নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

‘রেশমা রহস্যের' নতুন মোড়

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এতোদিন পর মনে হচ্ছে

রেশমার ঘটনা সাজানো নাটক[/sb





রানা প্লাজায় ১৭ দিন পর উদ্ধার হওয়া পোশাক শ্রমিক রেশমাকে নিয়ে বলতে গেলে ‘বোমা’ ফাটিয়ে দিল ব্রিটিশ পত্রিকা মিরর নিউজ। প্রভাবশালী এই পত্রিকার অনুসন্ধানে বলা হয়েছে, রেশমা উদ্ধার অভিযানকে মনে হচ্ছে একটি মিথ্যা গুজব। রেশমার এক সহকর্মী মিরর নিউজের কাছে দাবি করেছেন, গত এপ্রিলে রানা প্লাজা ধসে পড়ার দিনই রেশমা তার সাথে বেরিয়ে এসেছিল।



সারা বিশ্বের বহু মানুষ ১২ শ’রও বেশি লোক নিহত হওয়া ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পর রেশমাকে উদ্ধারের ছবি দেখে বিস্মিত হয়েছিলো। তবে, রেশমা উদ্ধার অভিযান হয়তো শেষ পর্যন্ত ধোঁকা বলেই প্রমাণিত হতে যাচ্ছে। মন্তব্য মিরর নিউজের প্রতিবেদনে।



রেশমার বেঁচে যাওয়া এই সহকর্মী আরো বলেছেন, ''আমি আর রেশমা একসাথে তৃতীয় তলায় কাজ করতাম। আমরা একসাথেই ধ্বংসস্তুপের ভেতরে পড়ে যাই। তবে দু’জনেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। আমরা দুই দিন হাসপাতালে চিকিৎসা নেই। আর তখনই সে নিখোঁজ হয়ে যায়। পরে ১৭তম দিনে ধ্বংসস্তুপ থেকে তাকে টিভিতে উদ্ধার করতে দেখি। উদ্ধারকর্মীরা বলছে এটি অলৌকিক, আসলে এটি মিথ্যা- ধোঁকা।''



মিরর নিউজের অনুসন্ধানী প্রতিবেদক সরকার ও বিরোধী পক্ষের সাথে কথা বলার জন্য বাংলাদেশে এসেছিলো। বিরোধী পক্ষের দাবি, এই উদ্ধার নাটক আসলে সরকারের তৈরি করা। এটি তারা করেছে রানা প্লাজা ধসের মাধ্যমে বছরে এক বিলিয়ন আয়ের খাত গার্মেন্টস সেক্টর যে আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে, তা থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেয়া।



মিরর নিউজ দাবি করে, তাদের কাছে রেশমার সহকর্মীর কথার ধারণকৃত প্রমাণও রয়েছে। তবে ওই সহকর্মী প্রতিহিংসার ভয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। ওই সহকর্মীর নাটকীয় গুজবের অভিযোগটি ঢাকার ভিন্নমত প্রকাশের দৈনিক আমার দেশের সাংবাদিক অনুসন্ধান করেছেন।



ওই সাংবাদিক রেশমার ভাড়াবাসার মালিকের বরাত দিয়ে জানান, রেশমা ভবন ধসের শিকার হয়েছিলো। তবে তাকে সেদিনই উদ্ধার করে কাছের এনাম ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।



রেশমা বেগমের মা জোবায়দা বেগম এবং বোন আসমা বেগমের সঙ্গে সাংবাদিক সাইমন রাইট



রানা প্লাজার পাশে বসবাসকারী লোকজন আরো রহস্যময় কিছু তথ্য জানান।



তারা জানান, কিভাবে রেশমাকে উদ্ধারের আগের দিন তাদেরকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এবং কোনো কারণ ব্যাখ্যা না করেই ২৪ ঘন্টা পর আবার ফিরে আসার অনুমতি দেয়া হয়। আর ওই ২৪ ঘন্টার মধ্যেই রেশমা উদ্ধার অভিযানের ঘটনাটি ঘটানো হয়। উদ্ধারের পরপর রেশমার শারীরিক অবস্থা ও তার পোশাক দেখেও আর নানা প্রশ্নের জন্ম হয়েছে।



