নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা রং-

আমি একজন সাদা মনের মানুষ। অপরের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে।

সাদা রং- › বিস্তারিত পোস্টঃ

বিয়ের জন্য পাত্র খুঁজছেন তনুশ্রী।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

গত কয়েক বছরের মধ্যে বলিউডে দুঃসাহসিক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করে যারা আলোচিত সমালোচিত হয়েছেন তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে ব্যাপক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। প্রথম অভিনীত এই ছবির মাধ্যমে সমালোচিতও কম হননি তনুশ্রী। এরপর যে ক’টি ছবিতেই তিনি অভিনয় করেছেন তার সবক’টিতেই নিজের সেক্সসিম্বল ইমেজকে অক্ষুণœ রেখেছেন। সর্বশেষ ভাটদের নতুন একটি ছবিতে ইমরান হাশমির বিপরীতে কাজ করছেন তিনি। এই ছবিটির শুটিং এখন শেষ পর্যায়ে। এখানেও ঘনিষ্ঠ দৃশ্যে ইমরানের বিপরীতে দেখা যাবে তনুশ্রীকে। এই ছবির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত বেশ কিছু বিষয় নিয়ে মিডিয়ার কাছে বক্তব্য রেখেছেন। এর মধ্যে কো স্টারদের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেম ও বিয়ে বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এখন পর্যন্ত কোন কো স্টারের প্রেমেই পড়েননি, তবে ইমরানের সঙ্গটা খুব উপভোগ করেন বলেই জানিয়েছেন তনুশ্রী। এদিকে নিজের প্রেম-বিয়ে নিয়ে তনুশ্রী দত্ত বলেন, আমি যে ক’বার প্রেমে পড়েছি তার হিসেব নেই। তবে সেই সব প্রেম ছিল ক্ষণিকের। আমি মনে করি প্রেম জীবনে বহুবারই আসতে পারে, তবে ভালবাসা আসবে একবার কিংবা দুইবার। তবে সত্যি করে বলছি বর্তমানে কারও সঙ্গেই সম্পর্ক নেই আমার। অনেকেই ইমরানের সঙ্গে আমার সম্পর্ককে প্রেমের রঙ দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ইমরান আমার অনেক ভাল একজন বন্ধু মাত্র। এর বাইরে কিছু নয়। আর বিয়ে ভাগ্যের একটি বিষয় বলেই আমি মনে করি। তবে পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে। আমি এখন পাত্র খুঁজছি। মনের মতো পাত্রের সন্ধান মিললেই বিয়ের পিঁড়িতে বসে যাবো।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

গেমার বয় বলেছেন: জাতির ক্রান্তিলগ্নে এই পোস্ট স্টিকি করিয়া জাতির দায় শোধ করিতে মহামান্য মডুর দৃষ্টি আকর্ষণ করছি !!!

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২

সাদা রং- বলেছেন: আমিন।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

বিডি আমিনুর বলেছেন: তবে তাই হোক
এই পোস্ট স্টিকি করাহক পোস্ট দাতা সহ
হাজার ক্যাচাল পোষ্টের ভিতর ভিন্ন ধর্মী একটি পোস্ট !!

৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

ক্ষুধিত পাষাণ বলেছেন: আমার দিকে নজর দিয়া কাম নাই-আমি শাদী কইরা ফালাইছি :(( :(( :((

৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

কাজের কথা বলেছেন: এখন আর পাত্র খুইজা লাভ কি? সবই তো শ্যাষ, খালি চুইনগামের রাবার ছাড়া। তার চেয়ে ভাল যদি সানি লিওন পাত্র খুজে।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

বিডি আমিনুর বলেছেন: খবর ডা এরশাদ কাকুকে জানানো দরকার :P :P

৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

মুহাই বলেছেন: কাজের কথা বলেছেন: এখন আর পাত্র খুইজা লাভ কি? সবই তো শ্যাষ, খালি চুইনগামের রাবার ছাড়া। তার চেয়ে ভাল যদি সানি লিওন পাত্র খুজে।>faltu post .

৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

১০৩০৯০০৩ বলেছেন: এরশাদ চাচাই একমাত্র যোগ্য পাত্র ।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

মোমের মানুষ বলেছেন: এক কাজ করেন পাত্র হিসাবে আপনাকেই ভাল লাগছে, আপনে লাইনে দাড়ান

১০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

রবিউল ৮১ বলেছেন: জাতির ক্রান্তিলগ্নে এই পোস্ট স্টিকি করিয়া জাতির দায় শোধ করিতে মহামান্য মডুর দৃষ্টি আকর্ষণ করছি !!!

১১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

পথহারা সৈকত বলেছেন: সমর্থক ফর্ম খবর ডা এরশাদ কাকুকে জানানো দরকার :P :P

১২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

jotejoy বলেছেন: হোমো এরশাদ কাকুকে জানানো দরকার।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

তৌহিদ আলম বলেছেন:

:P :P :P :P :P :P :P :P :P :P

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ছ্যাপ দিয়া লটকানো হউক (পোষ্টদাতাকে) X( X( X( X(

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

এম হুসাইন বলেছেন: বিডি আমিনুর বলেছেন: খবর ডা এরশাদ কাকুকে জানানো দরকার =p~ =p~ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.