নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংবদন্তী হৃদয়

মানুষ কখনই নিজের সম্পর্কে ধারনা রাখতে পারে না পরিপূর্ণ ভাবে। অন্যের দ্বারা স্বীকৃত ব্যাপারটাই, পরিচয় টাই নিয়ে আমরা থাকি।

কিংবদন্তী হৃদয় › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ, প্রতিরোধ, সচেতনতা আসলে কোন কোন গুলো??

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

আমরা কোন কিছুর প্রচন্ডতা খুব পছন্দ করি যে কোন ব্যাপার-এ হোক। এই ভায়োলেন্সে অল্পকিছু দিন থাকে আগ্রহ এরপর নতুন কিছু পেলে আবার...।

সেদিন এর টি,এস,সি এর ঘটনা যারা ঘটিয়েছে তারা নিঃসন্দেহে অপরাধী। তাদের সঠিক বিচারের মাধ্যমে এই অপরাধের প্রতি এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে ভবিষ্যতে এই অপরাধ করার স্পর্ধা না জন্মায়। এটা আপনিও চান আমিও চাই। মানবিক দৃষ্টিকোণ এটাই হওয়া উচিত। আর অপরাধের সঠিক বিচার এর মাধ্যমে আইন এর প্রতিও আস্থাটা যাতে বাড়ে সেটা বোঝানো উচিত প্রশাসনের । কেননা, এই ঘটনার পর থেকে ফেসবুকে এর সহস্র নারীর সেলফি ভিডিও, স্ট্যাটাস, শেয়ার দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা নিরাপত্তাহীনতার আশঙ্কায় আছে। এবং তাদের ভাষ্যমতে সেলফ ডিফেন্সের জন্যে তারা আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছে। এবং যা কখনোই কাম্য নয়।

আমরা সবাই এই অপরাধ এবং অপরাধীর শাস্তির জন্যে প্রতিবাদ করছি। কিন্তু শুধু ফেসবুকে আর আড্ডার টপিক হিসেবে। বাস্তব প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কেননা আপনার আমার সামনে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনি দেখবেন অপরাধের সাথে জড়িত অপরাধীর দল সংখ্যায় ভারী কিনা? যদি হয় তাহলে দ্রুত স্থান ত্যাগ করবেন নিজেকে সেফ জায়গায় নিয়ে যাবেন। আর যদি না হয় তারপর ও তাঁর হেল্প এ যাওয়া নিয়ে মনের ভেতর সন্দেহ থাকে ‘ঘরের খেয়ে বনের মেষ তাড়াতে যাবো আবার পরে বাঘের ভয়-ও তো আছে’ এই টাইপের মনভাব। কেউ যদি এগিয়ে আসে তখন আপনিও হেল্প করার জন্যে এগিয়ে যাবেন। কিন্তু এটা কি তখন ভাবি যে সেই ভিক্টিম মানুষটিও আশায় থাকে কেউ একজন এর যে হেল্প এর জন্যে আসবে।

আমরা সবাই সেফ জোনে গিয়ে সেই কেউ একজনের আশায় থাকি। কিন্তু কেন ?? এই আমাদের সচেতনতা ?? এটাই আমাদের দ্বায়িত্ববোধ ?? এটাই কি মানবিকতা ?? আমরা কেন সেই প্রথম একজন হতে পারি না ?? শুধু এই ব্যাপার এ না সব ক্ষেত্রেই। হ্যা আমাদের পারিবারিক কাঠামো অনুযায়ী খুব ছোট বেলা থেকেই আমাদের মনে একটা নীতি পুষতে বলা হয় সেটা হলো কোন ঝামেলায় যাতে না দেখি আর এটাকেই আমরা পুজি করে সান্তনা দেই মনকে। যা প্রকৃত অর্থে শিক্ষার অপব্যাবহার।

সচেতনতা তৈরী আর বৃদ্ধি মানে প্রথমে নিজে হওয়া তারপর অন্যকে উদ্ধুত করা। আমরা যদি কেউ একজনের আশায় না থেকে আমরাই সেই কেউ একজন হয়ে যাই তবে এভাবেই পরিবর্তন হবে। তাই...

‪#‎হোক_প্রতিবাদ‬ ‪#‎পরিবর্তন‬ ‪#‎সচেতন‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.