বাংলাদেশি প্রতিবেদকের বরাত দিয়ে মিরর নিউজ জানায়, “রেশমার মধ্যে পুরো ১৭ দিন ধ্বংসস্তুপে পড়ে থাকার কোনো চিহ্ন দেখা যায়নি। সে বলেছে যে ইট-সুড়কির ফাঁক ফোঁকরে হাতড়িয়ে খুঁজে সে পরিত্যক্ত খাবার ও পানীয় পেয়েছিল।”



তবে তার হাতের নখে ১৭ দিন ধরে না কাটার কোনো প্রমাণ দেখা যায়নি। এখন রেশমা ধ্বংসস্তুপেও তার হাতের নখ কেটেছিলো কিনা সে প্রশ্নও জেগেছে জনমনে। ওই প্রতিবেদক আরো জানান, উদ্ধারের পর রেশমার চোখ স্বাভাবিক খোলা ছিলো। হঠাৎ সূর্যের আলো এলে যে জড়তা দেখা যাওয়ার কথা, তা হয়নি। আর পরিহিত পোশাকও দেখা যাচ্ছিলো পরিস্কার পরিচ্ছন্ন।



প্রতিবেদক জানান, পুরো বিষয়টি নিয়ে লোকজন সন্দিহান ছিলো। তবে সরকার এটি আয়োজন করে অলৌকিক বলে প্রচার করেছে। আর বহুলোক এটি বিশ্বাস করে বোকা বনে গেছে।



কিছুদিন আগে রেশমার জন্য সরকারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে নতুন চাকরির কথা জানানো হয়। যেখানে রেশমা ঢাকার এক হোটেলের এরিয়া অ্যাম্বাসেডর হিসেবে ৩৫ হাজার টাকা বেতনে কাজ করবে। রেশমাকে ওই সংবাদ সম্মেলনেই তার গড় বেতনের দশ কিস্তি অগ্রিম দেয়া হয়।



রেশমা বেগমওই সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযান গুজব বলে মন্তব্য করলে রেশমা প্রতিবাদ করে বলেন, “আমি যেখানে ছিলাম, সেখানে আপনারা ছিলেন না। সুতরাং সে বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই।”



সানডে মিরর রেশমার বাড়ি ঘোড়াঘাটের রানিগঞ্জে গিয়েছিলো। ঢাকা থেকে যে এলাকা ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সেখানে রেশমার মা জোবেদার সাথে কথা বলে সানডে মিরর। গুজবের বিষয়টি তাকে জানালে তিনি প্রতিবাদ করেন।



এ বিষয়ে আর কিছু না বলে রেশমার মা বলেন, “আমাদের এখন অনেক টাকা। রেশমা নতুন চাকরি পেয়েছে। আমাদের ভবিষ্যত এখন উজ্জ্বল।”



রেশমার মা আরো বলেন, ''রানা প্লাজা ধসের খবর পেয়ে আমরা ঢাকা যাই। রেশমাকে সেখানে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ি আমরা। আর রেশমাকে জীবিত ফিরে পাওয়ার আশায় দোয়া করতে থাকি।''



''মে মাসের ১০ তারিখ, উদ্ধার অভিযানের ১৭ তম দিন সকালে লাউড স্পিকারে ঘোষণা দেয়া হয় যে, একজন নারীকে জীবিত উদ্ধার করা হচ্ছে। তার নাম রেশমা। এ খবর শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জ্ঞান ফিরলে আমাকে হাসপাতালে নেয়া হয় রেশমার সাথে কথা বলার জন্য। রেশমা তখন আমার সাথে কথা বলে। সে জানায় যে ভালো আছে।''



জোবেদা আরো বলেন, “হাতে একটু আঘাত পাওয়া ছাড়া রেশমার আর কিছুই হয়নি। আমি খুবই খুশি হয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলামনা সে আসলে কতোটা ভাগ্যবান। আর্মি তার খোঁজ খবর রাখছিলো। সে একটু সুস্থ্য হওয়ার পর তাকে নতুন চাকরি দেয়া হয়েছে। সে আমাদের প্রতি মাসে টাকা পাঠাবে। আর আমরা চাই সে যাতে বছরে অন্তত দুইবার আমাদের দেখতে গ্রামে আসে।”



