নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

বিয়ের দাবিতে ১০ম শ্রেণীর ছাত্রের বাড়িতে ৫ম শ্রেণীর ছাত্রীর অনশন

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪



ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে : ভূঞাপুরে চরঅলোয়া গ্রামে ১০ম শ্রেণীর ছাত্র সুমন মিয়ার(১৬) বাড়িতে শুক্রবার রাত ১০টা থেকে বিয়ের দাবিতে অনশন করছে ৫ম শ্রেণীর ছাত্রী শিল্পি খাতুন (১২)। এলাকাবাসী জানায়,উপজেলার চরঅলোয়া গ্রামের মোস্তফার ছেলে রুহুলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুমন মিয়ার সঙ্গে একই উপজেলার বরকতপুর গ্রামের ইজ্জত আলীর মেয়ে বরকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী শিল্পি খাতুুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবিষয়টি জানতে পেরে শুক্রবার শিল্পিকে তার বাবা- মা গালিগালাজ করেন। ওই রাতেই সে সুমনের বাড়িতে গিয়ে উঠে এবং বিয়ের দাবিতে অনশন শুরু করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: বিয়া হোক B-)) B-)) B-))

২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

নির্ঘুম প্রহরী বলেছেন: বিয়া হোক !:#P !:#P !:#P !:#P !:#P

৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

মুহাই বলেছেন: সবাই বলেন আমীন ।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

ইউরো-বাংলা বলেছেন: ওদেরকে ধর্মনিরপেক্ষ বিয়ে করানো হোক ;)

৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

জাহিদ১১মে বলেছেন: ওদের দাবী বর্তমান সরকার ইমরান এর কাছে পেশ করা হউক।তাইলেই বিয়ে হতে বাধ্য। কারণ উনার কথায় পুরা দেশবাসি উটবস করে।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

এন ইউ এমিল বলেছেন: ওদেকে তেনার কাছ থেকে সার্টিফিকেন আনতে বলেন তারপর বিয়া :D :D :D :D :D

৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

শিপু ভাই বলেছেন:
অবিলম্বে ওদের বিয়ে দেয়া হোক।

৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

রূপকথার রাজকন্যা বলেছেন: হাহাহাহা ক্লাস ফাইভ এর পিচ্চি??

৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

পথহারা সৈকত বলেছেন: জাহিদ১১মে বলেছেন: ওদের দাবী বর্তমান সরকার ইমরান এর কাছে পেশ করা হউক।তাইলেই বিয়ে হতে বাধ্য। কারণ উনার কথায় পুরা দেশবাসি উটবস করে। :P :P

১০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

একাকী বাংলাদেশি বলেছেন: দেশের আইন অনুযায়ী তো বিয়া দেওন সম্ভব না। তয় এখন লিভ টুগেদার এর পারমিশন দেওয়া যাইতে পারে উইথ হেলমেট।

আর এই লিভ টুগেদার এর পারফর্মেন্সের উপর ৬ বছর পরে বিয়া দিয়া দিমুনে।

১১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

চাঁন মিঞা সরদার বলেছেন: অবিলম্বে তাদের বিয়ে দেয়া হোক। !:#P !:#P !:#P !:#P

১২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

মৃন্ময় বলেছেন: they have to need comitment from their family........
i wish best luck

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

সাদা রং- বলেছেন: বাবা ইজ্জত আলীকে বেইজ্জত করে ফেলল।

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: :(( :(( :(( :(( :((

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

বিত্তবান ফকির বলেছেন: ধরণী দ্বিধা হও। আমি ঢুকব।

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

সাদা রং- বলেছেন: ক্লাশ ফাইভের মেয়ে প্রেম বুঝে এবং বিয়ের দাবিতে অনশন করে যুগ বেশি বদলাইছে।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

আমি শুধুই পাঠক বলেছেন: কই যাইতাম। :| :| :| :| :|

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২১

এম হুসাইন বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: কই যাইতাম :-/ =p~ =p~ =p~

১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

সাদা রং- বলেছেন: ঠিকানাতো দেওয়া আছে, ঐ বাড়িতে যাইতে পারেন।

২০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

এম হুসাইন বলেছেন: ক্যান, বিয়ে পড়াতে? :) =p~ ;)

২১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

লাবনী আক্তার বলেছেন:

হায় হায় কি শুনলাম! B:-) B:-) B:-) B:-)

এরাই জাতির ভবিষ্যৎ! :-B :-B

এমন অনশন করতে পারলেত বাবা -মার পাত্র খুজতে কষ্ট হইত না। :P :P :P

২২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

সাদা রং- বলেছেন: পাত্রি খুজতেও কষ্ট হবে না।

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

:-B :-B :-B :-B

আহারেরেরে দেখতাছি তাইলে ক্লাস ফাইভের মাইয়ার লগে পিরিতি করলে ভালা আচিলোওওওওওওওওওও

২৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

হুমায়ুন তোরাব বলেছেন: amen

২৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

সাদা রং- বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আহারেরেরে দেখতাছি তাইলে ক্লাস ফাইভের মাইয়ার লগে পিরিতি করলে ভালা আচিলোওওওওওওওওওও



এখনো সময় আছে করতে পারেন।

২৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

জাহিদ ২০১০ বলেছেন: মোগো দেশে বিয়ার বয়স ১৬:১২ করা হইক। মোগো দাবি মানতে হইবেক।

২৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

শান্তা273 বলেছেন: ও মাই গড!
কি শুনছি এসব!
ক্লাস ফাইভের মেয়ের প্রেম,বিয়ে আবার অনশন ও!

২৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

সাদা রং- বলেছেন: ঐ ছেলে-মেয়েকে কানের নিচ দিয়ে থাপ্পড় মারা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.