![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা ও তদারকির জন্য একটি 'কম্পোজিট ব্রিগেড' প্রতিষ্ঠার সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সেনাসদর নির্বাচনী পর্ষদের সভায় তিনি বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্যাটালিয়নের সমন্বয়ে এই 'কম্পোজিট ব্রিগেড' প্রতিষ্ঠা করা হবে।
বিভিন্ন ভৌত ও অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও বাস্তবমুখী অভিজ্ঞতা লাভের সুযোগ তৈরি করে দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “হাতিরঝিল প্রকল্প, বনানী ওভারপাস, জিল্লুর রহমান ফ্লাইওভার, পার্বত্য চট্টগ্রামে নির্মিত থানচি ও রুমা সেতু, মিরপুর-বিমানবন্দর সংযোগ সড়ক নির্মাণ কাজ সেনাবাহিনীর পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে।”
“সেই সঙ্গে সেনাবাহিনী জয়দেবপুর-মোমেনশাহী মহাসড়ক সম্প্রসারণের কাজ করছে। মেঘনা-গোমতী সেতু মেরামত কাজ সম্পন্ন করেছে”, যোগ করেন প্রধানমন্ত্রী।
দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপোড়েনে পদ্মা সেতু প্রকল্পের মূল অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংক বাদ পড়ার পর নিজস্ব অর্থায়নে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। এরপর এই বছরের শুরুতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেনাবাহিনীকে পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া নির্মাণের কাজ তদারকি করা ও নিরাপত্তা দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তাব দিয়েছে সেতু বিভাগ।
ঢাকা সেনানিবাসের সেনাসদর অফিসার্স মেসে এই সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
©somewhere in net ltd.