ভবন ধসের শিকার হওয়া লোকজন দৈনিক মাত্র এক/দেড়শ টাকা মজুরিতে প্রাইমার্ক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জিনস প্যান্ট সেলাই করতো।



আক্রান্তদের দাবি, এই ধসের কারণ মালিকদের বেখেয়ালী সিদ্ধান্ত। যারা অনুমতি ছাড়াই ভবনটিতে তিন তিনটি তলা যোগ করে। যারা অবৈধভাবে সেই অনুমতি দিয়েছিল তারাও দায়ী। তবে মালিকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভবন নির্মাণের আইন ভঙ্গ করায় তাদের মৃত্যুদণ্ডের দাবিতে বর্তমানে আন্দোলন হচ্ছে। বাংলাদেশি পুরকৌশলীদের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের পাঁচ ভাগের তিন ভাগ গার্মেন্টস প্রতিষ্ঠানই ধসের ঝুঁকিতে আছে।



মিরর নিউজের পক্ষ থেকে রেশমা উদ্ধার ও এটির গুজব হওয়া সম্পর্কে সেনাবাহিনীর কর্মকর্তা নূরে আলম সিদ্দীককে প্রশ্ন করা হয়েছিলো। উত্তরে তিনি শুধু বলেছেন, “আমাদের কিছুই বলার নেই।”

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

শাকিলা জান্নাত বলেছেন: ঘটনা যে কী !!!!!!!!!!!!!!!!!!!!!!

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ঘটনা অঘটন

২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শাহীন ভূইঁয়া বলেছেন: But why too late to investigation ? Is this another syrup for opposite party in BD? As you have seen 3000 to 10000 hefajoti peoples had died in Motijheel? And how to believe as fully to Mirror ..is it British newspaper? There are also lives pic pocketer, lives cheat peoples..........plz be positive. thanks yet mentioned the Mirrors investigation . .

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: But why :((

৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শাহীন ভূইঁয়া বলেছেন: But why too late to investigation ? Is this another syrup for opposite party in BD? As you have seen 3000 to 10000 hefajoti peoples had died in Motijheel? And how to believe as fully to Mirror ..is it British newspaper? There are also lives pic pocketer, lives cheat peoples..........plz be positive. thanks yet mentioned the Mirrors investigation . .

৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মগের মুল্লুক চিনেন?

সারাজীবন গপ্পে পড়ছেন।

এইবারে চক্ষু জুড়াইয়া দেখীযা স্বার্থক হোন।

এই দেশের শেষ ভরসা ছিল সেনাবাহিনী। তারেও এমন কাজে জড়াইলও সরকার, সেনাবাহিনী না পারে গিলতে, না পারে ফেলতে!!!!

সব হুজবের অবসানে প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হোক।
সংশ্লিষ্ট সকলকে জি্জ্ঞাসাবাদ সহ সকল তথ্যপ্রমানের আলোকে সত্য প্রকাশ করা হোক।
একটা জাতি এভাবে মিথ্যা-সত্যের গোলকধাধায় তাকতে পারেনা। থাকা উচিত নয়।

সেনাবাহিনী এরিয়ে চলছে কেন?

রেশমাকে স্বাভাবিক জীবন যাপন করতে দেয়া হচ্ছেনা কেন?

মিডিয়াকে ডার্ক আউট করে রাখা হচ্ছে কেন?

১১০০ জনের মৃত্যুর কষ্ট, দায় আর সরকারের সীমাহীন ব্যর্থতাকে ঢাকতে এই নাটক হয়ে থাকলে- স্মরণ রাখা উচিত ছিল যখন সত্য প্রকাশ হবে তা আরো কত বেশী ঘৃনার হবে সকলের জন্য।

আর সত্যতো স্বত:প্রকাশীত। এটা হবেই। কারণ মিথ্যার ধ্বংস অনিবার্য।


৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনে এতো আগে চিনলেন কি করে?

৫| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নষ্ট ছেলে বলেছেন: শেষ পর্যন্ত না আবার এই নিরীহ মেয়েটার জীবন বিপন্ন হয়!

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: চিন্তার বিষয়

৬| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: বিলিয়ন আয়ের খাত গার্মেন্টস সেক্টর যে আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে.........
যদি এইকারনে করে থাকে .........তাইলে ঠিক আছে।

আর তদন্তরে কথা যদি বলেন.........দেশে বহুত বড় বড় কেলেন্কারির তদন্তের
কথা না বইলা রেশমা ঘটনা লইয়া এত ফাল পারার কি আছে?

