নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

সংসদে আইনমন্ত্রী দেশে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২





আইমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে বলেছেন, দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ২ লাখ ৮৪ হাজার ৩৪৮টি মামলা বিচারাধীন রয়েছে।



গ্রামীণ ও পারিবারিক আদালত মিলে দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় তিন লাখ। এরমধ্যে ফৌজদারি মামলা ১ লাখ ৬৫ হাজার ৩০৪টি এবং দেওয়ানী মামলা ১ লাখ ১৯ হাজার ৩৪টি।



এছাড়া গ্রামীণ ও পারিবারিক আদালতে আরও ১০ হাজারের বেশি অভিযোগ অনিস্পন্ন অবস্থায় রয়েছে। বুধবার জাতীয় সংসদে সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য দেন।



আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইনের সংখ্যা এক হাজার ৫৬টি। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমানে বার কাউন্সিলে তালিকাভুক্ত ৪৮ হাজার ৭৩০ জন আইনজীবী রয়েছেন।



ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মামলাগুলো নিষ্পত্তির লক্ষে ইতোমধ্যেই দেওয়ানী কার্যবিধি সংশোধন করে দেওয়ানী মামলাসমূহ বিকল্প পদ্ধতিতে (এডিআর) বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।সংশোধনীতে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।



অপরদিকে ফৌজদারী মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে এবং ফৌজদারী মামলার ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ফৌজদারী কার্যবিধি সংশোধনের কার্যক্রম চলমান।



মো. হাবিবর রহমানের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, উপজেলা সদরে দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।



তবে জেলা সদর থেকে উপজেলা সদরের দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার অসুবিধা বিবেচনা করে জেলা হতে কিছু কিছু উপজেলা সদরে দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থানান্তর করা হচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

ঢাকাবাসী বলেছেন: ইনি যা বলেন তার প্রায় সবটাই চাপা, গপ্পো আর কি! য কটা বিষয়ে তিনি সংখ্যাতত্ব ঝাড়লেন তা উনি গুনে দেখেছেন ? বলে দিলেন ব্যাস হয়ে গেল? একজন অনির্বাচিত মন্ত্রী যা খুশি তাই বলেন আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.