![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অপরাধ ছিল তার, জানে না শান্ত। শুধু জানে চিপস খেতে চাওয়ার জন্য তার নিজেরই সত্ বাবা বটি দিয়ে তার দুই হাত কেটে তাকে চিরদিনের জন্য প্রতিবন্ধী করে দিয়েছেন। এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও এলাকায়। প্রায় দেড় মাস আগে ঘটলেও সম্প্রতি ঘটনাটি নজরে আসে সংবাদকর্মীদের। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দেড় মাস ধরে নিখোঁজ ছিল শান্ত। শিশুটির দুই হাত কেটে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে টাকা আয় করতেই তার সত্ পিতা জাহাঙ্গীর এ ঘটনা ঘটিয়েছে। গত শুক্রবার শান্ত'র মা নাসিমা বেগম দুই হাতবিহীন পুত্রকে ফিরে পেয়েছেন। তিনিও এ বর্বরতার জন্য তার দ্বিতীয় স্বামী জাহাঙ্গীরকে দায়ী করেছেন। তবে ভিক্ষাবৃত্তির ঘটনার সঙ্গে নাসিমাও জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বনানী থানায় মামলা হলেও জাহাঙ্গীরকে পুলিশ গতকাল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
বটির ঘায়ে শান্তর দুই হাত কেটে ফেলেছে পাষণ্ড পিতা, ভিক্ষাবৃত্তিতে নামাতেই এই পৈশাচিক কাণ্ড, ধারণা পুলিশের
২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
সাদা রং- বলেছেন: কি বললেন?
৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
আহলান বলেছেন: ঐ বাপরে বাঁশের আগায় টাঙ্গায়া শুটকি কৈরা মিউজিয়ামে রাখা হোক
৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
মাসরুর প্রধান বলেছেন: দেশে কোন কিছুরই সুষ্ঠু বিচার হয় না। প্রশাসন যদি দুর্বল হয়, তবে এমন ঘটনা আরও বাড়তেই থাকবে।
ঐ কুত্তার বাচ্চারেও সবকিছু কাইটা ভিক্ষায় নামায় দিলেও সুষ্ঠু বিচার হবে না। মৃত্যুদন্ড দিলে হবে সবচেয়ে কম বিচার।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
সাদা রং- বলেছেন: তাতেও মনে শাস্তি কম হবে।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
নিকষ বলেছেন: শুয়োরটার গলাটা কাইটা দেয়া হোক নগদে।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
নিকষ বলেছেন: আর দয়া করে ছবিটা সরান।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এই গুলো সহ্যকরা খুবই কষ্টকর। কোন শাস্তি যে ঐ নরপশুর প্রাপ্য ........
নিকষ বলেছেন: আর দয়া করে ছবিটা সরান।
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
বিডি আমিনুর বলেছেন: ঐ শুয়োরটারে ক্রস ফায়ার করা হোক ।
১০| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ড. জেকিল বলেছেন: এই সব জানোয়ার দের রোলারের নিচে ফেলে পিষে মারা উচিৎ
১১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
সাদা রং- বলেছেন: কোন সরকারের সময় এই সব অপরাধের সুষ্ঠ তদন্ত হয় না এবং অপরাধি বিচারের কাঠগড়ায় দাড়ায় না।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
বোকামন বলেছেন: ..........................................
....................................