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এইটা যদি বুঝতেন তাইলে কি আর পানি মতো ...

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১৫

মুশাসি বলেছেন: মিরর নিউজের প্রতিবেদনের লিঙ্কটা দিন

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এতো অবিশ্বাস কেন

৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২১

রাকিবুল৯০ বলেছেন: এই বিশাল জাহাজে আমরা ক্ষুদ্র আদার বেপারী। খালি দেখি। কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যা কে জানে?

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: চেহারা ঢাবাকা রাখেন

৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

নাজমুল শািকল বলেছেন: রাকিবুল৯০ বলেছেন: এই বিশাল জাহাজে আমরা ক্ষুদ্র আদার বেপারী। খালি দেখি। কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যা কে জানে?
B:-)

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনিও তাই করেন

১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

গ্রীনমাইল বলেছেন: Click This Link

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: মুশাসি
লিংক পাইছেন

১১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

তানজিমস্‌ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: শেষ পর্যন্ত না আবার এই নিরীহ মেয়েটার জীবন বিপন্ন হয়!

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: চিন্তার বিষয়
চিন্তা করেন

১২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

মুশাসি বলেছেন: কে বললো অবিশ্বাস করছি?
বিশ্বাস করার জন্যই তো লিঙ্কটা চাইছি।
চিলের পেছনে ছোটা তো উচিত না। দিন লিঙ্কটা

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: গ্রীনমাইল
লিংক দিছে না
ওটাতেই ঢু মারেন

১৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৮

মুশাসি বলেছেন: নাহ, পেজ নট ফাউন্ড দেখায়

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এটা নেটের সমস্যা

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কয়দিন আগে বাংলাদেশের একটা পত্রিকাও এরকম অভিযোগ করেছিল
তখন পুরোপুরি বিশ্বাস করি নাই
এর তার লিংক
Click This Link

১৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: রেশমা উদ্ধারের সময় আমার অবস্থান
এখানে দেখুন

Click This Link

ভুল বোঝবেন না

১৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

স্বঘোষিত মিসির আলী বলেছেন: লে বাবা B:-) মিশির আলি এইবার মাঠে নাম :-P

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কেনেরে ভা্য়

১৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১১

মুশাসি বলেছেন: দুঃখিত। আমার দেশ পত্রিকার লিঙ্ক চাইনি, যদি আপনি আমার দেশের সূত্র ধরে লেখাটা দিতেন তাহলে কিছুই বলতাম না।

আপনি পুরো পোষ্ট দিয়েছেন মিররের প্রতিবেদনকে সূত্র ধরে। সেই প্রতিবেদনের লিঙ্ক চেয়েছি। অন্যথায় পোষ্ট রিপোর্টে বাধ্য হবো।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ওই লিংক আমি আপনাকে দেইনি
বলেছি এ ধরণের একটি লেখা এর আগেও বের হয়েছিল তা পুরোপুরি বিশ্বাস করিনি।
ওটা আমি সংগ্রহে রেখেছিলাম, তবে ‘পাবলিক’ করিনি। আজ ওটাও পাবলিক করলাম। আর ‘গ্রীনমাইল ‘ লিংক দিয়েছে, সেখানে দেখেন। এছাড়াও মিররেরর লেখার অনুবাদ এখন দেশের অনেক এজেন্সি অনুবাদ করে অনলাইনে দিয়েছে, আপনি চাইলে ওগুলোও দেখতে পারেন

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ারপরও আপনার সুবিধার জন্য আম্ওি দিলাম
এখানে দেখেন
Click This Link

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ভাই এতো রাগ করেন কেন
এখনও কি রিপোর্ট করতে বাধ্য হবেন

১৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১১

গ্রীন পয়জন বলেছেন: মিরর নিউজের লিংক এখানে।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২১

রুম৭৪ বলেছেন: দেশের স্বার্থে এরকম নাটকের দরকার আছে, বিম্পি-জামাতিরা ফাল পার যত পার, কারও কিসসু যায় আসে না।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ঠিক বলেছেন
এরকম নাটকের দরকার আছে,
কারও কিসসু যায় আসে না।
এ ধরণে কথা বলে দেশ বিরোধিদের সুযোগ করে দিচ্ছেন, ঠিক না।

১৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩০

মুশাসি বলেছেন: গ্রীন পয়জন আপনাকে ধন্যবাদ।
সাংবাদিক সাহেব প্রথম কমেন্টেই লিঙ্ক দিয়ে দিলে এত ঝামেলা হতো না।
রেশমার সহকর্মী অভিযোগ করেছে বলে মিররের নিউজে বলা হয়েছে। আরো কিছু পয়েন্ট উল্লেখ করেছে।ঘটনাতে সেনাবাহিনীও যুক্ত ছিলো। সত্য হলে এটা দেশের জনগনের সাথে প্রতারণার সামিল।
এগুলোই যদি যথাযোগ্য প্রমান হয় তো সরকারকে মিথ্যাবাদী প্রমাণ করতে কেউ এগিয়ে আসছে না কেন?

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৩৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনি মানুষকে অবিশ্বাস করেন এটাই তার প্রমান
অন্যরাতো আপনার মতো করেনি
তারপর্ও আমি কয়েকবার বলেছি গ্রীন পয়জন লিংক দিয়েছেআপনি তা আমলে নেননি।
আমাকেই দিতে হবে কেন?
আর দেশের এজেন্সিত্ওে এরই মধ্যে প্রকাশ পেয়েছে।
সেখান্ওে দেখতে পারতেন।

২০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
ডেইলি মেল ও মিরর ট্যাবলয়েড পত্রিকা।
তাদের রিপোর্ট আমারদেশে প্রকাশিত ভুয়া রিপোর্টের সাথে হুবুহু মিল।
যাষ্ট অনুবাদ করেছে মনে হয়
সাদা চামড়া দেখলেই সব বিশ্বাস করতে হবে?

০১ লা জুলাই, ২০১৩ রাত ১:২৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাদা চামড়া দেখলেই সব বিশ্বাস করতে হবে?
প্রশ্নই আসে না

২১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:২৯

মিথ্যুক আমি বলেছেন: আমারদেশের যে সাংঘাতিক গিলাফ পরিবর্তনের খবর টা 'উদ্ধার' করছিলো সেই ব্যাটা ই মনে হয় এই 'নাটক' উন্মোচন করছে। :P

২২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: এত্ত এত্ত আহত নিহতের ভীড়ে নাটক সাজিয়ে রেশমাকে উদ্ধার এবং তাকে উচ্চ বেতনে চাকুরী ও আনুসাঙ্গিক অতিরিক্ত সুবিধাদি প্রদান সকল আহত নিহতদের প্রতি উপহাস মাত্র

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সকল আহত নিহতদের প্রতি উপহাস মাত্র

২৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:২১

নষ্ট ছেলে বলেছেন: পত্রিকাতে এখন শিরোনাম হয়, "রেশমা ভাল আছে!"
যে হাজার হাজার মানুষ মারা গেলে তাদের পরিবার কেমন আছে তার কোন হদিস নাই! তারা ঠিকমত সাহায্য পাচ্ছে কিনা এটা নিয়েও কোন নিউজ দেখি না। যারা পঙ্গু হয়েছে তাদের চিকিৎসার খবর নিয়েও কোন শিরোনাম হয় না। তারা ভবিষৎতে কি করে খাবে সেটা নিয়েও এখন কারো মাথা ব্যাথা দেখছি না। মনে হচ্ছে শুধু রেমশাই রানা প্লাজার ভিকটিম!!!!!

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: পত্রিকাতে এখন শিরোনাম হয়, "রেশমা ভাল আছে!"

২৪| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রুম৭৪ বলেছেন: দেশের স্বার্থে এরকম নাটকের দরকার আছে, বিম্পি-জামাতিরা ফাল পার যত পার, কারও কিসসু যায় আসে না।

তা বটে তা বটে।

৪-০ তেও হুশ না ফিরলে আর কি করা!

সামনে ২০০৮ এর রিভার্স ফলাফল দেখা যাব বলেই জনতার বিশ্বাস।

করেন করেন । আরও বেশী বেশি নাটক করেন। জনতার মোহভঙ্গও একটা বিশাল লাভ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: মার ঘুরিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.