![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানে গুণে মানে আচার- আচরণে চিন্তায় চেতনায় কাজে কর্মে সৃজনশীলতায় অতি দরিদ্র, এই আমি। অবাস্তব জগৎ নিয়ে ভাবতে ভালবাসি; কিন্তু মাঝেমধ্যে কঠিন বাস্তবতা নিয়েও ভাবতে হয়। স্বপ্ন দেখি আকাশসম কিন্তু তার বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা জানা নেই। দেশের অর্জনগুলো যেমন নিজেকে অহংকারী করে তোলে ঠিক তেমনি সমাজের বৈষম্য, নীতিহীনতা, শঠতা অনেক ভাবিয়ে তোলে এই মস্তিষ্ককে। ফেবু আইডি : Md Zidan Khan
এ আন্দোলনের মাধ্যমে হয়তো সাময়িক পরিবর্তন আসবে। কিন্তু এই পরিবর্তন যে টেকসই হবে না ; সেটা আমাদের সবারই বুঝার কথা। যেখানে রাষ্ট্রের মূল চালিকাশক্তি গণতন্ত্র আজ কারাগারে বন্দী সেখানে এ ধরনের শত আন্দোলনও সরকারের টনক নড়াতে পারবে না।
কোটা আন্দোলনের কথা কি মনে করিয়ে দিতে হবে? যখন এ যৌক্তিক দাবিটি এদেশের প্রতিটি মানব সত্তাকে আন্দোলিত করেছিলো ; করেছিলো একত্রিত। তখনই বলা হলো, ছাত্রসমাজ যদি চায় তাহলে দেশে কোনো কোটাই থাকবে না। ভাই, প্রশ্ন থাকলো দেশে কি কোটা আছে?? কোটা সংস্কারের সে বিজ্ঞাপন আছো চলছে কিন্তু প্রজ্ঞাপন আজো জারি হয় নি।
কোটা আন্দোলকারী ভাইদের উপর যেভাবে হামলা শুরু হয়েছিলো তার প্রতিফলন হয়তো স্কুল-কলেজের ছোট ভাইদের উপরও দেখতে পাবেন। ইতোমধ্যে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে মিরপুর-১৪ নম্বরে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কিছু যুবক হামলা করেছে।
যেখানে রাষ্ট্রীয় যন্ত্রগুলোর প্রধান কাজ চাটুকারিতা করে নিজের স্বার্থ রক্ষা। সেখানে এর থেকে বেশি কিছু আশা করাও বোকামী। একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক ধারাই পারে আমাদের মুক্তি দিতে। আর কোনো ৫ই জানুয়ারী সংগঠিত হলে এ ছাত্র সমাজকেই জেগে উঠতে হবে। তখন দরকার হলে নির্বাচনের দায়িত্ব পালন করে আবার এক নতুন অধ্যায়ের সূচনা করবো আমরা ছাত্রসমাজ।
সাগর-রুনির কথা কি মনে আছে? মনে করিয়ে দিলাম আবার।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০২
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই, গণতন্ত্র আমাদের মতপ্রকাশের স্বাধীনতা দেয়; অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার দেয়। কিন্তু এর কোনটাই আজ প্রতীয়মান না। যেখানেই কোনো প্রতিবাদ জানানো হয় সেখানেই রাষ্ট্রীয় প্রভাব তা থমকে দেয়। আজ দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র থাকলে যৌক্তিক দাবি আদায়ের জন্য এভাবে আন্দোলন করে যেতে হতো না; আন্দোলনকারীদের উপর এভাবে পুলিশি সহায়তায় হামলা চালানো হতো না।
২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
মায়াবী ঘাতক বলেছেন: প্রতিটি বক্তব্যর সাথেই একমত। আসলে সার্বিক কোন আন্দোলন না হলে এই সব বিচ্ছিন্ন কিছুতে সরকারের টনক নড়বে না।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৫
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: এক্ষেত্রে আমাদের মতো ছাত্রসমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে। মন্তব্যে ধন্যবাদ।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: ঘটনা যে কোন দিকে মোড় নিচ্ছে কিছুই বুঝতে পারছি না।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৭
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভাই, আমিও বুঝতেছি না। তবে ছোট ভাইরা নতুন কিছু করে দেখালো আমাদের ; অনেকটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলো স্বদইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব।
৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
ঢাবিয়ান বলেছেন: স্কুলের বাচ্চাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যোগদান অত্যন্ত জরুরী। বৃহৎ আন্দোলনের নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষেই কেবল দেয়া সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন নেই রাজপথে?
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: যথার্থ বলেছেন। প্রত্যেকেই তার অবস্থান হতে পাশে দাঁড়ানো উচিত। মন্তব্যে ধন্যবাদ।
৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
@ঢাবিয়ান ,
আপনি কি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি যোগদান করেছিলেন?
৬| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। পাশাপাশি ভাষার প্রতিও কিছুটা নজর দেয়ার অনুরোধ জানাই। আন্দোলন, ক্ষোভ সম্পূর্নভাবে যৌক্তিক, কিন্তু তাদের কিছু প্ল্যাক্যার্ডের ভাষা অতি নিন্মমানের এবং নিন্দনীয়। অসুন্দরকে সুন্দর বলার অবকাশ নেই। আন্দোলন চলুক দুর্বার গতিতে।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: অবশ্যই অশ্লীল স্লোগান এবং প্ল্যাকার্ড বর্জন করা হোক। মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
গণতন্ত্রটা কিভাবে কাজ করে, নাগরিক কিভাবে গণতন্ত্র থেকে উপকৃত হয়?