নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে কোটা বিরোধীদের ধর-পাকড় করছে পুলিশ

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২



রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সব সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও ৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবিতে নামা আন্দোলকারী শিক্ষার্থীদের ধর-পাকড় শুরু করেছে শাহবাগ থানা পুলিশ।



শহীদ মিনার এলাকা, টিএসসি চত্বর, ঢাবির কেন্দ্রীয় মসজিদ, শাহবাগ এলাকা ও বুয়েট থেকে এ পর্যন্ত মোট ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দু’ একজন পথচারীও রয়েছেন।



এদিকে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টিতে একমত নই আমরা। পুলিশের অধিকার আছে, যে কাউকে জিজ্ঞাসাবাদ করার। এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আটক চলছে।



তিনি আরো বলেন, আটককৃত ৩৬ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।



রমনা জোনের এসি শিবলি নোমান বলেন, আন্দোলনের শুরুর দিন তারা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। আমরা অনুরোধ করেছিলাম, মূল রাস্তা থেকে পাবলিক লাইব্রেরি ও রাজু ভাস্কর্যের দিকে চলে যেতে। কিন্তু তারা কথা না শুনে ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়েন । তখন ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।



এ পরিস্থিতি যাতে আর ঘটতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে জমায়েত হওয়ার কথা থাকলে পুলিশি বাধার কারণে জমায়েত হতে পারছেন না আন্দোলনকারীরা।



পাবলিক লাইব্রেরি, টিএসসি চত্বর, শাহবাগ মোড় ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ।



শাহবাগে ভিড়তে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার ও শাহবাগের আশপাশে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছেন আন্দোলনকারীরা।



আন্দোলনকারীরা বলছেন, সরকার মামলা, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে। পাবলিক লাইব্রেরি সামনে আমাদের জড়ো হওয়ার কথা থাকলেও সেখানে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ জন্য আমাদের নির্ধারিত কর্মসূচি করতে পারছি না। আশপাশ এলাকায় ঘোরাঘুরি করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ সরকার এতো টাকা পাইব কই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.