নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল থেকেই কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট (২০১৩-১৪)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৭







আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পাস হয়েছে। তবে ছাঁটাই প্রস্তাবে বিএনপির দাবি অনুযায়ী আলোচনার সুযোগ না দেয়ার অভিযোগে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৬টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবি প্রস্তাবগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।



গতকাল রোববার বিকেলে এ বাজেট পাস হয়। এরআগে ৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট পেশ করেন। নির্দিষ্টকরণ বিল-২০১৩ সংসদে গৃহীত হওয়ার মধ্য দিয়ে এই বাজেট পাস করা হয়।



বাজেট বিষয়ে বিরোধী দলের ২০ জন সদস্য দাবির যৌক্তিকতা নিয়ে মোট ১ হাজার ২৩টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে ৫টি দাবির ওপর আনীত ছাঁটাই প্রস্তাবে বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। এরপর সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০১৩ পাসের মাধ্যমে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত এটিই মহাজোট সরকারের শেষ বাজেট, যার আকার ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরের চেয়ে এ বাজেট ১৬ শতাংশ বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার ছিল ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা।



নতুন বাজেটে রাজস্ব প্রাপ্তি ও বৈদেশিক অনুদান ধরা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ৮ হাজার ১১৪ কোটি টাকা বাদ দিলে এর পরিমাণ দাঁড়াবে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। এর মধ্যে পদ্মাসেতুর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬ হাজার ৮৫২ কোটি টাকা।



২০১৩-১৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি ৭ শতাংশে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এছাড়া চলতি ব্যয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ, উন্নয়ন ব্যয় সাড়ে ৫ ও ঘাটতি ৪ দশমিক ৬ শতাংশ ধরা হয়েছে।



জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট থেকে সবচেয়ে বেশি ৪৫ হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অর্থবিভাগে। আর খাতওয়ারি সবচেয়ে কম ১০ কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া হয়েছে ২৩৫ কোটি ৪১ লাখ ৫৬ হাজার টাকা।



এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে ১৪ হাজার ৫৪১ কোটি ৭২ লাখ টাকা, সশস্ত্র বাহিনী বিভাগকে ১৩ কোটি ৬৩ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৩৬৭ কোটি ৮৬ লাখ টাকা, বিদ্যুৎ বিভাগে নয় হাজার ৬০ কোটি ২০ লাখ টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দুই হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



বরাদ্দের পূর্ণাঙ্গ তালিকা :



জাতীয় সংসদে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬২৪ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগের অনধিক ৩২ কোটি টাকা, নির্বাচন কমিশন সচিবালয়ে ৪৬১ কোটি ৯৯ লাখ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক হাজার ১৬৪ কোটি ৭০ লাখ টাকা, অর্থ বিভাগে ৪৫ হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এক হাজার ৩৮৬ কোটি ছয় লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৫৯৬ কোটি ৭৪ লাখ টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ১৬১ কোটি ১৪ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



এছাড়া পরিকল্পনা বিভাগে ৫৪৮ কোটি ৭০ লাখ টাকা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ১২১ কোটি ৫১ লাখ টাকা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ২৪২ কোটি ৪২ লাখ টাকা, বাণিজ্য মন্ত্রণালয়ে ১৭৮ কোটি ৫১ লাখ টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭২৭ কোটি ৯৮ লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় হাজার ৫৮৮ কোটি ৬২ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫৪১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে ১৩ কোটি ৬৩ লাখ টাকা, আইন ও বিচার বিভাগে ৮০০ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ২১ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৩৬৭ কোটি ৮৬ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নয় হাজার ৪৯৫ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ৬৩২ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দুই হাজার ২১৩ কোটি ৪০ লাখ ২৮ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এক হাজার ৪৪৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮৬ কোটি ৬১ লাখ টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক হাজার ৭৮১ কোটি ৩৬ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয়ে ৫১১ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ২৩৫ কোটি ৪১ লাখ ৫৬ হাজার টাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ২৯১ কোটি ২৫ লাখ টাকা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৭০৯ কোটি ৫৯ লাখ টাকা।



স্থানীয় সরকার বিভাগে ১২ হাজার ৯৬৪ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এক হাজার ৮৫ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয়ে দুই হাজার ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ১৯৮ কোটি ৭৫ লাখ টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দুই হাজার ২৯১ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ে ১২ হাজার ২৭৫ কোটি ৯৮ লাখ টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক হাজার ৬২ কোটি ৬৬ লাখ টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ৭৯৮ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকা, ভূমি মন্ত্রণালয়ে ৭৫৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ে দুই হাজার ৫৯২ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা, খাদ্য মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ছয় হাজার ৫২৪ কোটি চার লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



এছাড়া সড়ক বিভাগে পাঁচ হাজার ৫৫১ কোটি ৮৯ লাখ টাকা, রেলপথ মন্ত্রণালয়ে পাঁচ হাজার ৬৮০ কোটি ৮৪ লাখ টাকা, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে ৮১২ কোটি ৫৫ লাখ টাকা, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে ৩০৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক হাজার ৩৩৮ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ হয়েছে।



পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ৭৫৪ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগে নয় হাজার ৬০ কোটি ২০ লাখ টাকা, সুপ্রিম কোর্টে ১০ কোটি পাঁচ লাখ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ৭৬৭ কোটি ১০ লাখ টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৩৫৬ কোটি ১৪ লাখ টাকা, দুর্নীতি দমন কমিশনে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা এবং সেতু বিভাগে সাত হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.