নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো মেরাজ চৌধুরী

মেরাজ চৌধুরী

ধর্ম , দেশ এবং নিজেকে আরও জানা বুঝা

মেরাজ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক ,আসাম্প্রদায়িক বনাম সত্য

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

নিজের মত করে বলেছি , ভুল কে ভুল বলেছি ......অনেক গালি ইনবক্স এ ...সাম্প্রদায়িক,পাক দালাল, কুলাং...........কিন্তু কেও আমার কথার ভুল টা ধরায় দিতে পারল না।আমি অনেক অনুরোধ করেছি যে আমাকে ভুল টা ধরায় দেন ।
আর সাম্প্রদায়িক মানে কি ?? ধর্ম থেকে দূরে থাকা বা ধর্মকে আঘাত করাটা কি আসাম্প্রদায়িকতা ?? আমি কোন ধর্মকে অসম্মান বা আঘাত করে কিছু বলি নাই ,এমনকি বাংলাদেরশের বিভিন্ন ধর্মের সাধারন জনগনের মধ্যেও এই ধরনের মানসিকতা নেই এবং ছিলও না ।স্কুল , কলেজ , ভার্সিটি , চাকরি জীবন , বন্ধুদের আড্ডায় কোথাও কখনো ধর্ম , সংখ্যা লঘু , গরিস্ট , বৈষম্য এই সব বেপার গুলা মাথাই আসে নাই দেখিও নাই ।এই দেশে এইগুলা আমাদের মধ্যে কখনই ছিল না । ঠিক বলছি না ??
বরংবর্তমানে যারা জ্ঞানি প্রগতিশীল মুক্তমনা নামে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু বানায় সংখ্যা লঘুদের রক্ষার নামে বারাবারি করে বার বার ধর্মকে আঘাত করার মাধ্যমে এই ধরনের মানসিকতার জন্ম দিচ্ছে তাদের ব্যাপারে বললাম । অথচ এই সমস্যা গুলা এই দেশের সাধারন জনগনের মধ্যে কখনো ছিল না । একটা নির্দিষ্ট ক্ষমতা আর তথাকথিত মুক্তমনারা নিজেরাই এটাকে ইস্যু বানায় নিজেদের স্বার্থে সমস্যা তৈরি করে নিজেরাই সয়হানুভুতির ঢাল হয়ে দারায় আছে।মানে কি ?? আসল উদ্দেশও টা কি ??

নিজের মত করে সত্যটা জানা আর উপলব্ধি করার ক্ষেত্রে চিন্তা ভাবনার পূর্ণ স্বাধীনতা , সেটা যে কোন ক্ষেত্রেই , সত্যটা বলা , ভুল কে ভুল বলা ... এটাই কি হওয়া উচিত না প্রগতিশীল মুক্তমনা মন ।
নাকি প্রথমেই না বুঝে ধর্ম থেকে দূরে থেকে,ধর্মকে গালি দিয়ে ,নিজেরাই সমস্যা তৈরি করে,বিপরীত
চিন্তার মানুষের মৃতুতে আবেগে আনন্দিত হয়ে ,গালি দিয়ে , নিজের মানসিকতার স্বার্থে ঠিক টা দেখেও না দেখা আর ভুল কে ঠিক বলা ...একটা মুখস্ত ট্র্যাক !!!
মুক্তিযুদ্ধের মত একটা ব্যপার কে কেন্দ্র করে ভুল ভাবে নিজেদের স্বার্থে ব্যাবহার করে আবেগে দেশপ্রেমী হওয়া !
কিছু থেকে কিছু হলেই নারী স্বাধীনতা , নারী অধিকার রক্ষা । অথচ তোমরাই সবথেকে বেশি নারীদের অসম্মান করে আসছ , আধুনিকতার নামে সুন্দর সুন্দর কথা বলে , প্রসংসা করে তোমরাই সবথেকে বেশি ক্ষতি কর নারীদের ।
এই ধরনের মূল্যবোধ হাতে বানানো সুন্দর পোস্টার এর মত... জ্ঞানীরা
আমাকে গালি না দিয়ে নিজেকে জিজ্ঞাস কর আমি কতটা ভুল ... যদি সত্যি মুক্তমনা প্রগতিশিল হয়ে থাক ভুল কে ভুল বলা শিখুন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

রূপক নাহিদ বলেছেন: আপনার কথাগুলা ঠিক আছে

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪২

মেরাজ চৌধুরী বলেছেন: ধন্যবাদ , ভাই

২| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮

মহা সমন্বয় বলেছেন: এখানে সাম্প্রদায়ীকতার ময়না তদন্ত করা হয়। ;) view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.