![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৭ বছর বয়সী মার্কিন টিনএজ কিশোর টিমোথি ডোনার অনর্গলভাবে সম্পূর্ণ ভিন্ন ২৩টি ভাষায় কথা বলতে পারে। এ ২৩টি ভাষা হচ্ছে, ইংরেজি, আরবি, ফারসি, হিন্দি, ডাচ, ক্রোয়েশিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, হওসা, হিব্রু, ইন্দোনেশিয়ান, ইসিজোসা, ইতালিয়ান, ম্যান্ডারিন, ওজিবয়ে, পার্সিয়ান, পশতু, রাশিয়ান, স্প্যানিশ, সোয়াহিলি, তুর্কি, ওলোফ ও ইয়িড্ডিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অধিবাসী এ কিশোর ইউটিউবে তার ভাষাগত দক্ষতার কয়েকটি ভিডিও পোস্ট করার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে আপলোড করা একটি ভিডিওতে টানা ২০টি ভাষায় কথা বলতে দেখা গেছে তাকে। তার পোস্ট করা ভিডিও ক্লিপিংগুলো মুহূর্তেই হাজার হাজার মানুষের দৃষ্টি কেড়েছে ও তারা লাইক দিয়ে আরও অনুপ্রাণিত করেছেন টিমোথিকে। রাতারাতি তারকায় পরিণত হয়েছে এ কিশোর। বিশেষজ্ঞরা তাকে বহু ভাষাবিদ হিসেবে মর্যাদা দিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যে একটি ভাষাকে সম্পূর্ণ রপ্ত করার সহজাত প্রতিভা রয়েছে টিমোথির মধ্যে। বিশ্বে খুব কম মানুষই এ ধরনের বিশেষ দক্ষতার অধিকারী। হিব্রু ভাষা শিখতে গিয়ে ভাষার প্রতি প্রথম আগ্রহ জন্মে তার। এক সপ্তাহের মধ্যেই ভাষাটি রপ্ত করেছিল টিমোথি। শুধু ভাষা শিখলেই তো হলো না। তার সঠিক চর্চা ও প্রয়োগও দরকার। তার জন্যই টিমোথি নিউ ইয়র্ক শহরের বিভিন্ন ভাষাভাষী ক্যাব চালকদের সঙ্গে তার ভাষাগত দক্ষতা চর্চা করতো নিয়মিত। রেস্টুরেন্ট ও এ ধরনের অন্যান্য স্থানেও বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কথা বলতো। ইমেইল ও স্কাইপেও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে চলতো টিমোথির ভাষাচর্চা।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: হেতে ফাউল।
বাংলা জানে না
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
সাহাদাত উদরাজী বলেছেন: যে দেখছি ওস্তাদ!
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
জাহিদ১১মে বলেছেন: ভিডিও টা দেখলাম আসলেই কষ্ট সাধ্য ব্যাপার এত ভাষা আয়ত্ত করা।তবে মালায়ালাম ভাষাটা আয়ত্তের চেষ্টা করে দেখতে পারে। আমার কাছে এই ভাষাটাই সবচেয়ে কঠিন মনে হয়।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
সাদা রং- বলেছেন: উর উচিত ছিল বাংলা ভাষাটা শিখা।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
তামিম89 বলেছেন: ওরে এই বইটা কেউ পাঠায়া দেন --> Click This Link
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
সাদা রং- বলেছেন: অন্য ভাষার চেয়ে আমাদের ভাষা মনে হয় ওর কাছে কঠিন।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
ধৈঞ্চা বলেছেন: বাংলা, কোরিয়ান, চায়না, জাপানী এই ভাষাগুলো আয়ত্ত করা আসলেই কঠিন।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
পত্রদূত বলেছেন: বাংলাই তো জানে না
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
আন্ধার রাত বলেছেন:
বাংলা শিখলে বুঝবো বাপের ব্যাটা
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
একাকী বাংলাদেশি বলেছেন: একটা বাংলা মাইয়ার লগে ইটিশ পিটিশ লাগায় দেন। তারপরে দেখবেন উষ্ঠা খাইলেও বলবে "ও মাগো"
১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
মরু বালক বলেছেন:
২/৩ দিন আগে আমাদের এখানে একটা টি ভি নিউজ করেছিলো তাকে নিয়ে।
তখন দেখেচিলাম
আশ্চর্য লেগেছিল তখন
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
পেন্সিল চোর বলেছেন: আমি বাংলা জানি, পর্তুগীজ জানি আর ইংলিশ জানি
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: ওয়াও .......
ধন্যবাদ শেয়ার করার জন্য .....