন,
"I know that, I don't know anything"
এটার মানে হচ্ছে,
আমি জানি যে, আমি কিছুই জানিনা।
এবার এই কথাটা নিয়ে খানিকটা ভাবুন,
উনি বলেছেন তিনি জানেন যে তিনি কিছুই জানেন না কিন্তু তিনি এই ব্যাপারটি জানেন যে তিনি কিছুই জানেন না সুতরাং তার কথাটি পুরোপুরিভাবে সত্যি নয় আবার আপনি মিথ্যাও বলতে পারেন না।
এটাই প্যারাডক্সের একটি আদর্শ উদাহরন।
নিচে আরো কয়েকটি প্যারাডক্স দেওয়া হলো, প্যারাডক্স গুলো কমপক্ষে তিনবার করে পড়ুন। একবার পড়লে জট পাকিয়ে যাবেন।
১। হ্যা-না প্যারাডক্সঃ ধরুন ,আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যা অথবা না দিয়ে। এবং প্রশ্নটা হলঃ " আপনি কি এই প্রশ্নের উত্তরটা না দিয়ে দিবেন? "
এখন আপনি যদি উত্তর দিতে চান 'হ্যা' তাহলে কি দাড়ালো...আপনার উত্তর দেয়ার কথা ছিলো 'না ' দিয়ে , আপনি কিন্তু হ্যা দিয়ে উত্তর দিয়েছেন।আবার আপনি যদি 'না' দিয়ে উত্তর দিন , তো তখনও কিন্তু ঝামেলা হচ্ছে, কারণ আপনি বলতে চেয়েছেন যে আপনি না দিয়ে উত্তর দিবেন না, কিন্তু আসলেই আপনি না দিয়েই উত্তর দিয়েছেন।
কি কনফিউজড...? আচ্ছা পরের টা দেখা যাক...
২। নগররক্ষী ও আগন্তুক প্যারাডক্সঃ একটা শহরে এক অদ্ভুত আইন আছে!! সেখানে কেউ এলেই নগররক্ষী জানতে চায়, কেন সে শহরে এসেছে? জবাব ভুল হলে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে ফাঁসি। একবার এক
আগন্তুক এলেন ওই শহরে। যথারীতি তার এখানে আসার কারণ জানতে চাইলেন নগররক্ষী। আগন্তুক জবাব দিলেন তিনি ফাঁসিতে ঝুলতে এসেছেন। মহা সমস্যায় পড়ে গেলেন নগররক্ষী
যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে আগন্তুকের কথাই সত্যি হয়ে গেল। কিন্তু সত্যি কথা বললে কেউ ফাঁসিতে ঝুলতে পারে না। আবার যদি আগন্তুককে ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে নগরের নিয়ম ভঙ্গ হয় আর লোকটার জবাবও মিথ্যা হয়ে যায়।
৩। সক্রেটিসের প্যারাডক্সঃ সক্রেটিস বলেছিলেন , "আমি কিছু জানি না" এটাও একটা প্যারাডক্স। কেউ যদি কখনো বলে আমি কিছুই জানি না, সেটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ সে যে কিছু জানে না, সেটাও তো একটা জানা। প্যারাডক্সের এটাই সবচেয়ে বড় উদাহরণ।প্যারাডক্স মানে পরস্পরবিরোধী বক্তব্য।
৪। সত্যবাদী-মিথ্যাবাদী প্যারাডক্সঃ কেউ যদি বলে, " আমি আমার জীবনে কোনদিন সত্যি কথা বলি নাই " এটাও প্যারাডক্স। কারণ, যদি সে সত্য না বলে তাহলে তার এই কথাটাও মিথ্যা। আবার এই কথাটা মিথ্যা হলে সে সত্যবাদী... আবার মিথ্যাবাদী...সত্যবাদী...মিথ্যাবাদী...গোলমাল...
