নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

সকাল হলেই চার সিটি কর্পোরেশন নিবাচন চলছে নানা সমিকর (না পড়লে মিস করবেন)

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৫







রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের ৬৫২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ হবে।



জাতীয় নির্বাচনের ছয় মাস বাকি থাকতে চার সিটি কর্পোরেশনের এই নির্বাচনকে প্রধান দুই রাজনৈতিক দলই গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রতি সিটিতে মেয়র পদে তিনজন করে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এবার প্রতিটি সিটির একটি করে ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বাকি সব কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপার ব্যবহার করে সনাতন পদ্ধতিতে।



আর নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ডের প্রায় ২০ হাজার সদস্য।



চার নগরীতে এই নির্বাচন পরিচানায় ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৮০ হাজার ৩০০ টাকা, যার মধ্যে ৭০ শতাংশই যাবে আইন-শৃঙ্খলা রক্ষায়।



নির্বাচন পরিচালনায় থাকবেন কমিশনের ১২ হাজারেরও বেশি কর্মকর্তা। আর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাড়ে ৬ শ’ পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।



রাজশাহী



# ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।



# ২০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৩৭টি, ভোটকক্ষ: ৮৭১টি।



# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতীক তালা।



১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ; তার প্রতীক আনারস।



আর সাবেক জামায়াত কর্মী হাবিবুর রহমান লড়ছেন চশমা প্রতীক নিয়ে।



# রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।



# এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ২০টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন ৬ হাজার ৮২৩ জন।



# ১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়।



খুলনা



# ভোটার ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।



# ১০টি সংরক্ষিত এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ২৮৮টি, ভোটকক্ষ: ১৪২৮টি।



# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৩৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের মহানগর সভাপতি ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক লড়ছেন তালা প্রতীক নিয়ে।



১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ; তার প্রতীক আনারস।



আর জাতীয় পার্টি (এ) জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



# বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক খুলনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।



# খুলনার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন ৬ হাজার ২৩৭ জন ভোটার।



# খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর।



বরিশাল



# ভোটার ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ৬৩২ এবং পুরুষ ১ লাখ ১১ হাজার ২৫৭ জন।



# ১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১০০টি, ভোটকক্ষ: ৬১৪টি।



# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৬৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন; তার প্রতীক টেলিভিশন।



১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে।



আর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের প্রতীক দোয়াত-কলম।



# খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকতা মুজিবুর রহমান বরিশালের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।



# বরিশালের ১৬ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ১২টি কক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেবেন ৪ হাজার ২৮১ জন ভোটার।



# সিলেট সিটি কর্পোরেশন কাজ শুরু করে ২০০২ সালে।



সিলেট



# ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।



# ৯টি সংরক্ষিত এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ: ৮৯৬টি।



# মেয়র পদে প্রার্থী তিন জন। সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



# মেয়র পদে ক্ষমতাসীন মহাজোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান লড়ছেন আনারস নিয়ে।



১৮ দলীয় জোটের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন।



আর ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।



# সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকতা এস এম এজহারুল হক এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।



# এ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ২০টি কক্ষে এবার ইভিএমে ভোট হবে। এ পদ্ধতিতে ভোট দেবেন ৬ হাজার ২৮৩ জন ভোটার।



# ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়।



২০০৮ সালের চিত্র



রাজশাহী: বিগত নির্বাচনে মেয়র পদে ১৫ জন, ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার পদে ২০৩ জন এবং সংরক্ষিত ১০টি পদে ৬৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২ লাখ ৫৮ হাজার ৭৬৯ জন।



খুলনা: এ সিটি কর্পোরেশনে গত নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২০৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন নির্বাচনে অংশ নেন। ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন।



বরিশাল: গতবার বরিশালে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ১৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নেন। ভোটার ছিলেন এক লাখ ৭৯ হাজার ২৯৩ জন।



সিলেট: গতবারের নির্বাচনে সিলেট সিটিতে মেয়র পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২ লাখ ৫৬ হাজার ২৩৭ জন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

খাটাস বলেছেন: এত হিসাব আর সংখ্যা দেখে মাথা ঘুরে গেল। B:-) B:-) যাই হোক, ভাল কাজ করেছেন । সম্মান হিসেবে প্লাস।

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩৮

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: এটিও পড়ুন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.