নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

ভাংচুর ইসলামি ব্যাংক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

সকাল ১১.২০ মিনিটের সময় রাসেল স্কয়ারে ইসলামি ব্যাংকের পান্থপথ শাখার বাহিরের দিকের কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলেছে। জয়বাংলা স্লোগান দিয়ে প্রায় ২৫০ জন মিছিলকারি যাচ্ছিল পান্থপথের দিকে এ সময় মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

এ জাফর বলেছেন: আমি এইমাত্র এই রাস্তা দিয়ে আসলাম। এ কোন দেশে আমরা বাস করছি যেখানে রাষ্ট্রীয় মদদে সন্ত্রান চলে?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

মহাজাগতিক মুসাফির বলেছেন:

আমি রাজনীতিতে এসেছি, পিতা হত্যার প্রতিশোধ নিতে। এদেশের কল্যাণ আমার উদ্দেশ্য নয়। আমাদের কে ভারতরে দালাল বলা হয়। তাই আমি সিন্ধান্ত নিয়েছি এ দেশ কে ভারতের অঙ্গরাজ্য না বানানো বা উপনিবেশ না বানানো পর্যন্ত আমার রাজনিতি থামবে না। আমি রাষ্ট্রিয় সন্ত্রাসের পৃষ্টপোষকতা দিয়ে যাব। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার পাশে ভারত মাতা আছে।
কিন্ত জনগন চিন্তা করছে তার এই চিন্তা কি শতভাগ সাফল্যের মুখ দেখবে ? -----------

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

কলাবাগান১ বলেছেন: ১৯৭১ এই রাজাকাররা রাস্ট্রীয় মদদেই আমাদের জন্ম কে বাধাগ্রস্হ করতে চেয়েছিল

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

সাদা রং- বলেছেন: আমার মত অনেক দর্শক দেখতেছে দাড়িয়ে দাড়িয়ে, তার মধ্যে বেশ কয়জন পুলিশ ও একগাড়ি ডিবি পুলিশ আছে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ পথিক বলেছেন: কি এক অদ্ভুত জাতি আমরা... কি অদ্ভুত দেশে আছি আমরা...
এই দেশে সবই সম্ভব...
এখানে বিশ্বজিৎ পরিবারকে সান্ত্বনা দিতে বিরোধীদলীয় নেত্রী তার বাসায় যান কিন্তু তার সন্তানের দুর্নীতি নিয়ে থাকেন নিশ্চুপ।
অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীও কম যান না। মহানবী (সাঃ) কে কটাক্ষ করে নির্মিত cinema এর জন্য তিনি youtube ব্যান করতে দেরি করেননি। কিন্তু মহানবী (সাঃ) কে কটাক্ষকারী ব্যাক্তির বাসায় গিয়ে তার পরিবার কে সান্ত্বনা দিতেও বিন্দুমাত্র দেরি করেননি।

আচ্ছা, শুধু কি জামাত-শিবির নিষিদ্ধ করা হলেই আমরা নতুন দিনের শুরুটা দেখব?
আরো দুটি দলকে নিষিদ্ধ করাটাও কি জরুরি নয়?
সব সম্ভবের এই দেশে কি অন্তত এই কাজটি সম্ভব করা যায়?

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

হাসান রেজভী বলেছেন: জাফর@ আপনি কি জামাত-শিবিরের বিরুদ্ধে চলমান এই ''সন্ত্রাসে''(!) নিজের জান মালের ভয়ে ভীত ???????????////

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

সাদা রং- বলেছেন: আমাদের ক্ষেভের বহিপ্রকাশ এভাবে না করে অন্যভাবে প্রকাশ করতে পারি।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

মহসিন০৮ বলেছেন: ব্লগিং হোক প্রতিবাদের হাতিয়ার...

http://www.ctgblog.com

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

অেসন বলেছেন: কি এক অদ্ভুত জাতি আমরা... কি অদ্ভুত দেশে আছি আমরা...
এই দেশের বিরাট অংশ মানুষ এই দেশকে পাকিস্তান হিসাবেই দেখতে চায়। স্বাধীনতা বিরোধীদের স্বার্থ রক্ষায় এরা প্রকাশ্যে তৎপর। স্বাধীনতা বিরোধীদের সম্পদ এর ক্ষেত্রে রাষ্ট্রীয় সন্ত্রাস দেখে অথচ ক্রমাগত রাষ্ট্রীয় সম্পদ ও পুলিশের উপর আক্রমন হলে উনারা জঙ্গীবাদ দেখেন না। গুলির
নির্দেশ দিলে যারপরনাই রষ্ট হয়।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

এম.ডি জামান বলেছেন: বর্তমান সরকার এই আন্দোলনের সম্পূর্ন ফায়দা নিচ্ছে। তাদের দূর্নীতি, সন্ত্রাস আর অপশাসন সব কিছু ঢাকা পড়ে গেছে। তদুপরি আওয়ামিলীগ সাংগঠনিক ভাবে বিরোধী দলের মধ্যে জামাতকে কিছুটা ভয় পেত। এখন যেহেতু জামাত নিষিদ্ধ হয়ে যাচ্ছে এখন আওয়ামিলীগের শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ তেমন কেউ থাকলনা।
আর বিএনপি মনে করছে নির্বাচন হলে তারাই ক্ষমতা আসবে তাই কোন ভাবে সরকারের বাকি মেয়াদকালটা পার করে দিতে পারলেই হয়।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: সরকার যে আগুন নিয়ে খেলছে তার আঁচ লাগা বোধহয় এই শুরু। আইনকে নিজের হাতে তুলে নেয়ার যে আহবান শাহবাগ মঞ্চ থেকে করা হচ্ছে এবং যেভাবে একটু একটু করে তার প্রতিফলন ঘটতে শুরু করেছে তা কোনোভাবেই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।
আগেই আশংকা করেছিলাম যে শাহবাগ আন্দোলন ছিনতাই হয়ে যাচ্ছে তা বোধহয় সত্যরূপ নিচ্ছে।
শাহবাগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আওয়ামী মাস্তানদের কাছে নিজের বিবেক বিসর্জন দিয়েছি।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

জালিমের দুশমন বলেছেন: জয় বাংলা!


এ জাফর, মহাজাগতিক মুসাফির- তুই ছাগু! তুই রাজাকার! তুই বেজন্মা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.