৫। নাপিতের প্যারাডক্সঃ "এক গ্রামে একজন নাপিত ছিল। সে ঐ গ্রামের মধ্যে যারা নিজেদের দাড়ি কাটতে পারত না, শুধু তাদের দাড়ি কাটত। কিন্তু তার নিজের দাড়িও সবসময় কামানো থাকত, কিভাবে?" এখানে।। সমস্যা হল, নাপিত যদি নিজের দাড়ি নিজে কাটে তাহলে , এই প্রপোজিশন অনুযায়ী...সে দাড়ি কাটতে পারে না... আবার যদি সে দাড়ি কাটতে না পারে্‌, তাহলেই কেবল নিজের দাড়ি কাটতে পারবে... কনফিউজিং...
৬। " সাপ ও লেজ প্যারাডক্সঃ একটা সাপ যদি নিজেকে লেজের দিক থেকে খাইতে শুরু করে তাহলে কী হবে ?" এটার ব্যাখ্যা পাঠকের উপর ছেড়ে দিলাম... চিন্তা করুন...
৭। সত্য-মিথ্যা প্যারাডক্সঃ ধরুন একটি কার্ডের দুই দিকে নিচের বাক্য দুইটি লেখা আছেঃ
একদিকেঃ অপরদিকের বাক্যটি সত্য
অপরদিকেঃ অপরদিকের বাক্যটি মিথ্যা।
এটাও কিন্তু প্যারাডক্স। কারণ দুইটি বাক্যই কনফ্লিক্টিং...
৮। "কি ঘটবে যদি কোন অপ্রতিরোধ্য বস্তু একটি অনড় বস্তুকে আঘাত করে?"
.....আরকটু সরসভাবে যদি চিন্তা করিt "অ্যাভেন্জার" ফিল্মের থর তার হাতুড়ি (অপ্রতিরোধ্য শক্তি) দিয়ে ক্যাপ্টেন অ্যামেরিকার ঢালে ( অনড় বস্তু) আঘাত করে তাহলে কি ঘটবে। যদি ঢাল অনড় হয় তাহলে থরের হাতুড়ি অপ্রতিরোধ্য হতে পারে না, আবার হাতুরি অপ্রতিরোধ্য হলে ঢাল অনড় হতে পারবেনা।
৯। রেস্টুরেন্ট প্যারাডক্সঃ কেউ যদি বলে " ওই রেস্টুরেন্টে কেউ যায় না, কারণ ওটাতে সবসময় ভিড় থাকে" এটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ কেউ না গেলে ভিড় হয় কিভাবে? আবার ভিড় না থাকলে সবাই সেখানে যাবে, সবাই গেলে ভিড় হবে...ভিড় হলে কেউ যাবে না...যাবে ...যাবে না...আবার যাবে...
উপরের প্যারাডক্স গুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যার একটিকেও আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আর যদি সত্যি সত্যি কোনো প্যারাডক্স আপনি বিশ্লেষন করে ফেলতে পারেন তবে নিঃসন্দেহে ওটা প্যারাডক্স ছিলোনা।
প্যারাডক্স ব্যাপারটা যদি আরেকটু বুঝিয়ে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম,
ধরুন, আপনাকে একটা বড় মাপের গোলাকার বস্তুর ভেতর ঢুকিয়ে দেয়া হলো এখন আপনি যদি সেই গোলাকার বস্তুটির ভেতর অনরত হাটতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে পথ কখনোই শেষ হবেনা কারন আপনি ঘুরেফিরে একই জায়গায় বারবার আবর্তন করছেন।
উপরের প্যারাডক্স গুলো খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি ঘুরেফিরে একই জায়গায় ফিরে আসছেন,,,
সোজা কথায়
প্যারাডক্স= ইনফিনিটি*
এবার একটা উপদেশ দিচ্ছি,
প্যারাডক্স নিয়ে খুব ভাবাভাবি করবেন না কারন ভেবে এর কূল পাবেন না।
প্যারাডক্স ব্যাপারটিকে মজা হিসেবে নিন
ইচ্ছে করলেও আপনিও অনেক প্যারাডক্স বানাতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আমার বড় ছেলে পড়ে মজা পাবে

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "সাঁতার না শিখে তোমার জলের কাছাকাছি যাওয়া উচিত না" এটাও একটা প্যারাডক্স ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

মিরোরডডল বলেছেন: absolutely enjoyed though my head is spinning now:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.